ETV Bharat / state

North Bengal Development : রাজ্য বাজেটে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় 800 কোটি টাকা

ক্ষমতায় আসা ইস্তক উত্তরবঙ্গের জন্য আলদা নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এবারেরে রাজ্য বাজেটেও তা প্রতিফলিত হল ৷ বাজেটে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে (North Bengal Development) ৷

author img

By

Published : Mar 12, 2022, 12:56 PM IST

WB Budget pays attention to North Bengal Development
রাজ্য বাজেটে উত্তরবঙ্গ উন্নয়ন

শিলিগুড়ি, 12 মার্চ : শুক্রবার বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । 2022-23 অর্থবর্ষের বাজেটে রাজ্যের জন্য 3 লক্ষ 21 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর মধ্যে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য রয়েছে 797.43 কোটি টাকা । যা এখনও পর্যন্ত রাজ্যের বাজেটে সর্বোচ্চ । মুখ্যমন্ত্রীর এই বাজেট বরাদ্দে উচ্ছ্বসিত শিল্পমহল । পর্যটনের জন্য 467 কোটি । স্বস্তিতে পর্যটন ব্যবসায়ীরা (Mamata Govt allocates 800 crore for North Bengal Development) ।

রাজ্যের বাজেটকে স্বাগত জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন । তিনি বলেন, "প্রথম থেকেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন । প্রতিটি অর্থবর্ষেই অল্প অল্প করে হলেও বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছিল । সেই জন্যে উত্তরবঙ্গে শুধু সচিবালয় শাখাই নয়, একটি পৃথক উত্তরবঙ্গ উন্নয়ন দফতর প্রতিষ্ঠা করেছিলেন ।" তিনি জানান, এই দফতরের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়নে পর্যাপ্ত অর্থও দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি এও জানান, এর আগে বামফ্রন্টের 34 বছর শাসনকালে উত্তরবঙ্গের জন্য আলাদা কোনও দফতর ছিল না। আর এত পরিমাণ টাকাও বরাদ্দ হয়নি । শিল্পপতি তথা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সভাপতি প্রদীপ পুরোহিত বলেন, "রাজ্যের বাজেটকে স্বাগত জানাই । উত্তরবঙ্গজুড়ে পর্যটন ও শিল্পের উন্নয়ন সাধন হবে । উত্তরবঙ্গের বরাদ্দ বৃদ্ধি হওয়ায় নতুন অনেক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হবে ।"

রাজ্য বাজেটে উত্তরবঙ্গ উন্নয়নের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে

আরও পড়ুন : WB Budget 22-23 : চন্দ্রিমার প্রথম বাজেটে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে জোর

প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "এখনও পর্যন্ত যে কোনও একক আর্থিক বছরে উত্তরবঙ্গের কাছ থেকে পাওয়া সর্বোচ্চ পরিমাণ । উত্তরবঙ্গের জন্য এত টাকা বরাদ্দ করেছে সরকার ৷ রাজ্য সরকারকে ধন্যবাদ । আমি যখন উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী ছিলাম, তখন রাজ্যের বাজেটে উত্তরবঙ্গের জন্য প্রায় 677 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল । এবার তা আরও বাড়ানো হয়েছে । এটা খুবই আনন্দের বিষয় । এতে উত্তরবঙ্গের উন্নয়নে আরও গতি আসবে ।"

হিমালয়ান হসপিটালিটি ট্র্যাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "উত্তরবঙ্গের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি হয়েছে । তাতে আট জেলার মানুষ উপকৃত হবেন । পর্যটনেও এবার বরাদ্দ বেড়েছে । তবে কোভিড পরিস্থিতি কাটিয়ে পর্যটন ব্যবসায়ী বা কর্মীদের কিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলে ভাল হত । তবে এই বাজেটকে স্বাগত জানাই ।"

