ETV Bharat / state

দুর্ঘটনায় অকেজো হয়ে যায় পা, বাইক বিক্রি করে দুঃস্থ খেলোয়াড়কে হুইলচেয়ার কিনে দিলেন বিধায়ক নীরজ

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:41 PM IST

MLA Helps A Sportsman: নিজের সাধের বাইক বিক্রি করে এক দুঃস্থ তথা বিশেষভাবে সক্ষম এক খেলোয়াড়কে সাহায্য করলেন বিধায়ক নীরজ জিম্বা ৷ দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক আধুনিক হুইল চেয়ার কেনার জন্য বিক্রি করে দেন তাঁর সাধের বাইক ৷

MLA Helps A Sportsman
, বাইক বিক্রি করে সেই দুঃস্থ খেলোয়াড়কে হুইলচেয়ার কিনে দিলেন বিধায়ক নীরজ

বাইক বিক্রি করে দুঃস্থ খেলোয়াড়কে হুইলচেয়ার কিনে দিলেন বিধায়ক

দার্জিলিং, 21 নভেম্বর: ভালো খেলোয়াড় তৈরি করতে হলে 'গ্রাসরুট' বা শিকড় মজবুত করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ তাঁদের দিকে হাত বাড়িয়ে দিলে তবেই তো এক দিন দেশের হয়ে পদক আনবেন তাঁরা ৷ ঠিক এমনই এক মানবিকতার নজির স্থাপন করলেন দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা ৷ দুঃস্থ তথা বিশেষভাবে সক্ষম এক খেলোয়াড়কে সাহায্য করতে নিজের শখের বাইক বিক্রি করে দিলেন তিনি।

ব্যাডমিন্টন তথা বাস্কেট বল খেলে ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে দার্জিলিংয়ের বাসিন্দা অঙ্কিত প্রধান । 2015 সালে ভয়াবহ এক বাইক দুর্ঘটনায় দু'টি পা মারাত্মকভাবে জখম হয় তাঁর ৷ তবে লড়াই ছাড়েননি তিনি ৷ নিত্যদিনের অভাব আর শারীরিক বাধাকে তুচ্ছ করে তিনি খেলার দুনিয়ায় জায়গা করে নিয়েছেন ৷ জাতীয় স্তরের ব্যাডমিন্টন এবং বাস্কেটবল প্রতিযোগিতাতেও জায়গা করে নিয়েছেন অঙ্কিত ৷ বাধা হয়ে দাঁড়িয়েছিল আধুনিক হুইলচেয়ার ৷

এমনিতেই তাঁর চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যায় করতে হয়েছে পরিবারকে ৷ আর তাই আধুনিক মানের হুইল চেয়ার কেনার সামর্থ পরিবারের ছিল না ৷ বিশেষভাবে সক্ষম এই খেলোয়াড়ের খবর পান বিধায়ক নীরজ ৷ জানতে পারেন অঙ্কিতের আর্থিক প্রতিকূলতার কথাও । এরপরই তিনি উদ্যোগ নেন তাকে একটি অত্যাধুনিক হুইলচেয়ার কিনে দেওয়ার । কিন্তু তার যে দাম অনেক। বিধায়ক তহবিল থেকে সে টাকা খরচ করলেও মুশকিল ।

আর তাই কী করা যায় ভাবতে গিয়ে মনে পড়ে তাঁর প্রিয় মোটর বাইকটির কথা ৷ সাধের এই বাইকটি তিনি বিক্রি করেন প্রায় 1 লক্ষ 70 হাজার টাকা দিয়ে ৷ বিদেশ থেকে বিশেষ ব্যবস্থা করে আনা হয় এই হুইলচেয়ারটি ৷ তারপর নিজে অঙ্কিতের বাড়ি পৌঁছে তাঁর হাতে তুলে দেন এই চেয়ারটি ৷

নীরজ বলেন, "আমি অঙ্কিতকে কথা দিয়েছিলাম একটা হুইল চেয়ার দেবো। আগামী সপ্তাহে ওর চণ্ডিগড়ে একটি ম্যাচ আছে ৷ একটা কিন্তু এরাজ্যে মিলছিল না। বিদেশ থেকে আনাতে হতো। বিধায়ক তহবিলের টাকা পর্যাপ্ত ছিল না। সেজন্য নিজের বাইক বিক্রি করি আর সেই টাকা দিয়ে হুইলচেয়ার কিনি । খুব ভালো খেলোয়াড় অঙ্কিত। সাহায্য না করলে প্রতিভাটা নষ্ট হতো । পাশাপাশি আমি বিধায়ক তহবিল থেকে মাসে পাঁচ হাজার টাকা করে দেবো ওকে ।"

এই সাহায্য পেয়ে আপ্লুত অঙ্কিতও ৷ এবার ব্যাডমিন্টনের জন্য় নিজেকে উজার করে দিতে পারবেন তিনি ৷ অঙ্কিত বলেন, "আমি ভাবতে পারিনি আমার জন্য তিনি নিজের বাইক বিক্রি করবেন । কী বলে ধন্যবাদ জানাবো ভাষা নেই ।"

আরও পড়ুন:

  1. 'মুসকুরাইয়ে...', রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে 'মোদি কি বাত'
  2. ফাইনালে ভারতের হার মানতে না পেরে আত্মহত্যা যুবকের!

