ETV Bharat / state

হাঁড়ি চড়ল না ঘরে, সুবাসকে আঁকড়ে কাঁদল পানিঘাটা - শহীদ সুবাস থাপা

আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহীদ সুবাস থাপার ৷ 11 অক্টোবর জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে গুরুতর জখম হয় সুবাস থাপা । উধমপুর সেনা হাসপাতালে ভরতি ছিলেন তিনি । সেখানেই 11 অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয় । । আট বছর ধরে দেশ সেবায় অতন্দ্র প্রহরী ছিলেন সুবাস ৷

সুবাস থাপার কফিনবন্দী দেহ
author img

By

Published : Oct 14, 2019, 1:42 PM IST

Updated : Oct 14, 2019, 7:02 PM IST

দার্জিলিং, 14 অক্টোবর : ব্যাঙডুবিতে আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহিদ জওয়ান সুবাস থাপার ৷ গতকাল তাঁর কফিনবন্দী মৃতদেহ পৌঁছায় বাগডোগরায় ৷ কিন্তু তখন বিকেল গড়িয়ে সন্ধে ৷ তাই গান স্যালুট দেওয়া যাবে না বলে মৃতদেহ নিয়ে যাওয়া হয়নি তাঁর বাড়িতে ৷

আজ সকালে সুবাসের মৃতদেহ নিয়ে শববাহী গাড়ি রওনা দেয় তাঁর বাড়ির উদ্দেশে ৷ রাস্তার দু'ধারে তখন সারি সারি লোক ৷ সকাল থেকেই তারা যেন প্রতীক্ষা করছিল সুবাসকে শেষবার দেখার ৷ স্থানীয় বাসিন্দারা জানাল, কারও বাড়িতে আজ উনুন জ্বলেনি৷ শহিদ সুবাসকে দেখতে তারা সকাল থেকেই রাস্তায় দাঁড়িয়ে ৷ বলা চলে সুবাসের মৃত্যুর শোকে গোটা এলাকা যেন আজ অরন্ধন দিবস পালন করছে ৷ ঘড়ির কাঁটায় তখন পৌনে ন'টা ৷ গাড়ি পৌঁছায় পানিঘাটা মোড়ে ৷ সেখানে ভিড় ছিল আরও বেশি ৷ অনেকেই দাঁড়িয়েছিল জাতীয় পতাকা হাতে ৷ শববাহী গাড়ি পৌঁছাতেই "ভারত মাতা কী জয়", "বন্দেমাতরম" স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা ৷ চোখের জল ধরে রাখতে পারেনি অনেকেই ৷ জল মুছতে মুছতে তারা বলে, "সুবাস থাপা অমর রহে ৷" ভিড়ের মাঝে রাস্তা করে বাড়ি পৌঁছায় শহিদ সুবাসের দেহ ৷ কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজন ৷ তাদের সান্ত্বনা দিতে এগিয়ে আসে এলাকার মানুষ ৷ এরপর বাড়ি থেকে কফিনবন্দী দেহ নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবিতে । সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য ।

martyred Subash Thapa Cremated With Full State Honour Today
শহীদ সুবাস থাপাকে শেষ শ্রদ্ধা জানাতে স্থানীয়রা

স্থানীয় একজন বলেন, "দেশ রক্ষায় গোর্খাদের অবদান অনস্বীকার্য । গোটা দেশ তার সাক্ষী ৷ তারা সুবাসকে দেখার জন্য সকাল থেকেই অপেক্ষা করছিলেন ।"

দেখুন ভিডিয়ো

11 অক্টোবর জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে গুরুতর জখম হয় সুবাস থাপা । উধমপুর সেনা হাসপাতালে ভরতি ছিলেন তিনি । সেখানেই 11 অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয় । আট বছর ধরে দেশ সেবার কাজে নিয়োজিত ছিলেন সুবাস ৷

দার্জিলিং, 14 অক্টোবর : ব্যাঙডুবিতে আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহিদ জওয়ান সুবাস থাপার ৷ গতকাল তাঁর কফিনবন্দী মৃতদেহ পৌঁছায় বাগডোগরায় ৷ কিন্তু তখন বিকেল গড়িয়ে সন্ধে ৷ তাই গান স্যালুট দেওয়া যাবে না বলে মৃতদেহ নিয়ে যাওয়া হয়নি তাঁর বাড়িতে ৷

