কালিম্পং, 6 জুন : রাজ্যে দিন দিন কোরোনা সংক্রমণ বাড়ছে । আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরাও । এই পরিস্থিতিতে কোরোনা যুদ্ধের সামনের সারির যোদ্ধাদের জন্য কালিম্পঙের হাসপাতাল ও কোয়ারানটিন সেন্টারগুলিতে মাস্ক-PPE বিতরণ করল জেলা BJP নেতৃত্ব ।
আজ কালিম্পঙের দিশা কোয়ারানটিন সেন্টার, কালিম্পং জেলা হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্র, পেডঙের সেন্ট জর্জ বয়েজ় হস্টেল, সেন্ট জর্জ গার্লস হস্টেল সহ শহরের একাধিক জায়গায় PPE, সার্জিক্যাল মাস্ক, স্যানিটাইজ়ার বিলি করেন BJP কর্মী সমর্থকরা । জেলা BJP-র তরফে জানানো হয়েছে, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার তরফে এইসব সামগ্রী পাঠানো হয়েছে । এবিষয়ে, BJP-র কালিম্পং টাউন কমিটির সভাপতি অন্নপূর্ণা চতুর্বেদী বলেন, "সাংসদ রাজু বিস্তা দার্জিলিং ও কালিম্পংয়ের কোরোনা পরিস্থিতির উপর নজর রাখছেন । কোরোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মী, নার্স ও চিকিৎসকদের বিশেষ ভূমিকা রয়েছে । কিন্তু তাঁদের আগে সুরক্ষিত থাকতে হবে । আর সেজন্যই আজ কালিম্পং জেলা হাসপাতাল, ব্লক হাসপাতাল ও কোয়ারানটিন সেন্টারগুলিতে PPE, মাস্ক দেওয়া হয়েছে ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার চিকিৎসকরা ।