শিলিগুড়ি, 8 মে : চরিত্রহীন, এই সন্দেহে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করল এক ব্যক্তি । ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ । ধৃতের নাম ধনীরাম বর্মণ । গতকাল বিকেলে এই ঘটনা ঘটে । আজ ধনীরামকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ।
মাটিগাড়া থানা এলাকার বালাসন কলোনির বাসিন্দা ধনীরাম বর্মণ । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পেশায় গাড়িচালক ধনীরাম গতকাল বিকেলে স্ত্রী'র সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে । একসময় সে গাড়িতে রাখা কেরোসিনের ড্রাম বের করে স্ত্রী'র গায়ে ঢেলে দেয় । তারপর আগুন ধরিয়ে দেয় । ঘটনায় গুরুতর জখম হয় ওই মহিলা । স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি । এখন তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।
এই ঘটনার পর স্থানীয়রা ধনীরামকে পাকড়াও করে মাটিগাড়া থানায় খবর দেয় । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে তাকে গ্রেপ্তার করে । পুলিশ সূত্রে খবর, ধৃত ধনীরাম জেরায় জানিয়েছে, তার স্ত্রীর চারিত্রিক দোষ রয়েছে । অনেকবার বুঝিয়েও লাভ হয়নি । তাই তাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল সে ।