ETV Bharat / state

Stray Dog Raped: কুকুরকে ধর্ষণ ! শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত - শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত

ওরা হয়তো মানুষের মতো কথা বলতে পারে না ৷ কিন্তু অঙ্গভঙ্গিমা থেকে আচরণে বুঝিয়ে দেয় মনের কথা ৷ মায়ায় ভরা দুটি চোখ থাকে একটু খাবারের সন্ধানে ৷ চোখের দিকে তাকালে এক নিমেছেই মন গলে যায় ৷ ওরা পথ কুকুর ৷ পথে থাকলেও বারবার তাদের হতে হয় মানুষের চরম লালসার শিকার ৷ এমনই এক অত্যাচারের ঘটনা সামনে এল শিলিগুড়িতে (Stray Dog Raped) ৷

Stray Dog
Stray Dog
author img

By

Published : Dec 18, 2022, 8:20 PM IST

স্ত্রীর অবর্তমানে পথ কুকুরকে ধর্ষণ !

শিলিগুড়ি,18 ডিসেম্বর: রাজ্যের বিভিন্ন জেলায় প্রায়শ্যই দেখা যায় পথ কুকুরদের খাওয়ানোর ছবি ৷ অনেকে পথ কুকুরদের বাড়িতে রেখে দেখভাল করেন ৷ বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করান ৷ কিন্তু তাও দিনের পর দিন এই নিরীহ জীবদের ওপর হওয়া অত্যাচার যেন কম হচ্ছে না ৷

সম্প্রতি সামনে এসেছে তারই এক জ্বলন্ত উদাহরণ ৷ পথ কুকুরকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Man Raped Stray Dog in absence of wife) ৷ ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফকদইবাড়ি এলাকায় । ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।

অভিযুক্তের নাম গোপাল দাস ৷ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আশিঘর ফাঁড়ির পুলিশ । রবিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন (cruelty on Stray Dog) ।

জানা গিয়েছে, 13 ডিসেম্বর পূর্ব ফকদইবাড়ি এলাকায় রাতের অন্ধকারে গোপাল দাস নামে ওই ব্যক্তি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে রাস্তার একটি পথ কুকুরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । বিষয়টি নজরে চলে আসে প্রতিবেশীদের । এরপর তারাই খবর দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও পশুপ্রেমী সংগঠনদের । এরপর 15 ডিসেম্বর আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় । পাশাপাশি কুকুরটিরও চিকিৎসা ও পরীক্ষা করা হয় (Stray Dog Raped)।

আরও পড়ুন: দুই কুকুরছানার লেজ ও কান কেটে মদের চাট বানাল দুই মাতাল !

এদিকে অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । শনিবার রাতে পথ কুকুরটির মেডিক্যাল পরীক্ষা করা হয় । স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য শর্মিলা ঘোষ বলেন, "খুবই নিন্দাজনক ঘটনা । ওই ব্যক্তির যেন কড়া শাস্তি হয় ।"

আরও পড়ুন: পথকুকুরকে চেনে ঝুলিয়ে দড়ি টানাটানি ! গাজিয়াবাদে ভাইরাল হাড়হিম করা ভিডিয়ো

স্ত্রীর অবর্তমানে পথ কুকুরকে ধর্ষণ !

শিলিগুড়ি,18 ডিসেম্বর: রাজ্যের বিভিন্ন জেলায় প্রায়শ্যই দেখা যায় পথ কুকুরদের খাওয়ানোর ছবি ৷ অনেকে পথ কুকুরদের বাড়িতে রেখে দেখভাল করেন ৷ বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করান ৷ কিন্তু তাও দিনের পর দিন এই নিরীহ জীবদের ওপর হওয়া অত্যাচার যেন কম হচ্ছে না ৷

সম্প্রতি সামনে এসেছে তারই এক জ্বলন্ত উদাহরণ ৷ পথ কুকুরকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Man Raped Stray Dog in absence of wife) ৷ ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফকদইবাড়ি এলাকায় । ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।

অভিযুক্তের নাম গোপাল দাস ৷ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আশিঘর ফাঁড়ির পুলিশ । রবিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন (cruelty on Stray Dog) ।

জানা গিয়েছে, 13 ডিসেম্বর পূর্ব ফকদইবাড়ি এলাকায় রাতের অন্ধকারে গোপাল দাস নামে ওই ব্যক্তি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে রাস্তার একটি পথ কুকুরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । বিষয়টি নজরে চলে আসে প্রতিবেশীদের । এরপর তারাই খবর দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও পশুপ্রেমী সংগঠনদের । এরপর 15 ডিসেম্বর আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় । পাশাপাশি কুকুরটিরও চিকিৎসা ও পরীক্ষা করা হয় (Stray Dog Raped)।

আরও পড়ুন: দুই কুকুরছানার লেজ ও কান কেটে মদের চাট বানাল দুই মাতাল !

এদিকে অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । শনিবার রাতে পথ কুকুরটির মেডিক্যাল পরীক্ষা করা হয় । স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য শর্মিলা ঘোষ বলেন, "খুবই নিন্দাজনক ঘটনা । ওই ব্যক্তির যেন কড়া শাস্তি হয় ।"

আরও পড়ুন: পথকুকুরকে চেনে ঝুলিয়ে দড়ি টানাটানি ! গাজিয়াবাদে ভাইরাল হাড়হিম করা ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.