ETV Bharat / state

Panchayat Election 2023: দু'দশক পর দার্জিলিং-কালিম্পঙে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, খুশি আঞ্চলিক দলগুলি - কালিম্পং জেলায়

পঞ্চায়েত নির্বাচন হওয়ার খবরে খুশি পাহাড়বাসী এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলি ৷ দার্জিলিং ও কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে 8 জুলাই ৷ 2001 সালে শেষবার পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ৷ তারপর ভোট হবে এই 2023 সালে ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন
author img

By

Published : Jun 9, 2023, 9:19 AM IST

দার্জিলিং ও কালিম্পং, 9 জুন: রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ রাজ্যের 20 টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ আর উত্তরবঙ্গে শৈলরানির দুই বোনেরও দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে এবার ৷ 8 জুলাই রাজ্যের বাকি জেলাগুলিতে ত্রিস্তরীয় নির্বাচনের পাশাপাশি দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তরীয় নির্বাচন হবে । কারণ এখানে জেলা পরিষদ নেই।

দীর্ঘ দু'দশক পর পঞ্চায়েতি রাজ কায়েম হতে চলেছে দার্জিলিং ও কালিম্পঙে ৷ গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনগুলিতে নির্বাচন হলেও জিটিএ থাকায় ওই দুই জেলায় জেলা পরিষদের আসন নেই ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, দ্বিস্তরীয় হলেও পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন তাৎপর্যপূর্ণ ৷ এবার পাহাড়বাসীর চাহিদা সুশাসন ৷ পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য ।

এই পঞ্চায়েত নির্বাচনের জন্য পাহাড়বাসী অপেক্ষায় ছিল ৷ কারণ পঞ্চায়েত না-থাকায় গ্রামীণ এলাকার উন্নয়নে প্রচুর কাজ থমকে গিয়েছে বলে মনে করেন অনেকেই ৷ দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হলে সমস্যার সমাধান হতে পারে ৷ তৃণমূল সরকারের পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন করানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলি ৷ শেষবার পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 2001 সালে ৷ তারপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচন হয়নি ৷ মাঝে রাজ্য ও কেন্দ্রে সরকার বদলেছে ৷ পাহাড়ের একাধিক অধ্যায়ে পরিবর্তন এসেছে ৷ যাই হোক না কেন, পাহাড়ের পঞ্চায়েত ভোট হয়নি।

আরও পড়ুন: 'ভোট লুট করতে এলে তাকে হেঁটে ফিরে যেতে হবে না', শাসকদলকে হুমকি সুকান্ত'র

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "আমরা নির্বাচনে লড়াই করতে প্রস্তুত ৷ এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ৷ এবার পাহাড়ের আরও উন্নয়ন হবে ৷" গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, "আমরা চেয়েছিলাম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হোক ৷ তা না হলেও দ্বিস্তরীয় নির্বাচনেও আমরা অংশ নেব ৷ তবে একা নয়, জোট করে লড়ব ৷ কার সঙ্গে জোট গঠন হবে, তা এখনই বলা যাচ্ছে না ৷"

পাহাড়ের আরেকটি দল জিএনএলএফও একইভাবে পঞ্চায়েত নির্বাচনের জন্য তৈরি ৷ তবে লোকসভা নির্বাচনের মতো বিজেপির সঙ্গে জোট করে লড়বে, নাকি একাই- তা এখনও চূড়ান্ত করেনি দলটি ৷ তবে পঞ্চায়েত নির্বাচনে লড়ার বিষয়টি নিশ্চিত ৷ দলের পক্ষে মুখপাত্র বিধায়ক নীরজ জিম্বা বলেন, "নির্বাচনে অংশ নেওয়া গণতান্ত্রিক অধিকার ৷ তাই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি ৷ তবে জোট নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি ৷" এছাড়া হামরো পার্টি এবং বিজেপির তরফ থেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের নির্ঘণ্ট প্রকাশ হতেই কমিশনের উদ্দেশে ক্ষোভ উগড়ে দিল বিরোধীরা

প্রসঙ্গত, দার্জিলিং জেলায় 5টি ব্লক দার্জিলিং সদর-1 (পুলবাজার), দার্জিলিং সদর-2 (রংলি) ও দার্জিলিং সদর-3 (জোরবাংলো)-সহ কার্শিয়াং ও মিরিক ৷ এই 5টি ব্লকে মোট 70টি গ্রামপঞ্চায়েত রয়েছে ৷ এছাড়া 5টি পঞ্চায়েত সমিতি আছে ৷ পাশাপাশি কালিম্পং জেলায় কালিম্পং-1, কালিম্পং-2 ও গরুবাথান- এই 3টি ব্লক রয়েছে ৷ কালিম্পঙে 42টি গ্রামপঞ্চায়েত রয়েছে ