শিলিগুড়ি, 29 মে : জিটিএ নির্বাচনে মাত্র 10 টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে রাজ্যের শাসকদল তৃণমূল-কংগ্রেস। রবিবার বিকেলে দার্জিলিং জেলা তৃণমূল-কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জিটিএ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস (minister aroop biswas announces TMC candidate list for Siliguri Mahakuma Parishad election 2022) ।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ-সহ অন্যান্যরা। শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে নয়টি মহকুমা আসন, 66 টি পঞ্চায়েত সমিতির আসন ও 466 টি গ্রাম পঞ্চায়েত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল-কংগ্রেস। কিন্তু জিটিএ নির্বাচনের 45 টি সংসদ আসনের মধ্যে মাত্র 10 টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল-কংগ্রেস। বাকি 35 টি আসনে কোনও লড়াইয়ে যাচ্ছে না শাসকদল।
আরও পড়ুন : শাসকদলের সঙ্গে জোট নয়, জিটিএ নির্বাচনে 'একলা চল' নীতি অনিত থাপার দলের
আর এ নিয়েই পাহাড়ের রাজনীতিতে জোর জল্পনার ঝড় উঠেছে। শুধু তাই নয়। জিটিএ নির্বাচনে প্রার্থী করা হয়েছে বিনয় তামাংকেও। এতে স্পষ্ট বিনয় তামাংকে সামনে রেখেই এবার জিটিএ নির্বাচনে লড়তে চাইছে শাসকদল। তবে মাত্র 10 টি আসনে লড়লেও অঘোষিত কোনও জোট রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে এ বিষয়ে কোনও রাজনৈতিক দলের সঙ্গে কোনও জোট হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন অরূপ বিশ্বাস। এদিন সাংবাদিক বৈঠকে অরূপ বিশ্বাস বলেন, "শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের মতো আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনেও ব্যাপকভাবে জয়লাভ করব। মহাকুমা পরিষদ নির্বাচনে কোনও বিরোধীদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আমরা জিটিএ নির্বাচনে 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে কোনওভাবেই পাহাড়ে আমরা রাজনৈতিক দলের সঙ্গে জোট করছি না। পাহাড়ে আমাদের প্রচারের একটা বিষয়কে সামনে রাখছি তা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন।"
আরও পড়ুন : শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে ত্রিস্তরীয় নিরাপত্তা
দলীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের 9 টি আসনের মধ্যে নকশালবাড়ি থেকে অরুন ঘোষ, নলিনী রঞ্জন রায়, মাটিগাড়া থেকে প্রাক্তন মহিলা সভানেত্রী জ্যোতি তির্কে, মাটিগাড়া থেকে তিনবারের প্রধান প্রিয়াঙ্কা বিশ্বাস, খড়িবাড়ি থেকে প্রাক্তন বিরোধী দলনেতা কাজল ঘোষ ও কিশোরিমোহন সিংহ রায়, ফাঁসিদেওয়া থেকে কুমুদিনী বরাইক, প্রাক্তন কর্মাধ্যক্ষ আইনুল হক, রুমা রেশমি এক্কাকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি জিটিএ নির্বাচনে 4 নম্বর সংসদের প্রার্থী করা হয়েছে বিনয় তামাংকে। এছাড়াও 7 নম্বরের প্রার্থী পাসাং শেরিং ভুটিয়া, 8 নম্বর থেকে দেবেন রাই, 10 নম্বরে দিনেশ গুরুং, 17 নম্বরে নরবাহাদুর খাওয়াস, 23 নম্বরে দুর্বা ব্যোমজান, 24 নম্বরে প্রার্থী নিলেশ রাই, 26 নম্বরে পরেসরেস তিরকে, 35 নম্বরে সুমন গুরুং ও 36 নম্বরে রিনচেন ভুটিয়াকে প্রার্থী করা হয়েছে।