ETV Bharat / state

লকডাউন উপেক্ষা করেই বাইক মিছিল BJP-র, নাকাল পুলিশ - Bike rally of BJP in Siliguri

জয় শ্রীরাম স্লোগান তুলে BJP কর্মী ও সমর্থকেরা শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বাইক মিছিল করে । বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে ।

Bike rally of BJP in Siliguri
শিলিগুড়ির খবর
author img

By

Published : Aug 5, 2020, 10:09 PM IST

শিলিগুড়ি, 5 অগাস্ট : পুলিশকে বোকা বানিয়ে রাজ্যে লকডাউন চলাকালীন শিলিগুড়ি শহরে বাইক মিছিল করল BJP এবং তাঁদের যুব সংগঠন । আজ বিকেলে প্রায় 100 জন BJP সমর্থক বাইক নিয়ে ব়্যালি শুরু করেন হাকিম পাড়া থেকে । এরপর শহরের বিভিন্ন ফাঁকা রাস্তা দিয়ে দুরন্ত গতিতে এগোতে শুরু করেন BJP কর্মী ও সমর্থকরা । খবর পেয়ে পুলিশ যখন সে এলাকায় পৌঁছায়, র‍্যালি ততক্ষণে অনত্র চলে গেছে । শহরজুড়ে আজ এভাবেই নাকাল হতে হল পুলিশকে ।

Lockdown violated by BJP workers
চলছে পুলিশি ধরপাকড়

জয় শ্রীরাম স্লোগান তুলে BJP কর্মী ও সমর্থকেরা শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বাইক মিছিল করতে থাকেন । হাকিমপাড়া, আশ্রমপাড়া, রবীন্দ্রনগর, পাঞ্জাবিপাড়া, সুভাষপল্লি, খালপাড়া, সেবক রোড, হিলকার্ট রোড-সহ প্রায় গোটা শহরটাই পরিক্রমা করেন BJP কর্মী ও সমর্থকরা ।

লকডাউনের মধ্যেই বাইক মিছিল BJP-র

তাদের গ্রেপ্তার করতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হতে হয় পুলিশকর্মীদের । চতুর্দিকে তাদের খোঁজে বেরিয়ে পড়েন থানার পুলিশ আধিকারিকরা । শেষে হাসমি চক থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয় । র‍্যালিটি শেষ পর্যন্ত বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হয় । সেখানে গিয়েও ধরপাকড় চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ ।

শিলিগুড়ি, 5 অগাস্ট : পুলিশকে বোকা বানিয়ে রাজ্যে লকডাউন চলাকালীন শিলিগুড়ি শহরে বাইক মিছিল করল BJP এবং তাঁদের যুব সংগঠন । আজ বিকেলে প্রায় 100 জন BJP সমর্থক বাইক নিয়ে ব়্যালি শুরু করেন হাকিম পাড়া থেকে । এরপর শহরের বিভিন্ন ফাঁকা রাস্তা দিয়ে দুরন্ত গতিতে এগোতে শুরু করেন BJP কর্মী ও সমর্থকরা । খবর পেয়ে পুলিশ যখন সে এলাকায় পৌঁছায়, র‍্যালি ততক্ষণে অনত্র চলে গেছে । শহরজুড়ে আজ এভাবেই নাকাল হতে হল পুলিশকে ।

Lockdown violated by BJP workers
চলছে পুলিশি ধরপাকড়

জয় শ্রীরাম স্লোগান তুলে BJP কর্মী ও সমর্থকেরা শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বাইক মিছিল করতে থাকেন । হাকিমপাড়া, আশ্রমপাড়া, রবীন্দ্রনগর, পাঞ্জাবিপাড়া, সুভাষপল্লি, খালপাড়া, সেবক রোড, হিলকার্ট রোড-সহ প্রায় গোটা শহরটাই পরিক্রমা করেন BJP কর্মী ও সমর্থকরা ।

লকডাউনের মধ্যেই বাইক মিছিল BJP-র

তাদের গ্রেপ্তার করতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হতে হয় পুলিশকর্মীদের । চতুর্দিকে তাদের খোঁজে বেরিয়ে পড়েন থানার পুলিশ আধিকারিকরা । শেষে হাসমি চক থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয় । র‍্যালিটি শেষ পর্যন্ত বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হয় । সেখানে গিয়েও ধরপাকড় চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.