আজ সকালে সুবাসের মৃতদেহ নিয়ে শববাহী গাড়ি রওনা দেয় তাঁর বাড়ির উদ্দেশে ৷ রাস্তার দু'ধারে তখন সারি সারি লোক ৷ সকাল থেকেই তারা যেন প্রতীক্ষা করছিল সুবাসকে শেষবার দেখার ৷ স্থানীয় বাসিন্দারা জানাল, কারও বাড়িতে আজ উনুন জ্বলেনি৷ শহিদ সুবাসকে দেখতে তারা সকাল থেকেই রাস্তায় দাঁড়িয়ে ৷ বলা চলে সুবাসের মৃত্যুর শোকে গোটা এলাকা যেন আজ অরন্ধন দিবস পালন করছে ৷ ঘড়ির কাঁটায় তখন পৌনে ন'টা ৷ গাড়ি পৌঁছায় পানিঘাটা মোড়ে ৷ সেখানে ভিড় ছিল আরও বেশি ৷ অনেকেই দাঁড়িয়েছিল জাতীয় পতাকা হাতে ৷ শববাহী গাড়ি পৌঁছাতেই "ভারত মাতা কী জয়", "বন্দেমাতরম" স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা ৷ চোখের জল ধরে রাখতে পারেনি অনেকেই ৷ জল মুছতে মুছতে তারা বলে, "সুবাস থাপা অমর রহে ৷" ভিড়ের মাঝে রাস্তা করে বাড়ি পৌঁছায় শহিদ সুবাসের দেহ ৷ কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজন ৷ তাদের সান্ত্বনা দিতে এগিয়ে আসে এলাকার মানুষ ৷ এরপর বাড়ি থেকে কফিনবন্দী দেহ নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবিতে । সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য ।

martyred Subash Thapa Cremated With Full State Honour Today
শহীদ সুবাস থাপাকে শেষ শ্রদ্ধা জানাতে স্থানীয়রা

স্থানীয় একজন বলেন, "দেশ রক্ষায় গোর্খাদের অবদান অনস্বীকার্য । গোটা দেশ তার সাক্ষী ৷ তারা সুবাসকে দেখার জন্য সকাল থেকেই অপেক্ষা করছিলেন ।"

দেখুন ভিডিয়ো

11 অক্টোবর জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে গুরুতর জখম হয় সুবাস থাপা । উধমপুর সেনা হাসপাতালে ভরতি ছিলেন তিনি । সেখানেই 11 অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয় । আট বছর ধরে দেশ সেবার কাজে নিয়োজিত ছিলেন সুবাস ৷

Intro:গতকাল দেহ এলেও বিকেল গড়িয়ে সূর্য তখন অস্তাচলে। তাই গান স্যালুট দেওয়া যাবেনা বলেই নৌসেরা সেক্টরে পাকিস্তানি সেনার স্প্লিন্টার লেগে নিহত সুবাসের দেহ বাগডোগরা পৌঁছলেও তা নিয়ে যাওয়া হয়নি তার বাড়িতে। আজ সকাল হতেই তার দেহ পৌঁছে দেওয়া হয় পানিঘাটায়। সেখানেই শ্রদ্ধা জানায় শহীদের পরিবার। কান্নায় ভেঙে পড়েন সকলে। বাড়ির সব কাজকর্ম ফেলে সেখানে এসে সুবাসেরর প্রতি শ্রদ্ধা জানান এলাকার অগণিত মানুষ। এরপর ব্যাঙডুবিতে রাষ্ট্রীয় মর্যাদায় অভিবাদনের পর দেহে মুখাগ্নি করা হয়।


Body:কারো বাড়িতে হাড়িতে সবে চাল ফুটছিল। হাঁড়ি নামিয়ে তিনি ছুটেছেন সুবাসের বাড়ি। কারো বাড়িতে হাঁড়িই চড়ে নি। সকাল ছটা থেকে অধীর অপেক্ষায় সকলে। আজই শেষবারের মতো বাড়িতে আসবে সুবাস। কফিনবন্দি হয়ে।
ঘড়ির কাঁটায় পৌনে নয়টায় শববাহি গাড়ি ধীরে ধীরে এসে পৌঁছায় পানীঘাটা মোড়ে। তখন নিভৃতে চোখের জল মুছছেন বহু মানুষ।
এরপর বাড়ি থেকে কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবিতে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য।

স্থানীয়রা জানান দেশ রক্ষায় গোর্খাদের অবদান স্মরণীয়। তাই সকাল থেকেই আমরা এলাকায় রয়েছি। সুবাসকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছি।


Conclusion:
Last Updated : Oct 14, 2019, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.