ETV Bharat / state

NRC, CAA নিয়ে দার্জিলিঙে মিছিল মমতার - CAA নিয়ে দার্জিলিঙে মিছিল

কলকাতা, শিলিগুড়ির পর এবার দার্জিলিঙে CAA ও NRC বিরোধী মিছিল মমতার । দার্জিলিঙের ভানুভবন থেকে এই মিছিল শুরু হয়েছে ।

Mamata Banerjee
ফাইল ফোটো
author img

By

Published : Jan 22, 2020, 1:57 PM IST

Updated : Jan 22, 2020, 5:10 PM IST

দার্জিলিং, 22 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে দার্জিলিঙে মিছিল শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দার্জিলিঙের ভানুভবন থেকে এই মিছিল শুরু হয়েছে । মিছিল দার্জিলিং রেলস্টেশন হয়ে মোটরস্ট্যান্ডে শেষ হবে ।

CAA ও NRC নিয়ে আগেই কলকাতা, শিলিগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল করেছেন মমতা । লোকসভা ভোটে পরাজয়ের পর একবার কার্শিয়াঙে এসেছিলেন তিনি । সেই দিক থেকে দেখলে লোকসভা ভোটের পর এই প্রথম দার্জিলিঙে এলেন মমতা ।

আগামীকাল নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন মমতা । তারপর শিলিগুড়ি হয়ে 24 জানুয়ারি কলকাতা ফিরে যাওয়ার কথা মমতার ।

দার্জিলিং, 22 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে দার্জিলিঙে মিছিল শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দার্জিলিঙের ভানুভবন থেকে এই মিছিল শুরু হয়েছে । মিছিল দার্জিলিং রেলস্টেশন হয়ে মোটরস্ট্যান্ডে শেষ হবে ।

CAA ও NRC নিয়ে আগেই কলকাতা, শিলিগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল করেছেন মমতা । লোকসভা ভোটে পরাজয়ের পর একবার কার্শিয়াঙে এসেছিলেন তিনি । সেই দিক থেকে দেখলে লোকসভা ভোটের পর এই প্রথম দার্জিলিঙে এলেন মমতা ।

আগামীকাল নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন মমতা । তারপর শিলিগুড়ি হয়ে 24 জানুয়ারি কলকাতা ফিরে যাওয়ার কথা মমতার ।

Intro:আজ এনআরসি-সিএএ-এনপিআরের বিরুদ্ধে পাহাড়ি পথে মমতা


দার্জিলিং, 22 জানুয়ারি : আজ, বুধবার এনআরসির বিরুদ্ধে পাহাড়ি পথে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । দুপুর একটা নাগাদ দার্জিলিংয়ের ভানুভবন থেকে মিছিল শুরু হয়ে রবার্টসন রোড হয়ে কাকঝোরা, দার্জিলিং রেলস্টেশন হয়ে মোটরস্ট্যান্ডে শেষ হবে । দার্জিলিং পাহাড়ে এদিনের এই মিছিলে পাহাড় তৃণমূল কংগ্রেস, মোর্চার বিনয়পন্থী সহ পাহাড়ের বিভিন্ন বোর্ডের সদস্য-সমর্থকরা অংশ নেবেন। Body:মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর আগে শিলিগুড়ি সহ রাজ্যের অন্যান্য জায়গায় এনআরসি-সিএএ বিরোধী মিছিলে অংশ নেন। গতলোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্রে তৃণমূল-মোর্চার বিনয়পন্থী জোটের ভরাডুবির পর একবার পাহাড়ের কার্সিয়াংয়ে আসেন মুখ্যমন্ত্রী । সেইদিক দিয়ে দেখতে গেলে দার্জিলিং শহরে এবারই প্রথম । শিলিগুড়ির শিবমন্দিরে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করে 20 জানুয়ারি পাহাড়ে আসেন মুখ্যমন্ত্রী । 21 জানুয়ারি মর্নিং ওয়াকে বেরিয়ে এক শিশুকে পোলিও খাওয়ান তিনি ।
Conclusion:বুধবার দার্জিলিঙে এনআরসি-সিএএ-এনপিআরের বিরুদ্ধে পথে হাঁটবেন তিনি । 23 জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়ে শিলিগুড়ি হয়ে 24 জানুয়ারি কলকাতায় ফিরে যাওয়ার কথা তাঁর । মুখ্যমন্ত্রীর এই সফর-কর্মসূচি ঘিরে সেজে উঠেছে দার্জিলিং পাহাড় ।
Last Updated : Jan 22, 2020, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.