প্রসঙ্গত উল্লেখ্য, 2011-য় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠিত হয় ৷ সেই অর্থবর্ষে প্রথমবারের মতো উত্তরবঙ্গের জন্য সর্বোচ্চ দু'শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল । তার আগে, বামফ্রন্টের সময় আলাদা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ছিল না । উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ নামের একটি বিভাগ ছিল । ওই পরিষদের বার্ষিক বাজেট ছিল মাত্র 40 লক্ষ টাকা ।

শিলিগুড়ি, 12 মার্চ : শুক্রবার বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । 2022-23 অর্থবর্ষের বাজেটে রাজ্যের জন্য 3 লক্ষ 21 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর মধ্যে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য রয়েছে 797.43 কোটি টাকা । যা এখনও পর্যন্ত রাজ্যের বাজেটে সর্বোচ্চ । মুখ্যমন্ত্রীর এই বাজেট বরাদ্দে উচ্ছ্বসিত শিল্পমহল । পর্যটনের জন্য 467 কোটি । স্বস্তিতে পর্যটন ব্যবসায়ীরা (Mamata Govt allocates 800 crore for North Bengal Development) ।

রাজ্যের বাজেটকে স্বাগত জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন । তিনি বলেন, "প্রথম থেকেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন । প্রতিটি অর্থবর্ষেই অল্প অল্প করে হলেও বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছিল । সেই জন্যে উত্তরবঙ্গে শুধু সচিবালয় শাখাই নয়, একটি পৃথক উত্তরবঙ্গ উন্নয়ন দফতর প্রতিষ্ঠা করেছিলেন ।" তিনি জানান, এই দফতরের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়নে পর্যাপ্ত অর্থও দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি এও জানান, এর আগে বামফ্রন্টের 34 বছর শাসনকালে উত্তরবঙ্গের জন্য আলাদা কোনও দফতর ছিল না। আর এত পরিমাণ টাকাও বরাদ্দ হয়নি । শিল্পপতি তথা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সভাপতি প্রদীপ পুরোহিত বলেন, "রাজ্যের বাজেটকে স্বাগত জানাই । উত্তরবঙ্গজুড়ে পর্যটন ও শিল্পের উন্নয়ন সাধন হবে । উত্তরবঙ্গের বরাদ্দ বৃদ্ধি হওয়ায় নতুন অনেক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হবে ।"

রাজ্য বাজেটে উত্তরবঙ্গ উন্নয়নের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে

আরও পড়ুন : WB Budget 22-23 : চন্দ্রিমার প্রথম বাজেটে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে জোর

প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "এখনও পর্যন্ত যে কোনও একক আর্থিক বছরে উত্তরবঙ্গের কাছ থেকে পাওয়া সর্বোচ্চ পরিমাণ । উত্তরবঙ্গের জন্য এত টাকা বরাদ্দ করেছে সরকার ৷ রাজ্য সরকারকে ধন্যবাদ । আমি যখন উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী ছিলাম, তখন রাজ্যের বাজেটে উত্তরবঙ্গের জন্য প্রায় 677 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল । এবার তা আরও বাড়ানো হয়েছে । এটা খুবই আনন্দের বিষয় । এতে উত্তরবঙ্গের উন্নয়নে আরও গতি আসবে ।"

হিমালয়ান হসপিটালিটি ট্র্যাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "উত্তরবঙ্গের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি হয়েছে । তাতে আট জেলার মানুষ উপকৃত হবেন । পর্যটনেও এবার বরাদ্দ বেড়েছে । তবে কোভিড পরিস্থিতি কাটিয়ে পর্যটন ব্যবসায়ী বা কর্মীদের কিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলে ভাল হত । তবে এই বাজেটকে স্বাগত জানাই ।"

প্রসঙ্গত উল্লেখ্য, 2011-য় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠিত হয় ৷ সেই অর্থবর্ষে প্রথমবারের মতো উত্তরবঙ্গের জন্য সর্বোচ্চ দু'শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল । তার আগে, বামফ্রন্টের সময় আলাদা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ছিল না । উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ নামের একটি বিভাগ ছিল । ওই পরিষদের বার্ষিক বাজেট ছিল মাত্র 40 লক্ষ টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.