দার্জিলিং, 10 জুলাই : নতুন করে ধসের জেরে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে । বৃষ্টি ও ধসে টয়ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ।
তিন-চারদিন ধরে বৃষ্টির জেরে প্রতিদিনই পাহাড়ে ধসে নামছে । ধসের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে দার্জিলিং-হিমালয়ান রেল লাইন ও 55 নম্বর জাতীয় সড়ক । ব্যাহত সড়ক পথ ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা ।
গতরাতে প্রবল বৃষ্টির জেরে ফের ধস নামে । যার ফলে সমস্যা আরও বেড়েছে । কার্শিয়াঙের মহকুমা শাসক দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, "গতরাতে মুষলধারায় বৃষ্টি হয়েছে । একাধিক জায়গা থেকে ধসের খবর আসে । ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা উদ্ধারে নেমেছেন ।"