বাইক বিক্রি করে দুঃস্থ খেলোয়াড়কে হুইলচেয়ার কিনে দিলেন বিধায়ক

দার্জিলিং, 21 নভেম্বর: ভালো খেলোয়াড় তৈরি করতে হলে 'গ্রাসরুট' বা শিকড় মজবুত করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ তাঁদের দিকে হাত বাড়িয়ে দিলে তবেই তো এক দিন দেশের হয়ে পদক আনবেন তাঁরা ৷ ঠিক এমনই এক মানবিকতার নজির স্থাপন করলেন দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা ৷ দুঃস্থ তথা বিশেষভাবে সক্ষম এক খেলোয়াড়কে সাহায্য করতে নিজের শখের বাইক বিক্রি করে দিলেন তিনি।

ব্যাডমিন্টন তথা বাস্কেট বল খেলে ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে দার্জিলিংয়ের বাসিন্দা অঙ্কিত প্রধান । 2015 সালে ভয়াবহ এক বাইক দুর্ঘটনায় দু'টি পা মারাত্মকভাবে জখম হয় তাঁর ৷ তবে লড়াই ছাড়েননি তিনি ৷ নিত্যদিনের অভাব আর শারীরিক বাধাকে তুচ্ছ করে তিনি খেলার দুনিয়ায় জায়গা করে নিয়েছেন ৷ জাতীয় স্তরের ব্যাডমিন্টন এবং বাস্কেটবল প্রতিযোগিতাতেও জায়গা করে নিয়েছেন অঙ্কিত ৷ বাধা হয়ে দাঁড়িয়েছিল আধুনিক হুইলচেয়ার ৷

এমনিতেই তাঁর চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যায় করতে হয়েছে পরিবারকে ৷ আর তাই আধুনিক মানের হুইল চেয়ার কেনার সামর্থ পরিবারের ছিল না ৷ বিশেষভাবে সক্ষম এই খেলোয়াড়ের খবর পান বিধায়ক নীরজ ৷ জানতে পারেন অঙ্কিতের আর্থিক প্রতিকূলতার কথাও । এরপরই তিনি উদ্যোগ নেন তাকে একটি অত্যাধুনিক হুইলচেয়ার কিনে দেওয়ার । কিন্তু তার যে দাম অনেক। বিধায়ক তহবিল থেকে সে টাকা খরচ করলেও মুশকিল ।

আর তাই কী করা যায় ভাবতে গিয়ে মনে পড়ে তাঁর প্রিয় মোটর বাইকটির কথা ৷ সাধের এই বাইকটি তিনি বিক্রি করেন প্রায় 1 লক্ষ 70 হাজার টাকা দিয়ে ৷ বিদেশ থেকে বিশেষ ব্যবস্থা করে আনা হয় এই হুইলচেয়ারটি ৷ তারপর নিজে অঙ্কিতের বাড়ি পৌঁছে তাঁর হাতে তুলে দেন এই চেয়ারটি ৷

নীরজ বলেন, "আমি অঙ্কিতকে কথা দিয়েছিলাম একটা হুইল চেয়ার দেবো। আগামী সপ্তাহে ওর চণ্ডিগড়ে একটি ম্যাচ আছে ৷ একটা কিন্তু এরাজ্যে মিলছিল না। বিদেশ থেকে আনাতে হতো। বিধায়ক তহবিলের টাকা পর্যাপ্ত ছিল না। সেজন্য নিজের বাইক বিক্রি করি আর সেই টাকা দিয়ে হুইলচেয়ার কিনি । খুব ভালো খেলোয়াড় অঙ্কিত। সাহায্য না করলে প্রতিভাটা নষ্ট হতো । পাশাপাশি আমি বিধায়ক তহবিল থেকে মাসে পাঁচ হাজার টাকা করে দেবো ওকে ।"

এই সাহায্য পেয়ে আপ্লুত অঙ্কিতও ৷ এবার ব্যাডমিন্টনের জন্য় নিজেকে উজার করে দিতে পারবেন তিনি ৷ অঙ্কিত বলেন, "আমি ভাবতে পারিনি আমার জন্য তিনি নিজের বাইক বিক্রি করবেন । কী বলে ধন্যবাদ জানাবো ভাষা নেই ।"

আরও পড়ুন:

  1. 'মুসকুরাইয়ে...', রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে 'মোদি কি বাত'
  2. ফাইনালে ভারতের হার মানতে না পেরে আত্মহত্যা যুবকের!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.