ETV Bharat / state

Measles-Rubella Vaccination: 9 জানুয়ারি থেকে দার্জিলিংয়ে শুরু রুবেলা টিকাকরণ

উত্তরবঙ্গের চার কোটি শিশু ও কিশোর-কিশোরীদের রুবেলা টিকাকরণের আওতায় আনতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর (Measles Rubella Vaccination) । 9 জানুয়ারি থেকে শুরু অভিযান ৷ পাহাড়ে শুরু হবে 15 ফেব্রুয়ারি থেকে, চলবে একমাস ।

রাজ্য স্বাস্থ্য দফতর
জেলাশাসক এস পুন্নমবলম
author img

By

Published : Jan 7, 2023, 10:24 PM IST

9 জানুয়ারি থেকে দার্জিলিংয়ে শুরু রুবেলা টিকাকরণ

শিলিগুড়ি, 7 জানুয়ারি: রুবেলা ভাইরাসের টিকাকরণ নিয়ে আগেভাগে প্রস্তুতি শুরু করল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ । পাহাড় ও সমতল মিলিয়ে দু'দফায় চালানো হবে ওই টিকাকরণ অভিযান । আগামী একমাসের মধ্যে ওই টিকাকরণ অভিযানের মাধ্যমে সমস্ত জেলার 9 মাস থেকে 15 বছর পর্যন্ত শিশুকে রুবেলা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করার কাজে নামবে স্বাস্থ্য বিভাগ (Measles Rubella Vaccination to start in Darjeeling) ।

ইতিমধ্যে রাজ্যের অন্যান্য জেলায় রুবেলা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু দার্জিলিং জেলায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু'দফায় ওই টিকাকরণ অভিযান চালানো হবে । জেলা স্বাস্থ্য বিভাগ, ব্লক হাসপারাল, আপার প্রাইমারি হেলথ, সাব সেন্টারগুলিকে কাজে লাগানো হবে । প্রথমে সরকারি ও বেসরকারি স্কুল পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় টিকাকরণ করা হবে । এরপর অভিযানে নামবে স্বাস্থ্য কর্মীরা ও র‍্যাপিড টিম । শনিবার সকালে রুবেলা ভাইরাসের সচেতনতায় মিছিল হয় শিলিগুড়িতে । মিছিলে পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব । পাশাপাশি এদিন রুবেলা ভাইরাস নিয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে বৈঠক সারে জেলা প্রশাসন ।

দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম (District Magistrate S Ponnambalam) বলেন, "শিলিগুড়ি মহকুমা ও পৌর এলাকায় একইসঙ্গে টিকাকরণ শুরু হবে । পাহাড়ের স্কুলগুলিতে শীতের ছুটি চলছে । সেজন্য পাহাড়ে 15 ফেব্রুয়ারি থেকে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে এবং একমাস চলবে । অন্যদিকে, সমতলের চারটি ব্লকে একইভাবে 9 জানুয়ারি থেকে টিকাকরণ চলবে ।" শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Deb)বলেন, "এই রোগকে নিমূর্ল করার জন্য সিংগেল ডোজ ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় যাচ্ছি । পৌরনিগমের প্রত্যেক হেলথ সেন্টার থেকে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে ।"

জানা গিয়েছে, উত্তরবঙ্গের মোট 4 কোটি 7 লক্ষ 25 হাজার 829 জনকে এই টিকাকরণের আওতায় আনা হবে । তার মধ্যে দার্জিলিং জেলায় 3 লক্ষ 74 হাজার 881 জন, আলিপুরদুয়ারে 3 লক্ষ 50 হাজার 557 জন, কোচবিহার 7 লক্ষ 18 হাজার 927 জন, দক্ষিণ দিনাজপুরে 4 লক্ষ 1 হাজার 116 জন, জলপাইগুড়ি জেলায় 5 লক্ষ 98 হাজার 187 জন, কালিম্পং জেলায় 45 হাজার 457 জন, মালদা জেলায় 13 লক্ষ 50 হাজার 53 জন ও উত্তর দিনাজপুর জেলায় 8 লক্ষ 86 হাজার 651 জনকে ওই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ।

আরও পড়ুন: রুবেলা-হামের মতো ভাইরাস প্রতিরোধে শিশুদের টিকাকরণের উদ্যোগ নবান্নের

শিলিগুড়ি মহকুমা ও পৌর এলাকায় মোট 2 লক্ষ 63 হাজার 153 জনকে ওই টিকার আওতায় আনা হবে । প্রতিদিন গড়ে 9 হাজার জনকে ওই টিকা দেওয়া হবে । সরকারি 582 প্রাইমারি স্কুল, 313টি হাইস্কুল ও 320টি বেসরকারি স্কুলের পড়ুয়াকে ওই টিকা দেওয়া হবে । প্রথম তিন সপ্তাহে স্বাভাবিকভাবে সেন্টার ও হাসপাতালগুলিতে টিকা দেওয়া হবে ৷ এরপর যাতে কোনও শিশু বাদ না পড়ে যায় তার জন্য শেষ এক সপ্তাহে অভিযান চালানো হবে । স্বাস্থ্য কর্মী ও র‍্যাপিড টিম এলাকাভিত্তিক সেন্টার তৈরি করে টিকা দেবে ।

