ETV Bharat / state

Mamata Gets Praised: 'একদিন দেশকে নেতৃত্ব দেবেন মমতা', প্রশংসায় পঞ্চমুখ রামকৃষ্ণ বেদান্ত মঠের সর্বভারতীয় অধ্যক্ষ - মমতার প্রশংসা

রামকৃষ্ণের 188তম জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Gets Praised) প্রশংসায় পঞ্চমুখ রামকৃষ্ণ বেদান্ত মঠের সর্বভারতীয় অধ্যক্ষ স্বামী বুদ্ধাত্মানন্দ (All India President of Ramakrishna Vedanta Math)৷

Mamata Gets Praised ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 21, 2023, 2:06 PM IST

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: একদিন সারা দেশকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Gets Praised)৷ মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা করে এমনই ভবিষ্যদ্বাণী করলেন রামকৃষ্ণ বেন্দান্ত মঠের সর্বভারতীয় অধ্যক্ষ স্বামী বুদ্ধাত্মানন্দ মহারাজ (All India President of Ramakrishna Vedanta Math)। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজ ও মানবিক কল্যাণমূলক কাজের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি ।

রামকৃষ্ণের 188তম জন্মজয়ন্তী উপলক্ষে পুজো: মঙ্গলবার রামকৃষ্ণ পরমহংস দেবের 188তম জন্মজয়ন্তী তিথি পুজো উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের বেদান্ত মঠে পুজোর আয়োজন হয় । এ দিনের পুজোতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় অধ্যক্ষ 94 বছর বয়সি স্বামী বুদ্ধাত্মানন্দ ।

মমতার প্রশংসায় পঞ্চমুখ মহারাজ: সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন তিনি ৷ শুধু তাই নয় । মহারাজের মতে, সমালোচক ও বিরোধীদের কথায় কান না দিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর ৷

আশ্রমে প্রতিনিধি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী: এই অনুষ্ঠানের দিনই শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে । সেই কারণে এ দিনের পুজোতে মুখ্যমন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন বুদ্ধাত্মানন্দ মহারাজ । মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ পত্রও পাঠিয়েছিলেন তিনি । কিন্তু ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেননি । তবে পুজোতে পাঠিয়েছিলেন নিজের প্রতিনিধি ও পুজোর কিছু সরঞ্জাম । তা পেয়ে খুশি আশ্রমের সদস্যরা । তবে 23 ফেব্রুয়ারি কলকাতা ফেরার পথে আশ্রমে যেতে পারেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা, মাধ্যমিক পরীক্ষায় ব্যাঘাতের অভিযোগ বামেদের

'স্বামীজির দেখানো সেবার পথে মমতা': এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুদ্ধাত্মানন্দ মহারাজ বলেন, "আমি তাঁকে খুবই শ্রদ্ধা করি । কখনও তাঁর সামনা সামনি হইনি । তিনি দিনরাত জগতের কল্যাণ করছেন । স্বামীজির দেখানো সেবার পথেই তিনি চলছেন । বিরোধীরা যাই বলুক না কেন, তাঁর মতো মানুষই নেই ।" এরপরই আবেগঘন হয়ে মহারাজ বলেন, "আমাদের কাছে তিনি প্রণম্য । একদিন সারা দেশকে নেতৃত্ব দেবেন তিনি । তিনি প্রতিনিধি পাঠিয়েছেন, তার জন্য খুশি । তিনি এলে আরও খুশি হতাম ।"

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: একদিন সারা দেশকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Gets Praised)৷ মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা করে এমনই ভবিষ্যদ্বাণী করলেন রামকৃষ্ণ বেন্দান্ত মঠের সর্বভারতীয় অধ্যক্ষ স্বামী বুদ্ধাত্মানন্দ মহারাজ (All India President of Ramakrishna Vedanta Math)। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজ ও মানবিক কল্যাণমূলক কাজের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি ।

রামকৃষ্ণের 188তম জন্মজয়ন্তী উপলক্ষে পুজো: মঙ্গলবার রামকৃষ্ণ পরমহংস দেবের 188তম জন্মজয়ন্তী তিথি পুজো উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের বেদান্ত মঠে পুজোর আয়োজন হয় । এ দিনের পুজোতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় অধ্যক্ষ 94 বছর বয়সি স্বামী বুদ্ধাত্মানন্দ ।

মমতার প্রশংসায় পঞ্চমুখ মহারাজ: সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন তিনি ৷ শুধু তাই নয় । মহারাজের মতে, সমালোচক ও বিরোধীদের কথায় কান না দিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর ৷

আশ্রমে প্রতিনিধি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী: এই অনুষ্ঠানের দিনই শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে । সেই কারণে এ দিনের পুজোতে মুখ্যমন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন বুদ্ধাত্মানন্দ মহারাজ । মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ পত্রও পাঠিয়েছিলেন তিনি । কিন্তু ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেননি । তবে পুজোতে পাঠিয়েছিলেন নিজের প্রতিনিধি ও পুজোর কিছু সরঞ্জাম । তা পেয়ে খুশি আশ্রমের সদস্যরা । তবে 23 ফেব্রুয়ারি কলকাতা ফেরার পথে আশ্রমে যেতে পারেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা, মাধ্যমিক পরীক্ষায় ব্যাঘাতের অভিযোগ বামেদের

'স্বামীজির দেখানো সেবার পথে মমতা': এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুদ্ধাত্মানন্দ মহারাজ বলেন, "আমি তাঁকে খুবই শ্রদ্ধা করি । কখনও তাঁর সামনা সামনি হইনি । তিনি দিনরাত জগতের কল্যাণ করছেন । স্বামীজির দেখানো সেবার পথেই তিনি চলছেন । বিরোধীরা যাই বলুক না কেন, তাঁর মতো মানুষই নেই ।" এরপরই আবেগঘন হয়ে মহারাজ বলেন, "আমাদের কাছে তিনি প্রণম্য । একদিন সারা দেশকে নেতৃত্ব দেবেন তিনি । তিনি প্রতিনিধি পাঠিয়েছেন, তার জন্য খুশি । তিনি এলে আরও খুশি হতাম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.