ETV Bharat / state

কৃষক পরিবারের পাশে দাঁড়াতে লাঙল হাতে বিধায়ক

একইসঙ্গে জমিতে চাষ করে, বীজ রোপণ করে কৃষকের পাশে দাঁড়ালেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক ৷ বিধায়ককে এভাবে পাশে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কৃষক পরিবার ৷

কৃষক পরিবারের পাশে দাঁড়াতে লাঙল হাতে জমিতে বিধায়ক
কৃষক পরিবারের পাশে দাঁড়াতে লাঙল হাতে জমিতে বিধায়ক
author img

By

Published : Jul 6, 2021, 7:43 PM IST

কার্শিয়াং, 6 জুলাই : কৃষক পরিবারের সহযোগিতায় লাঙল হাতে চাষে নামলেন বিধায়ক । এমনই দৃশ্য দেখা গেল কার্শিয়াং মহকুমার মিরিকের সৌরেনি বস্তির বুংকুলুং গ্রামে ৷

আষাঢ়ের প্রথম সপ্তাহ কৃষকদের কাছে খুব গুরুত্বপূর্ণ । এটাই বীজ রোপণ করার আদর্শ সময় ৷ করোনার জেরে এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক । ভেঙে পড়েছে পাহাড়ের অর্থনীতি । এমন পরিস্থিতিতে মিরিকের সৌরেনি বস্তির বুংকুলুং নামে একটি গ্রামে কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা ।

নিরজ জিম্বা
লাঙল টানছেন বিজেপি বিধায়ক নিরজ জিম্বা

দলীয় নেতৃত্ব থেকে বিধায়ক জানতে পারেন যে, বুংকুলুং গ্রামে একটি কৃষক পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা আষাঢ়ের প্রথম চারা রোপণ করতেও অক্ষম । বিষয়টি জানা মাত্রই মঙ্গলবার সকালে ওই গ্রামে হাজির হন বিধায়ক নিরজ জিম্বা । আর্থিক সাহায্য করার পাশাপাশি এই পবিত্র দিনে পরিবারের স্বার্থে লাঙল হাতে চাষ করতে নেমে পড়েন তিনি ।

বিধায়ক
মাটি কর্ষণ করছেন ও ধানের চারা রোপণ করছেন বিধায়ক

আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের বিক্ষোভ

বিধায়কের এই কাজ প্রশংসিত হয়েছে সমাজের সকল স্তরে । বিধায়ক নিরজ জিম্বা জানান, করোনা আবহে পাহাড়ের মানুষ অনেক কষ্টে রয়েছে । এই সময় সবরকম ভাবে তাঁদের পাশে থাকার চেষ্টা করছি ।

কৃষক পরিবারের পাশে দাঁড়াতে লাঙল হাতে জমিতে বিধায়ক

কার্শিয়াং, 6 জুলাই : কৃষক পরিবারের সহযোগিতায় লাঙল হাতে চাষে নামলেন বিধায়ক । এমনই দৃশ্য দেখা গেল কার্শিয়াং মহকুমার মিরিকের সৌরেনি বস্তির বুংকুলুং গ্রামে ৷

আষাঢ়ের প্রথম সপ্তাহ কৃষকদের কাছে খুব গুরুত্বপূর্ণ । এটাই বীজ রোপণ করার আদর্শ সময় ৷ করোনার জেরে এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক । ভেঙে পড়েছে পাহাড়ের অর্থনীতি । এমন পরিস্থিতিতে মিরিকের সৌরেনি বস্তির বুংকুলুং নামে একটি গ্রামে কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা ।

নিরজ জিম্বা
লাঙল টানছেন বিজেপি বিধায়ক নিরজ জিম্বা

দলীয় নেতৃত্ব থেকে বিধায়ক জানতে পারেন যে, বুংকুলুং গ্রামে একটি কৃষক পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা আষাঢ়ের প্রথম চারা রোপণ করতেও অক্ষম । বিষয়টি জানা মাত্রই মঙ্গলবার সকালে ওই গ্রামে হাজির হন বিধায়ক নিরজ জিম্বা । আর্থিক সাহায্য করার পাশাপাশি এই পবিত্র দিনে পরিবারের স্বার্থে লাঙল হাতে চাষ করতে নেমে পড়েন তিনি ।

বিধায়ক
মাটি কর্ষণ করছেন ও ধানের চারা রোপণ করছেন বিধায়ক

আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের বিক্ষোভ

বিধায়কের এই কাজ প্রশংসিত হয়েছে সমাজের সকল স্তরে । বিধায়ক নিরজ জিম্বা জানান, করোনা আবহে পাহাড়ের মানুষ অনেক কষ্টে রয়েছে । এই সময় সবরকম ভাবে তাঁদের পাশে থাকার চেষ্টা করছি ।

কৃষক পরিবারের পাশে দাঁড়াতে লাঙল হাতে জমিতে বিধায়ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.