9 জানুয়ারি থেকে দার্জিলিংয়ে শুরু রুবেলা টিকাকরণ

শিলিগুড়ি, 7 জানুয়ারি: রুবেলা ভাইরাসের টিকাকরণ নিয়ে আগেভাগে প্রস্তুতি শুরু করল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ । পাহাড় ও সমতল মিলিয়ে দু'দফায় চালানো হবে ওই টিকাকরণ অভিযান । আগামী একমাসের মধ্যে ওই টিকাকরণ অভিযানের মাধ্যমে সমস্ত জেলার 9 মাস থেকে 15 বছর পর্যন্ত শিশুকে রুবেলা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করার কাজে নামবে স্বাস্থ্য বিভাগ (Measles Rubella Vaccination to start in Darjeeling) ।

ইতিমধ্যে রাজ্যের অন্যান্য জেলায় রুবেলা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু দার্জিলিং জেলায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু'দফায় ওই টিকাকরণ অভিযান চালানো হবে । জেলা স্বাস্থ্য বিভাগ, ব্লক হাসপারাল, আপার প্রাইমারি হেলথ, সাব সেন্টারগুলিকে কাজে লাগানো হবে । প্রথমে সরকারি ও বেসরকারি স্কুল পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় টিকাকরণ করা হবে । এরপর অভিযানে নামবে স্বাস্থ্য কর্মীরা ও র‍্যাপিড টিম । শনিবার সকালে রুবেলা ভাইরাসের সচেতনতায় মিছিল হয় শিলিগুড়িতে । মিছিলে পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব । পাশাপাশি এদিন রুবেলা ভাইরাস নিয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে বৈঠক সারে জেলা প্রশাসন ।

দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম (District Magistrate S Ponnambalam) বলেন, "শিলিগুড়ি মহকুমা ও পৌর এলাকায় একইসঙ্গে টিকাকরণ শুরু হবে । পাহাড়ের স্কুলগুলিতে শীতের ছুটি চলছে । সেজন্য পাহাড়ে 15 ফেব্রুয়ারি থেকে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে এবং একমাস চলবে । অন্যদিকে, সমতলের চারটি ব্লকে একইভাবে 9 জানুয়ারি থেকে টিকাকরণ চলবে ।" শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Deb)বলেন, "এই রোগকে নিমূর্ল করার জন্য সিংগেল ডোজ ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় যাচ্ছি । পৌরনিগমের প্রত্যেক হেলথ সেন্টার থেকে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে ।"

জানা গিয়েছে, উত্তরবঙ্গের মোট 4 কোটি 7 লক্ষ 25 হাজার 829 জনকে এই টিকাকরণের আওতায় আনা হবে । তার মধ্যে দার্জিলিং জেলায় 3 লক্ষ 74 হাজার 881 জন, আলিপুরদুয়ারে 3 লক্ষ 50 হাজার 557 জন, কোচবিহার 7 লক্ষ 18 হাজার 927 জন, দক্ষিণ দিনাজপুরে 4 লক্ষ 1 হাজার 116 জন, জলপাইগুড়ি জেলায় 5 লক্ষ 98 হাজার 187 জন, কালিম্পং জেলায় 45 হাজার 457 জন, মালদা জেলায় 13 লক্ষ 50 হাজার 53 জন ও উত্তর দিনাজপুর জেলায় 8 লক্ষ 86 হাজার 651 জনকে ওই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ।

আরও পড়ুন: রুবেলা-হামের মতো ভাইরাস প্রতিরোধে শিশুদের টিকাকরণের উদ্যোগ নবান্নের

শিলিগুড়ি মহকুমা ও পৌর এলাকায় মোট 2 লক্ষ 63 হাজার 153 জনকে ওই টিকার আওতায় আনা হবে । প্রতিদিন গড়ে 9 হাজার জনকে ওই টিকা দেওয়া হবে । সরকারি 582 প্রাইমারি স্কুল, 313টি হাইস্কুল ও 320টি বেসরকারি স্কুলের পড়ুয়াকে ওই টিকা দেওয়া হবে । প্রথম তিন সপ্তাহে স্বাভাবিকভাবে সেন্টার ও হাসপাতালগুলিতে টিকা দেওয়া হবে ৷ এরপর যাতে কোনও শিশু বাদ না পড়ে যায় তার জন্য শেষ এক সপ্তাহে অভিযান চালানো হবে । স্বাস্থ্য কর্মী ও র‍্যাপিড টিম এলাকাভিত্তিক সেন্টার তৈরি করে টিকা দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.