ETV Bharat / state

Mitali Express: দুরত্ব কমছে দুই বাংলার, এনজেপি-ঢাকা রুটে চালু হচ্ছে মিতালি এক্সপ্রেস

দুরত্ব কমছে দুই বাংলার (Mitali Express to begin operations on Dhaka-Siliguri route) ৷ এনজেপি-ঢাকা রুটে খুব দ্রুত চালু হতে চলেছে মিতালি এক্সপ্রেস (Mitali Express) ৷

Mitali Express to begin operations on Dhaka-Siliguri route from 26th March
দুরত্ব কমছে দুই বাংলার, এনজেপি-ঢাকা রুটে চালু হচ্ছে মিতালি এক্সপ্রেস
author img

By

Published : Mar 21, 2022, 4:40 PM IST

শিলিগুড়ি, 21 মার্চ: দূরত্ব কমতে চলেছে দুই বাংলার । বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বার্তা দিয়ে এ বার এক হতে চলেছে এপার বাংলা ও ওপার বাংলা । মিতালি এক্সপ্রেসের (Mitali Express) হাত ধরে পশ্চিমবঙ্গের সঙ্গে ঢাকার মধ্যে যোগাযোগ ফের শুরু হতে চলেছে । সব ঠিকঠাক থাকলে 26 মার্চ থেকেই চালু হবে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস ।

ইতিমধ্যে সেই সংক্রান্ত বিষয়ে বিশদে নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ সরকারের রেল মন্ত্রক (Mitali Express to begin operations on Dhaka-Siliguri route)। যেখানে জানানো হয়েছে চলতি মাসেই শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে ঢাকার মধ্যে যাত্রীবাহী তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেস পথ চলা শুরু করবে । নির্দেশিকায় ট্রেনের সফরসূচি এবং ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে । আর বিষয়টি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত পর্যটন ব্যবসায়ীরা । এর ফলে পর্যটনে জোয়ার আসবে বলে আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ীরা ।

পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের ঢাকার মধ্যে যোগাযোগ স্থাপনে এনজেপি পর্যন্ত রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশের সরকার (Mitali Express to begin operations on 26th March)। গত বছরই ওই ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর সঙ্গে করোনা পরিস্থিতি থাকায় সেই প্রক্রিয়া থমকে যায় । অবশেষে করোনার সংক্রমণ কম হতেই ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপনের জন্য তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেস চালানোর ব্যাপারে তোড়জোড় শুরু করেছে দুই দেশের সরকার । যদিও ভারতের রেল মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত সে রকম কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি ।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে প্রচুর বাংলাদেশি প্রতি বছরই ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষার জন্য আসেন । এর আগে ভারত-বাংলাদেশের মধ্যে দু‘টি ট্রেন চালু হয়েছে । একটি মৈত্রী এবং অন্যটি বন্ধন এক্সপ্রেস । মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের মতো উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগকারী প্রথম ট্রেনটি মিতালি এক্সপ্রেস সফল হবে বলে আশায় দুই দেশের মানুষ ।

আরও পড়ুন: 15 এপ্রিল পর্যন্ত মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত

জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত মোট যাত্রাপথ 530 কিলোমিটার । এই পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র 9 ঘণ্টা । যাত্রাপথে বাংলাদেশের অধীনে রয়েছে 446 কিলোমিটার । বাকিটা ভারতে । যাত্রাপথে বাংলাদেশে পরবে পার্বতীপুর, টাঙ্গাইল-সহ মোট 15টি রেলস্টেশন । কিন্তু নিরাপত্তার স্বার্থে কোথাও থামবে না ট্রেনটি ।

তবে বাংলাদেশের রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেনের এই সফরে রয়েছে হলদিবাড়ি, চিলাহাটি স্টপেজ । ওই স্টেশনে যাত্রীদের নাগরিকত্ব-সহ নিরাপত্তার বিষয়টি যাচাই করা হবে । প্রতি সপ্তাহে দু‘দিন করে ওই ট্রেনটি চলাচল করবে । ভারতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার ছাড়বে । একই ভাবে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোমবার এবং বৃহস্পতিবার ছাড়বে । বাংলাদেশ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বাংলাদেশে ট্রেনের ভাড়া এসি বার্থে 4 হাজার 905 টাকা, এসি সিটে 3 হাজার 805 টাকা এবং এসি চেয়ারে জনপ্রতি ভাড়া ধার্য করা হয়েছে 2 হাজার 705 টাকা ।

Mitali Express to begin operations on Dhaka-Siliguri route from 26th March
নয়া বিজ্ঞপ্তি

ওই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি অফ ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "প্রতি বছরই ভারত থেকে বাংলাদেশে প্রচুর ভারতীয় যান । একই ভাবে বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক উত্তরবঙ্গে আসেন । ওই ট্রেন পরিষেবা চালু হলে তাঁদের অনেকটাই সুবিধা হবে । পাশাপাশি প্রতি বছর উত্তরবঙ্গে বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক উত্তরবঙ্গের পাহাড়, ডুয়ার্স এলাকায় ভ্রমণে আসেন, ফলে স্বাভাবিক ভাবে এর ফলে পর্যটন শিল্পে জোয়ার আসবে ।"

