ETV Bharat / state

দার্জিলিঙে জোড়া জয়ে গুরুংকে ফেরানোর আহ্বান মোর্চার - bimal gurung

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতাশ্যায় জল ঢেলে দার্জিলিং লোকসভা আসনটি নিজেদের দখলেই রেখেছে BJP । লক্ষাধিক ভোটের মার্জিনে সেখানে জিতেছেন BJP-র রাজু বিস্তা । পাশাপাশি উপনির্বাচনে বিনয় তামাঙের হারে বাড়তি উল্লাস গুরুঙ শিবিরেও ।

ফাইল ফোটো
author img

By

Published : May 24, 2019, 3:45 AM IST

Updated : May 24, 2019, 8:54 AM IST

দার্জিলিং, 24 মে : হারের জেরে পাহাড়ে নতুন করে অশান্তি হতে পারে, এই আশঙ্কা করছে তৃণমূল শিবির । পাহাড়ে পরাজিত তৃণমূল কংগ্রেস ও বিনয় তামাঙের মোর্চা । লোকসভা ও দার্জিলিঙ বিধানসভায় BJP-র জয় মিলতেই বিমল গুরুংকে কার্যত পাহাড়ে ফেরানোর দাবি তুলতে শুরু করেছেন গুরুঙ অনুগামীরা ।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতাশ্যায় জল ঢেলে দার্জিলিং লোকসভা আসনটি নিজেদের দখলেই রেখেছে BJP । লক্ষাধিক ভোটের মার্জিনে সেখানে জিতেছেন BJP-র রাজু বিস্তা । পাশাপাশি উপনির্বাচনে বিনয় তামাঙের হারে বাড়তি উল্লাস গুরুং শিবিরেও । গতকাল জোড়া জয়ের পর গুরুং অনুগামী মোর্চা নেতা B P বাজগাইন স্পষ্ট বলেন, "দার্জিলিঙে জোড়া জয়ে বিমল গুরুংকে ফেরানোর আহ্বান করছেন তিনি । পাহাড়ের এই ফলাফল তাঁর প্রতিই মানুষের আস্থা আছে বলে প্রমাণিত হল ।" তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরেই অন্তরালে বিমল গুরুং । দিন কয়েক আগেই আদালতে জামিনের আবেদন করতে আসছেন শুনে পুলিশ ঝাঁপিয়ে পড়ে । তাঁকে পাহাড়ে আসতে দেয়নি স্বৈরাচারী শাসকদল । কিন্তু তারা যে জনবিচ্ছিন্ন তা এবার প্রমাণ হয়ে গেছে । আমরা চাই এবার গুরুং ফিরে আসুন । তাঁকে অভ্যর্থনা জানাতে আমরা তৈরি ।"

bjp wins  bimal gurung   narendra modi
BJP কর্মীদের উল্লাস

লোকসভা আসনে সদ্য জয়ের পর BJP-র রাজু বিস্তা বলেন, "মানুষ অত বোকা নয় । আমরা জোটসঙ্গীরা ঐক্যবদ্ধ হয়ে জয় পেয়েছি । সহযোদ্ধাদের পাশেই থাকব ।" অন্যদিকে বিধানসভা উপনির্বাচনে জয়ী GNLF নেতা ও নির্দল প্রার্থী নিরজ জিম্বা বলেন, "পাহাড়ের রাজনীতিতে তৃণমূল অপ্রাসঙ্গিক । তাদের মানুষ সমর্থন করে না । আমাদের জোটসঙ্গী বিমল গুরুং ছাড়াও লড়াই করেছি । এই লড়াই আমাদের দেখিয়েছে একতাই শক্তি মেলে । পাহাড়ের প্রত্যাশা পূরণে মানুষের দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে । আইনি লড়াই লড়ছেন গুরুং । এই লড়াইতে তার পাশে রয়েছি আমরাও । পাহাড়ের দাবি আদায়ে আমি সচেষ্ট থাকব । পাশাপাশি এবার দ্রুত GTA-তেও নির্বাচন চাই আমরা ।"

দার্জিলিং, 24 মে : হারের জেরে পাহাড়ে নতুন করে অশান্তি হতে পারে, এই আশঙ্কা করছে তৃণমূল শিবির । পাহাড়ে পরাজিত তৃণমূল কংগ্রেস ও বিনয় তামাঙের মোর্চা । লোকসভা ও দার্জিলিঙ বিধানসভায় BJP-র জয় মিলতেই বিমল গুরুংকে কার্যত পাহাড়ে ফেরানোর দাবি তুলতে শুরু করেছেন গুরুঙ অনুগামীরা ।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতাশ্যায় জল ঢেলে দার্জিলিং লোকসভা আসনটি নিজেদের দখলেই রেখেছে BJP । লক্ষাধিক ভোটের মার্জিনে সেখানে জিতেছেন BJP-র রাজু বিস্তা । পাশাপাশি উপনির্বাচনে বিনয় তামাঙের হারে বাড়তি উল্লাস গুরুং শিবিরেও । গতকাল জোড়া জয়ের পর গুরুং অনুগামী মোর্চা নেতা B P বাজগাইন স্পষ্ট বলেন, "দার্জিলিঙে জোড়া জয়ে বিমল গুরুংকে ফেরানোর আহ্বান করছেন তিনি । পাহাড়ের এই ফলাফল তাঁর প্রতিই মানুষের আস্থা আছে বলে প্রমাণিত হল ।" তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরেই অন্তরালে বিমল গুরুং । দিন কয়েক আগেই আদালতে জামিনের আবেদন করতে আসছেন শুনে পুলিশ ঝাঁপিয়ে পড়ে । তাঁকে পাহাড়ে আসতে দেয়নি স্বৈরাচারী শাসকদল । কিন্তু তারা যে জনবিচ্ছিন্ন তা এবার প্রমাণ হয়ে গেছে । আমরা চাই এবার গুরুং ফিরে আসুন । তাঁকে অভ্যর্থনা জানাতে আমরা তৈরি ।"

