ETV Bharat / state

ফাঁসিদেওয়া সীমান্তে কাঁটাতার কাটল দুষ্কৃতীরা, সতর্ক BSF - India

শিলিগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার কাটল দুষ্কৃতীরা ৷ যদিও ঘটনার পরই তা মেরামত করে দেওয়া হয় ৷ ঘটনাটি অনুপ্রবেশ না কি চোরাচালানের তা খতিয়ে দেখা হবে ৷

সীমান্তের কাঁটাতার কাটল দুষ্কৃতীরা
author img

By

Published : Oct 24, 2019, 1:10 PM IST

শিলিগুড়ি, 24 অক্টোবর : ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার কাটল দুষ্কৃতীরা ৷ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় সীমান্তের লালদাস জোতে ঘটনাটি ঘটেছে ৷ এলাকায় কাঁটাতার কাটা দেখে স্থানীয়রা BSF-কে খবর দেয় ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তা মেরামত করে দেওয়া হয় ৷

চাষের কাজে ওই এলাকায় গিয়েছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ সেখানে যেতেই তাঁদের নজরে পড়ে সীমান্তের কাঁটাতার কেটে ফেলা হয়েছে ৷ সঙ্গে সঙ্গে তারা খবর দেন BSF-কে ৷

এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা রায় বলেন, "আমি শুনেছি ওই এলাকায় কেউ বা কারা কাঁটাতারের বেড়া কেটেছে ৷ রাতের অন্ধকারে এসব হয়ে থাকতে পারে ৷ ঘটনাটি পুলিশ ও BSF খতিয়ে দেখুক ৷" ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি BSF-র আধিকারিকরা ৷ তবে, এলাকায় জওয়ানদের টহল বাড়ানো হয়েছে ৷

পুলিশ প্রশাসনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, এই ধরনের ঘটনা শোনা গিয়েছে ৷ তবে এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ৷ তবে, ঘটনাটি অনুপ্রবেশ না কি চোরাচালানকে কেন্দ্র করে তা খতিয়ে দেখা হবে ৷

শিলিগুড়ি, 24 অক্টোবর : ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার কাটল দুষ্কৃতীরা ৷ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় সীমান্তের লালদাস জোতে ঘটনাটি ঘটেছে ৷ এলাকায় কাঁটাতার কাটা দেখে স্থানীয়রা BSF-কে খবর দেয় ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তা মেরামত করে দেওয়া হয় ৷

চাষের কাজে ওই এলাকায় গিয়েছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ সেখানে যেতেই তাঁদের নজরে পড়ে সীমান্তের কাঁটাতার কেটে ফেলা হয়েছে ৷ সঙ্গে সঙ্গে তারা খবর দেন BSF-কে ৷

এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা রায় বলেন, "আমি শুনেছি ওই এলাকায় কেউ বা কারা কাঁটাতারের বেড়া কেটেছে ৷ রাতের অন্ধকারে এসব হয়ে থাকতে পারে ৷ ঘটনাটি পুলিশ ও BSF খতিয়ে দেখুক ৷" ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি BSF-র আধিকারিকরা ৷ তবে, এলাকায় জওয়ানদের টহল বাড়ানো হয়েছে ৷

পুলিশ প্রশাসনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, এই ধরনের ঘটনা শোনা গিয়েছে ৷ তবে এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ৷ তবে, ঘটনাটি অনুপ্রবেশ না কি চোরাচালানকে কেন্দ্র করে তা খতিয়ে দেখা হবে ৷

Intro:শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের লালদাস জোতে কাঁটাতারের বেড়া কাটলো দুষ্কৃতীরা। আজ সকালে স্থানীয়রা ওই এলাকায় কাঁটাতারের বেড়া কাটা অবস্থায় রয়েছে দেখে বিএসএফকে জানান। এরপর দ্রুত তা মেরামত করে দেওয়া হয়।


Body:চাষাবাসের জন্য যারা ওই এলাকায় গিয়েছিলেন তারা জানান সকালে এলাকায় গিয়ে দেখা যায কাঁটাতারের বেড়া কেটে ফেলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান রেখা রায় জানান আমিও শুনেছি ওই এলাকায় কেউ বা কারা কাঁটাতারের বেড়া কেটে দিয়ে গিয়েছে। এসব রাতের অন্ধকারে হয়ে থাকতে পারে। কারা এসব করছে তা খতিয়ে দেখুন পুলিশ এবং বিএসএফ। এ নিয়ে অবশ্য বিএসএফ কর্তারা মুখ খুলতে চাননি। তবে এলাকায় বিএসএফের টহল বাড়ানো হয়েছে। এ নিয়ে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান এই ধরনের একটি ঘটনা শোনা গিয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে দায়ের হয়নি। অনুপ্রবেশের চেষ্টা নাকি চোরাচালানের উদ্দেশ্যে এই ঘটনা তা খতিয়ে দেখা হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.