ETV Bharat / state

Landslides in North Sikkim: তৎপর ভারতীয় সেনা, উদ্ধার উত্তর সিকিমে ধসে আটকে থাকা আরও 300 পর্যটক - তিনশো পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা

শনিবার প্রায় সাড়ে তিন হাজার পর্যটকদের উদ্ধার করা হয়েছিল ৷ উত্তর সিকিমে ধসে আটকে থাকা আরও তিনশো পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা ৷

Landslides in North Sikkim
উত্তর সিকিমে ধস
author img

By

Published : Jun 19, 2023, 11:13 AM IST

তিনশো পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা

শিলিগুড়ি, 19 জুন: ভারী বৃষ্টির ফলে ধস ও হড়পা বানের জেরে একাধিক পর্যটক আটকে পড়েছেন উত্তর সিকিমে ৷ আটকে থাকা সেই পর্যটকদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার জনকে আগেই উদ্ধার করা হয়েছিল ৷ এবার আরও 300 পর্যটকদের অভিযান চালিয়ে উদ্ধার করল ভারতীয় সেনা । শুক্রবার রাত থেকে পাহাড় ও সিকিমে শুরু হয় ভারী বৃষ্টিপাত । তার জেরে উত্তর সিকিমের একাধিক জায়গায় ধস নামে। হড়পা বানের ঘটনাও ঘটে । কোথাও ভেঙে যায় সেতু । কোথাও হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয় রাস্তা । এই ঘটনার জেরে আটকে পড়েন দেশি বিদেশি বহু পর্যটক ।

Landslides in North Sikkim
সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় পর্যটকদের

শনিবার অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার পর্যটকদের উদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় সেনা । কিন্তু বৃষ্টি না থামায় পরিস্থিতি আরও খারাপ হতে থাকে উত্তর সিকিমের । বিশেষ করে ছাঙ্গু, লাচেন, লাচুং ও পেগংয়ের। সেজন্য উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা । টানা 24 ঘণ্টা উদ্ধার কাজ চালানো হয়। তারপর রবিবার ধসে আটকে থাকা আরও 300 পর্যটকদের উদ্ধার করে সেনা ।

Landslides in North Sikkim
পর্যটকদের উদ্ধার অভিযান ভারতীয় সেনার

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, গতকাল চুংথাং এলাকায় উদ্ধার অভিযান চলে । খবর ছিল লাচুং ও লাচেন থেকে বেশ কিছু পর্যটক নামার চেষ্টা করছেন । সবেমাত্র সাড়ে তিন হাজার পর্যটকদের উদ্ধার করে উঠেছিল সেনা । কিন্তু পর্যটকদের আটকে থাকার খবর পেতেই ফের একবার ময়দানে নামতে প্রস্তুত হয় স্ট্রাইকিং লায়নস ও ত্রিশক্তি কর্পস । রবিবার সকাল থেকে উদ্ধার কাজে নামে সেনাবাহিনী । এরপর 300 পর্যটকদের উদ্ধার করে অস্থায়ী সেতু দিয়ে পার করানো হয় । তারপর তাঁদের সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁদের জন্য প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয় ৷ সোমবার তাদের গ্যাংটকে ফেরার ব্যবস্থা করে সেনা ।

Landslides in North Sikkim
উত্তর সিকিমে ধসে আটকে থাকা আরও 300 পর্যটকদের উদ্ধার

আরও পড়ুন: উত্তর সিকিমে আটকে পড়া সাড়ে তিন হাজার পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

অন্যদিকে, রবিবার বিকেল নাগাদ আচমকা এক স্থানীয় বাসিন্দার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে । খবর পাওয়া মাত্র সেনা জওয়ানরা দুর্গম পাহাড়ি রাস্তায় স্ট্রেচারে করে ওই ব্যক্তিকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যান । এই বিষয়ে ভারতীয় সেনার কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "এখন ওই ব্যক্তি ভালো রয়েছেন । তাঁর চিকিৎসা চলছে । পর্যটকদের গ্যাংটকে ফেরানো হয়েছে ।"

তিনশো পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা

শিলিগুড়ি, 19 জুন: ভারী বৃষ্টির ফলে ধস ও হড়পা বানের জেরে একাধিক পর্যটক আটকে পড়েছেন উত্তর সিকিমে ৷ আটকে থাকা সেই পর্যটকদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার জনকে আগেই উদ্ধার করা হয়েছিল ৷ এবার আরও 300 পর্যটকদের অভিযান চালিয়ে উদ্ধার করল ভারতীয় সেনা । শুক্রবার রাত থেকে পাহাড় ও সিকিমে শুরু হয় ভারী বৃষ্টিপাত । তার জেরে উত্তর সিকিমের একাধিক জায়গায় ধস নামে। হড়পা বানের ঘটনাও ঘটে । কোথাও ভেঙে যায় সেতু । কোথাও হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয় রাস্তা । এই ঘটনার জেরে আটকে পড়েন দেশি বিদেশি বহু পর্যটক ।

Landslides in North Sikkim
সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় পর্যটকদের

শনিবার অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার পর্যটকদের উদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় সেনা । কিন্তু বৃষ্টি না থামায় পরিস্থিতি আরও খারাপ হতে থাকে উত্তর সিকিমের । বিশেষ করে ছাঙ্গু, লাচেন, লাচুং ও পেগংয়ের। সেজন্য উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা । টানা 24 ঘণ্টা উদ্ধার কাজ চালানো হয়। তারপর রবিবার ধসে আটকে থাকা আরও 300 পর্যটকদের উদ্ধার করে সেনা ।

Landslides in North Sikkim
পর্যটকদের উদ্ধার অভিযান ভারতীয় সেনার

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, গতকাল চুংথাং এলাকায় উদ্ধার অভিযান চলে । খবর ছিল লাচুং ও লাচেন থেকে বেশ কিছু পর্যটক নামার চেষ্টা করছেন । সবেমাত্র সাড়ে তিন হাজার পর্যটকদের উদ্ধার করে উঠেছিল সেনা । কিন্তু পর্যটকদের আটকে থাকার খবর পেতেই ফের একবার ময়দানে নামতে প্রস্তুত হয় স্ট্রাইকিং লায়নস ও ত্রিশক্তি কর্পস । রবিবার সকাল থেকে উদ্ধার কাজে নামে সেনাবাহিনী । এরপর 300 পর্যটকদের উদ্ধার করে অস্থায়ী সেতু দিয়ে পার করানো হয় । তারপর তাঁদের সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁদের জন্য প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয় ৷ সোমবার তাদের গ্যাংটকে ফেরার ব্যবস্থা করে সেনা ।

Landslides in North Sikkim
উত্তর সিকিমে ধসে আটকে থাকা আরও 300 পর্যটকদের উদ্ধার

আরও পড়ুন: উত্তর সিকিমে আটকে পড়া সাড়ে তিন হাজার পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

অন্যদিকে, রবিবার বিকেল নাগাদ আচমকা এক স্থানীয় বাসিন্দার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে । খবর পাওয়া মাত্র সেনা জওয়ানরা দুর্গম পাহাড়ি রাস্তায় স্ট্রেচারে করে ওই ব্যক্তিকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যান । এই বিষয়ে ভারতীয় সেনার কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "এখন ওই ব্যক্তি ভালো রয়েছেন । তাঁর চিকিৎসা চলছে । পর্যটকদের গ্যাংটকে ফেরানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.