ETV Bharat / state

তৃণমূলের প্রচারে শিলিগুড়িতে রোড শো করবেন মিমি - mimi chakraborty

বিনয়পন্থী মোর্চার সমর্থনে দার্জিলিঙের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের হয়ে শিলিগুড়িতে রোড শো করবেন মিমি চক্রবর্তী। এই কেন্দ্রে প্রচারে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ভোট প্রচারে মিমি
author img

By

Published : Mar 30, 2019, 8:38 PM IST

Updated : Mar 30, 2019, 10:22 PM IST

শিলিগুড়ি, ৩০ মার্চ : দার্জিলিঙে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে শিলিগুড়িতে রোড শো করবেন মিমি চক্রবর্তী। এছাড়া প্রচারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, এই কেন্দ্রে BJP প্রার্থী রাজু সিং বিস্তের হয়ে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসপ্রার্থীর হয়ে রাহুল গান্ধি প্রচারে আসবেন। বামফ্রন্ট প্রার্থী সমন পাঠকের হয়ে প্রচার করবেন সূর্যকান্ত মিশ্র।

পিছিয়ে থাকছে না তৃণমূল কংগ্রেসও। তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করবেন টলিউড তারকা তথা দলের যাদবপুর আসনের প্রার্থী মিমি চক্রবর্তী। তিনি অমর সিং রাইয়ের সমর্থনে শিলিগুড়িতে রোড শো করবেন। এছাড়া প্রচারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব জানান, চোপড়া, শিলিগুড়ি ও পাহাড়ে তিনটি জনসভা হবে। তিনি বলেন, "আমাদের প্রার্থী নিয়ম করে প্রচার চালাচ্ছেন। আজ মাটিগাড়ায় প্রচারের পর আগামীকাল নকশালবাড়ি ব্লকে প্রচার করবেন। ১ ও ২ এপ্রিল চোপড়ায় প্রচার করে ৩ তারিখ ফাঁসিদেওয়া হয়ে শিলিগুড়িতে প্রচার সারবেন। এছাড়াও লক্ষীরতন শুক্লা, অরূপ বিশ্বাস সহ বিভিন্ন হেভিওয়েট নেতা প্রচারে আসবেন।"

শিলিগুড়ি, ৩০ মার্চ : দার্জিলিঙে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে শিলিগুড়িতে রোড শো করবেন মিমি চক্রবর্তী। এছাড়া প্রচারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, এই কেন্দ্রে BJP প্রার্থী রাজু সিং বিস্তের হয়ে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসপ্রার্থীর হয়ে রাহুল গান্ধি প্রচারে আসবেন। বামফ্রন্ট প্রার্থী সমন পাঠকের হয়ে প্রচার করবেন সূর্যকান্ত মিশ্র।

পিছিয়ে থাকছে না তৃণমূল কংগ্রেসও। তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করবেন টলিউড তারকা তথা দলের যাদবপুর আসনের প্রার্থী মিমি চক্রবর্তী। তিনি অমর সিং রাইয়ের সমর্থনে শিলিগুড়িতে রোড শো করবেন। এছাড়া প্রচারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব জানান, চোপড়া, শিলিগুড়ি ও পাহাড়ে তিনটি জনসভা হবে। তিনি বলেন, "আমাদের প্রার্থী নিয়ম করে প্রচার চালাচ্ছেন। আজ মাটিগাড়ায় প্রচারের পর আগামীকাল নকশালবাড়ি ব্লকে প্রচার করবেন। ১ ও ২ এপ্রিল চোপড়ায় প্রচার করে ৩ তারিখ ফাঁসিদেওয়া হয়ে শিলিগুড়িতে প্রচার সারবেন। এছাড়াও লক্ষীরতন শুক্লা, অরূপ বিশ্বাস সহ বিভিন্ন হেভিওয়েট নেতা প্রচারে আসবেন।"

Intro:অমর সিং রাইয়ের সমর্থনে শিলিগুড়িতে রোড শো করবেন মিমি চক্রবর্তী! 


শিলিগুড়ি, ৩০ শিলিগুড়িঃ দার্জিলিং লোকসভা নির্বাচনে বিনয়পন্থী মোর্চার সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে শিলিগুড়িতে রোড শো করবেন চলচিত্র তারকা মিমি চক্রবর্তী। একইসাথে জনজোয়ার টানতে প্রচারে সামিল হবেন অন্যান্য চলচিত্র তারকা সহ হেভিওয়েট নেতৃত্বরা। প্রচারে আসবেন খোদ মুখ্যমন্ত্রীও। 


দার্জিলিং লোকসভা কেন্দ্রটি কার দখলে থাকবে তা নিশ্চিত করতেই মড়িয়া ডান বাম সব রাজনৈতিক দলগুলিও। প্রচারে ঝাপাচ্ছেন নেতৃত্বরা। তবে নির্বাচনী প্রচারে কোন দল কার থেকে এগিয়ে রয়েছে তা নিয়েই চলছে দড়ি টানাটানি। একে অপরকে টেক্কা দিতে নিত্যনতুন বদলাচ্ছে রনকৌশল। 


জানা গিয়েছে, বিজেপির প্রার্থী রাজু সিং বিস্তার হয়ে এই কেন্দ্রে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অন্যদিকে, কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে আসবেন খোদ রাহুল গান্ধী৷ বামেদের প্রার্থী সমন পাঠকের হয়ে প্রচারে আসবেন সূর্যকান্ত মিশ্র৷ সেক্ষেত্রে পিছিয়ে থাকছে না তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে আসছেন টলিউডের চলচিত্র তারকা মিমি চক্রবর্তী। তিনি প্রার্থীর সমর্থনে শিলিগুড়িতে রোড শো করবেন। অন্যদিকে, প্রচারে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়া, শিলিগুড়ি ও পাহাড়ে পৃথক তিনটি জনসভা করার কথা রয়েছে বলেই জানান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব। তিনি আরও বলেন, আমাদের প্রার্থী নিয়ম করে প্রচার চালাচ্ছেন। আজ দিনভর মাটিগাড়ায় প্রচারের পর আগামীকাল দিনভর নকশালবাড়ি ব্লকের প্রচার চালাবেন। ১ ও ২ এপ্রিল চোপড়ায় প্রচার করে ৩ তারিখ ফাঁসিদেওয়া হয়ে শিলিগুড়িতে প্রচার সারবেন। এছাড়াও লক্ষীরতণ শুক্লা, অরূপ বিশ্বাস সহ বিভিন্ন হেভিওয়েট নেতৃত্বরাও আসবেন। 




Body: .


Conclusion:.
Last Updated : Mar 30, 2019, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.