ETV Bharat / state

ফের ধস, টয়ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা - 55 National Highway

তিন-চারদিন ধরে বৃষ্টির জেরে প্রতিদিনই পাহাড়ে ধসে নামছে । ধসের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে দার্জিলিং-হিমালয়ান রেল লাইন ও 55 নম্বর জাতীয় সড়ক । ব্যাহত সড়ক পথ ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা ।

কার্শিয়াঙে ধস
author img

By

Published : Jul 10, 2019, 1:59 PM IST

দার্জিলিং, 10 জুলাই : নতুন করে ধসের জেরে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে । বৃষ্টি ও ধসে টয়ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ।

তিন-চারদিন ধরে বৃষ্টির জেরে প্রতিদিনই পাহাড়ে ধসে নামছে । ধসের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে দার্জিলিং-হিমালয়ান রেল লাইন ও 55 নম্বর জাতীয় সড়ক । ব্যাহত সড়ক পথ ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা ।


গতরাতে প্রবল বৃষ্টির জেরে ফের ধস নামে । যার ফলে সমস্যা আরও বেড়েছে । কার্শিয়াঙের মহকুমা শাসক দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, "গতরাতে মুষলধারায় বৃষ্টি হয়েছে । একাধিক জায়গা থেকে ধসের খবর আসে । ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা উদ্ধারে নেমেছেন ।"

দার্জিলিং, 10 জুলাই : নতুন করে ধসের জেরে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে । বৃষ্টি ও ধসে টয়ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ।

তিন-চারদিন ধরে বৃষ্টির জেরে প্রতিদিনই পাহাড়ে ধসে নামছে । ধসের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে দার্জিলিং-হিমালয়ান রেল লাইন ও 55 নম্বর জাতীয় সড়ক । ব্যাহত সড়ক পথ ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা ।


গতরাতে প্রবল বৃষ্টির জেরে ফের ধস নামে । যার ফলে সমস্যা আরও বেড়েছে । কার্শিয়াঙের মহকুমা শাসক দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, "গতরাতে মুষলধারায় বৃষ্টি হয়েছে । একাধিক জায়গা থেকে ধসের খবর আসে । ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা উদ্ধারে নেমেছেন ।"

Intro:পাগলাঝোরায় ধসে এবার বন্ধ টয়ট্রেনের শিলিগুড়ি -দার্জিলিং পরিষেবা

নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং : ধসের জন্য পুরোপুরি বাতিল গেল শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে টয়ট্রেন পরিষেবা । ফলে বর্ষায় পুরোপথে টয়ট্রেনের উপভোগ থেকে বঞ্চিত দার্জিলিংয়ের বেড়াতে আসা পর্যটকরা । Body:মঙ্গলবার এনজেপি থেকে দার্জিলিং ও দার্জিলিং থেকে শিলিগুড়িতে টয়ট্রেনের দুটি ট্রিপই বাতিল করা হয় । রবিবার রাত থেকে তুমুল বৃষ্টির জেরে জোড়বাংলো, কাকঝোরা সহ দার্জিলিং ও কার্সিয়াংয়ের মধ্যে টয়ট্রেনের রেললাইনে ধস নামে । গাছপালা, কাদা -মাটি, পাথর রেললাইন অবরুদ্ধ করে । ফলে টয়ট্রেন পরিষেবা ব্যাহত হয় । জরুরিভিত্তিতে রেল লাইন থেকে ধস সরানোর পর বিকেল তিনটের পর টয়ট্রেন পরিষেবা স্বভাবিক হয় । মঙ্গলবার রাতের ভারি বৃষ্টির ফলে কার্সিয়াংয়ের পাগলাঝোরায়ায় রেল লাইনে ধস নামে । এরফলে মঙ্গলবার শিলিগুড়ি -দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । দার্জিলিং হিমালয়ান রেলের এক আধিকারিক জানিয়েছেন, টয় ট্রেনের রেললাইন থেকে ধস সরানোর কাজ চলছে । নতুন করে ধস না পড়লে বুধবার বা বৃহস্পতিবার থেকে পরিষেবা স্বাভাবিক করা হবে । ডিএইচআরের দার্জিলিংয়ের স্টেশন মাস্টার সুমন প্রধান জানিয়েছেন, এনজেপি থেকে দার্জিলিংয়ের মধ্যে টয়ট্রেন পরিষেবা এদিন বন্ধ থাকলেও টয় ট্রেনের জয়রাইড পরিষেবা বহাল ছিল । দার্জিলিং ও ঘুমের মধ্যে চলেছে টয়ট্রেন ।
তবে টয়ট্রেনের রেললাইনেই ধস ছাড়াও এদিন তিনধারিয়াতেও ধস নামে । Conclusion:৫৫ নম্বর জাতীয় সড়ক হিলকার্ট রোডের একাংশ ধসে ক্ষতিগ্রস্ত হয় । এরফলে গাড়ি চলাচল একমুখি করা হয়েছে । দার্জিলিংয়ের মহকুমা শাসক কৌশিক সিনহা জানিয়েছেন, ধসে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও এদিন কোনো প্রাণহানির খবর নেই । ধসে জান -মালের ক্ষয়ক্ষতি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জিটিএর তরফে পিএইচই, সেচ, পূর্তদফতর সহ ব্লকগুলির সংস্লিষ্ট কর্তাদের নির্দেশ দিয়েছে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.