bjp wins  bimal gurung   narendra modi
BJP কর্মীদের উল্লাস

লোকসভা আসনে সদ্য জয়ের পর BJP-র রাজু বিস্তা বলেন, "মানুষ অত বোকা নয় । আমরা জোটসঙ্গীরা ঐক্যবদ্ধ হয়ে জয় পেয়েছি । সহযোদ্ধাদের পাশেই থাকব ।" অন্যদিকে বিধানসভা উপনির্বাচনে জয়ী GNLF নেতা ও নির্দল প্রার্থী নিরজ জিম্বা বলেন, "পাহাড়ের রাজনীতিতে তৃণমূল অপ্রাসঙ্গিক । তাদের মানুষ সমর্থন করে না । আমাদের জোটসঙ্গী বিমল গুরুং ছাড়াও লড়াই করেছি । এই লড়াই আমাদের দেখিয়েছে একতাই শক্তি মেলে । পাহাড়ের প্রত্যাশা পূরণে মানুষের দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে । আইনি লড়াই লড়ছেন গুরুং । এই লড়াইতে তার পাশে রয়েছি আমরাও । পাহাড়ের দাবি আদায়ে আমি সচেষ্ট থাকব । পাশাপাশি এবার দ্রুত GTA-তেও নির্বাচন চাই আমরা ।"

দার্জিলিঙে জোড়া জয়ে গুরুঙকে ফেরানোর আহ্বান মোর্চার  


 

পাহারে নিজেদের হারের জেরে নতুন করে গন্ডগোলের আশঙ্কায় সিদুরে মেঘ দেখছে শাসক তৃণমূল শিবির। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও বিনয় তামাঙের মোর্চাকে পরাজিত করে কার্যত লোকসভা ও দার্জিলিঙ বিধানসভায় জয় মিলতেই বিমল গুরুঙকে পাহারে ফেরানোর দাবি তুলতে শুরু করেছেন গুরুঙ অনুগামীরা।

 

মুখ্যমন্ত্রীর প্রতাশ্যায় জল ঢেলে দার্জিলিঙ লোকসভা আসনটি নিজেদের কাছেই ধরে রেখেছে বিজেপি। লক্ষাধীক ভোটের মার্জিনে সেখানে জিতেছেন বিজেপির রাজু বিস্ত। পাশাপাশি উপনির্বাচনে বিনয় তামাঙের হারে বাড়তি উল্লাশ গুরুঙ শিবিরে। আজ জোড়া জয়ের পর গুরুঙ অনুগামী মোর্চা নেতা বি পি বাজগাইন স্পষ্ট বলেদার্জিলিঙে জোড়া জয়ে গুরুঙকে ফেরানোর আহ্বান মোর্চারছেন বিমল গুরুঙ জননেতা। পাহারের এই ফলাফল তার প্রতিই মানুষের আস্থা বলে এবার প্রমানিত হল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অন্তরালে বিমল গুরুঙ। দিন কয়েক আগেই আদালতে জামিনের আবেদন করতে তিনি আসছেন শুনে ঝাপিয়ে পরে পুলিশ নামিয়ে তাকে আসতে দেয় নি স্বৈরাচারী শাসক দল। কিন্তু তারা যে জনবিচ্ছিন্ন তা এবার প্রমান হয়ে গিয়েছে। আমরা চাই এবার গুরুঙ ফিরে আসুন। তাকে উষ্ণ অভ্যররথনা জানাতে আমরা তৈরী আছি।

লোকসভা আসনে সদ্য জয়ের পর সহাস্যে বিজেপির রাজু বিস্ত বলেন, মানুষ অত বোকা নয়। আমরা জোটসঙ্গীরা একত্রে ঐক্যবদ্ধ হয়ে জয় পেয়েছি। সহযোদ্ধাদের পাশেই থাকব। অন্যদিকে বিধান সভা উপনির্বাচনে জয়ী জিএনএলফ নেতা ও নির্দল প্রার্থী নিরজ জিম্বা বলেন পাহারের রাজনীতিতে তৃণমূল অপ্রাসঙ্গিক। তাদের মানুষ সমর্থন করে না। পাহারে জোটসঙ্গী বিমল গুরুঙরা ছাড়াও আমরা জিএনএলএফ লড়াই করেছি। এই লড়াই আমাদের দেখিয়েছে একতাই শক্তি মেলে। পাহারের প্রত্যাশা পূরনে মানুষের দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে। আইনি লড়াই লড়ছেন বিমল গুরুঙ। এই লড়াইতে তার পাশে রয়েছি আমরাও। পাহারের দাবি আদায়ে আমি সচেষ্ট থাকব। পাশাপাশি এবার দ্রুত জিটিএ তেও নির্বাচন চাই আমরা। 

Last Updated : May 24, 2019, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.