ETV Bharat / state

Man Kills Wife: রাস্তায় ইট দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুন মানসিক ভারসাম্যহীনের

স্বামীর হাতে খুন মহিলা (Man allegedly Killed Wife) ৷ অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে অনুমান পুলিশের ৷ খুন করার পর সে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ৷

ফাইল চিত্র
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 21, 2022, 2:01 PM IST

Updated : Dec 21, 2022, 3:34 PM IST

স্বামীর হাতে খুন মহিলা

শিলিগুড়ি, 21 ডিসেম্বর: পারিবারিক বিবাদের জেরে ইট দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুন করল ব্যক্তি (Man allegedly Killed Wife by hitting her head with a brick) । বুধবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের পূর্ব মাজাবাড়ি এলাকায় । খুন করার পর থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করে অভিযুক্ত । তাকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আশিঘর ফাঁড়ির পুলিশ ।

মৃতার নাম অনিতা দাস । অভিযুক্ত স্বামীর নাম অজিত দাস ৷ সে মানসিক ভারসাম্যহীন বলে অনুমান পুলিশের । তার ব্যাগ থেকে মনোরোগ বিশেষজ্ঞের ভিসিটিং কার্ডও পেয়েছে পুলিশ ৷ জানা গিয়েছে, অনিতা দাস কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন । অন্য দিনের মতো এদিন সকালেও তিনি কাজে যাচ্ছিলেন । পূর্ব চয়নপাড়া এলাকায় রাস্তার উপরই স্বামীর সঙ্গে প্রথমে বচসা বাঁধে তাঁর । তারপর আচমকা অজিত দাস রাস্তার পাশে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীয়ের । আঘাত পাওয়ার পর মাটিতে লুটিয়ে পরেন অনিতা দাস । এরপর সেই অবস্থাতে বেশ কয়েকবার মাথায় ইট দিয়ে আঘাত করে অভিযুক্ত ।

আরও পড়ুন: গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

স্থানীয়রা বিষয়টি দেখে চিৎকার করতে শুরু করে ৷ তাকে ধাওয়া করে তারা । ঘটনাস্থল থেকে ইট নিয়ে পালিয়ে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে অজিত দাস । এদিকে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri District Hospital) নিয়ে যায় ৷ কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । এরপর পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্বামীর হাতে খুন মহিলা

শিলিগুড়ি, 21 ডিসেম্বর: পারিবারিক বিবাদের জেরে ইট দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুন করল ব্যক্তি (Man allegedly Killed Wife by hitting her head with a brick) । বুধবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের পূর্ব মাজাবাড়ি এলাকায় । খুন করার পর থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করে অভিযুক্ত । তাকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আশিঘর ফাঁড়ির পুলিশ ।

মৃতার নাম অনিতা দাস । অভিযুক্ত স্বামীর নাম অজিত দাস ৷ সে মানসিক ভারসাম্যহীন বলে অনুমান পুলিশের । তার ব্যাগ থেকে মনোরোগ বিশেষজ্ঞের ভিসিটিং কার্ডও পেয়েছে পুলিশ ৷ জানা গিয়েছে, অনিতা দাস কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন । অন্য দিনের মতো এদিন সকালেও তিনি কাজে যাচ্ছিলেন । পূর্ব চয়নপাড়া এলাকায় রাস্তার উপরই স্বামীর সঙ্গে প্রথমে বচসা বাঁধে তাঁর । তারপর আচমকা অজিত দাস রাস্তার পাশে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীয়ের । আঘাত পাওয়ার পর মাটিতে লুটিয়ে পরেন অনিতা দাস । এরপর সেই অবস্থাতে বেশ কয়েকবার মাথায় ইট দিয়ে আঘাত করে অভিযুক্ত ।

আরও পড়ুন: গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

স্থানীয়রা বিষয়টি দেখে চিৎকার করতে শুরু করে ৷ তাকে ধাওয়া করে তারা । ঘটনাস্থল থেকে ইট নিয়ে পালিয়ে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে অজিত দাস । এদিকে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri District Hospital) নিয়ে যায় ৷ কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । এরপর পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Dec 21, 2022, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.