আরও পড়ুন: Women's Day 2022: রাজধানী এক্সপ্রেস চালানোর স্বপ্ন মালদার পিয়ালির

অন্যদিকে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেছেন, "এখনও ভারতের তরফে এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি । তবে আশা করছি খুব শিগগিরই ভারতীয় রেল এবং সংশ্লিষ্ট দফতর ওই ট্রেনের যাত্রা নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে ।"

শিলিগুড়ি, 21 মার্চ: দূরত্ব কমতে চলেছে দুই বাংলার । বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বার্তা দিয়ে এ বার এক হতে চলেছে এপার বাংলা ও ওপার বাংলা । মিতালি এক্সপ্রেসের (Mitali Express) হাত ধরে পশ্চিমবঙ্গের সঙ্গে ঢাকার মধ্যে যোগাযোগ ফের শুরু হতে চলেছে । সব ঠিকঠাক থাকলে 26 মার্চ থেকেই চালু হবে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস ।

ইতিমধ্যে সেই সংক্রান্ত বিষয়ে বিশদে নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ সরকারের রেল মন্ত্রক (Mitali Express to begin operations on Dhaka-Siliguri route)। যেখানে জানানো হয়েছে চলতি মাসেই শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে ঢাকার মধ্যে যাত্রীবাহী তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেস পথ চলা শুরু করবে । নির্দেশিকায় ট্রেনের সফরসূচি এবং ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে । আর বিষয়টি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত পর্যটন ব্যবসায়ীরা । এর ফলে পর্যটনে জোয়ার আসবে বলে আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ীরা ।

পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের ঢাকার মধ্যে যোগাযোগ স্থাপনে এনজেপি পর্যন্ত রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশের সরকার (Mitali Express to begin operations on 26th March)। গত বছরই ওই ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর সঙ্গে করোনা পরিস্থিতি থাকায় সেই প্রক্রিয়া থমকে যায় । অবশেষে করোনার সংক্রমণ কম হতেই ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপনের জন্য তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেস চালানোর ব্যাপারে তোড়জোড় শুরু করেছে দুই দেশের সরকার । যদিও ভারতের রেল মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত সে রকম কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি ।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে প্রচুর বাংলাদেশি প্রতি বছরই ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষার জন্য আসেন । এর আগে ভারত-বাংলাদেশের মধ্যে দু‘টি ট্রেন চালু হয়েছে । একটি মৈত্রী এবং অন্যটি বন্ধন এক্সপ্রেস । মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের মতো উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগকারী প্রথম ট্রেনটি মিতালি এক্সপ্রেস সফল হবে বলে আশায় দুই দেশের মানুষ ।

আরও পড়ুন: 15 এপ্রিল পর্যন্ত মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত

জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত মোট যাত্রাপথ 530 কিলোমিটার । এই পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র 9 ঘণ্টা । যাত্রাপথে বাংলাদেশের অধীনে রয়েছে 446 কিলোমিটার । বাকিটা ভারতে । যাত্রাপথে বাংলাদেশে পরবে পার্বতীপুর, টাঙ্গাইল-সহ মোট 15টি রেলস্টেশন । কিন্তু নিরাপত্তার স্বার্থে কোথাও থামবে না ট্রেনটি ।

তবে বাংলাদেশের রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেনের এই সফরে রয়েছে হলদিবাড়ি, চিলাহাটি স্টপেজ । ওই স্টেশনে যাত্রীদের নাগরিকত্ব-সহ নিরাপত্তার বিষয়টি যাচাই করা হবে । প্রতি সপ্তাহে দু‘দিন করে ওই ট্রেনটি চলাচল করবে । ভারতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার ছাড়বে । একই ভাবে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোমবার এবং বৃহস্পতিবার ছাড়বে । বাংলাদেশ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বাংলাদেশে ট্রেনের ভাড়া এসি বার্থে 4 হাজার 905 টাকা, এসি সিটে 3 হাজার 805 টাকা এবং এসি চেয়ারে জনপ্রতি ভাড়া ধার্য করা হয়েছে 2 হাজার 705 টাকা ।

Mitali Express to begin operations on Dhaka-Siliguri route from 26th March
নয়া বিজ্ঞপ্তি

ওই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি অফ ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "প্রতি বছরই ভারত থেকে বাংলাদেশে প্রচুর ভারতীয় যান । একই ভাবে বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক উত্তরবঙ্গে আসেন । ওই ট্রেন পরিষেবা চালু হলে তাঁদের অনেকটাই সুবিধা হবে । পাশাপাশি প্রতি বছর উত্তরবঙ্গে বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক উত্তরবঙ্গের পাহাড়, ডুয়ার্স এলাকায় ভ্রমণে আসেন, ফলে স্বাভাবিক ভাবে এর ফলে পর্যটন শিল্পে জোয়ার আসবে ।"

আরও পড়ুন: Women's Day 2022: রাজধানী এক্সপ্রেস চালানোর স্বপ্ন মালদার পিয়ালির

অন্যদিকে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেছেন, "এখনও ভারতের তরফে এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি । তবে আশা করছি খুব শিগগিরই ভারতীয় রেল এবং সংশ্লিষ্ট দফতর ওই ট্রেনের যাত্রা নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.