ETV Bharat / state

পুজোর আগে খুলবে গজলডোবার ভোরের আলো

কোরোনা পরিস্থিতির মধ্যে রাজ্যজুড়ে খুলে গেছে কয়েকটি পর্যটন কেন্দ্র ৷ এই পরিস্থিতির মধ্যে খুলতে চলেছে গজলডোবায় ভোরের আলো পর্যটন । তবে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, এখনও স্থায়ী কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 10, 2020, 8:33 PM IST

শিলিগুড়ি, 10 অগাস্ট : কোরোনা পরিস্থিতির জেরে রাজ্যজুড়ে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে গেছিল ৷ এই পরিস্থিতির মধ্যেও বেশ কয়েকটি এলাকায় ফের পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হচ্ছে পুজোর আগে ৷ এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে গজলডোবায় ভোরের আলো ।

গতকাল শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, রাজ্যে ইতিমধ্যেই কিছু পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও গজলডোবা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তো পৌঁছানো যায়নি । সেখানে প্রায় 300 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে মেগা টুরিজ়ম হাব । রয়েছে একাধিক কটেজ সহ বেশ কিছু প্রকল্প । এলাকায় পর্যটনের প্রসারে আরও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে পর্যটন দপ্তর । সেসব কাজ এগিয়ে নিয়ে পুজোর আগে ফের খুলে দেওয়া হবে ভোরের আলো । পর্যটন দপ্তর সূত্রে জানানো হয়েছে, শিলিগুড়ি কাছে বেঙ্গল সাফারি থেকে গজলডোবা ভোরের আলোর মধ্যে চলাচলের জন্য বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতর দিয়ে একটি রাস্তা তৈরির কাজ শেষ হয়ে গেছে । এছাড়া বেঙ্গল সাফারির পাশেই বন বিভাগের জমিতে তৈরি করা হবে পর্যটকদের জন্য একটি কর্মতীর্থ । জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে সেখানে কিছু প্রকল্পে সমস্যা দেখা দিয়েছিল । সেসব কাটিয়ে উঠে পূর্ণাঙ্গরূপে পুজোর আগে চালু হবে ভোরের আলো ।

পর্যটন মন্ত্রীর বক্তব্য

এর আগে গজলডোবায় সেচ ক্যানেলে নৌকাবিহারের পরিকল্পনা করেও তা সেচ বিভাগের আপত্তিতে বাতিল হয় । এছাড়া ওই এলাকায় একটি হেলিপ্যাড নির্মাণের কাজও স্থানীয়দের বাধার মুখে পড়ে । অন্যত্র সরিয়ে নেওয়া হয় সেই প্রকল্প । পর্যটন দপ্তরের পরিকল্পনা, ভোরের আলোয় পর্যটকদের থাকার জন্য গড়ে উঠবে একাধিক বাজেট ও স্টার হোটেল। থাকবে হ্যেলিপ্যাড । সব মিলিয়ে এই প্রকল্প দপ্তরের স্বপ্নের প্রকল্প হবে । গতকাল গৌতম দেব বলেন, গজলডোবা ভোরের আলো প্রকল্পের ভেতরে সরকারি যে কটেজগুলি রয়েছে তার পাশাপাশি আরও কিছু কটেজ সেখানে নির্মাণের কাজ চলছে । এছাড়া কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে বনাঞ্চল । সব মিলিয়ে দ্রুতগতিতে কাজ এগোনো হচ্ছে । এই পরিস্থিতিতে আমরা সেখানে পর্যটকদের ভিড় চাইছি না । তাই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হলেও, বন্ধ রয়েছে গজলডোবা । আমরা চেষ্টা করছি পুজোর মুখে তা ফের খুলে দেওয়ার ।

শিলিগুড়ি, 10 অগাস্ট : কোরোনা পরিস্থিতির জেরে রাজ্যজুড়ে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে গেছিল ৷ এই পরিস্থিতির মধ্যেও বেশ কয়েকটি এলাকায় ফের পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হচ্ছে পুজোর আগে ৷ এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে গজলডোবায় ভোরের আলো ।

গতকাল শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, রাজ্যে ইতিমধ্যেই কিছু পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও গজলডোবা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তো পৌঁছানো যায়নি । সেখানে প্রায় 300 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে মেগা টুরিজ়ম হাব । রয়েছে একাধিক কটেজ সহ বেশ কিছু প্রকল্প । এলাকায় পর্যটনের প্রসারে আরও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে পর্যটন দপ্তর । সেসব কাজ এগিয়ে নিয়ে পুজোর আগে ফের খুলে দেওয়া হবে ভোরের আলো । পর্যটন দপ্তর সূত্রে জানানো হয়েছে, শিলিগুড়ি কাছে বেঙ্গল সাফারি থেকে গজলডোবা ভোরের আলোর মধ্যে চলাচলের জন্য বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতর দিয়ে একটি রাস্তা তৈরির কাজ শেষ হয়ে গেছে । এছাড়া বেঙ্গল সাফারির পাশেই বন বিভাগের জমিতে তৈরি করা হবে পর্যটকদের জন্য একটি কর্মতীর্থ । জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে সেখানে কিছু প্রকল্পে সমস্যা দেখা দিয়েছিল । সেসব কাটিয়ে উঠে পূর্ণাঙ্গরূপে পুজোর আগে চালু হবে ভোরের আলো ।

পর্যটন মন্ত্রীর বক্তব্য

এর আগে গজলডোবায় সেচ ক্যানেলে নৌকাবিহারের পরিকল্পনা করেও তা সেচ বিভাগের আপত্তিতে বাতিল হয় । এছাড়া ওই এলাকায় একটি হেলিপ্যাড নির্মাণের কাজও স্থানীয়দের বাধার মুখে পড়ে । অন্যত্র সরিয়ে নেওয়া হয় সেই প্রকল্প । পর্যটন দপ্তরের পরিকল্পনা, ভোরের আলোয় পর্যটকদের থাকার জন্য গড়ে উঠবে একাধিক বাজেট ও স্টার হোটেল। থাকবে হ্যেলিপ্যাড । সব মিলিয়ে এই প্রকল্প দপ্তরের স্বপ্নের প্রকল্প হবে । গতকাল গৌতম দেব বলেন, গজলডোবা ভোরের আলো প্রকল্পের ভেতরে সরকারি যে কটেজগুলি রয়েছে তার পাশাপাশি আরও কিছু কটেজ সেখানে নির্মাণের কাজ চলছে । এছাড়া কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে বনাঞ্চল । সব মিলিয়ে দ্রুতগতিতে কাজ এগোনো হচ্ছে । এই পরিস্থিতিতে আমরা সেখানে পর্যটকদের ভিড় চাইছি না । তাই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হলেও, বন্ধ রয়েছে গজলডোবা । আমরা চেষ্টা করছি পুজোর মুখে তা ফের খুলে দেওয়ার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.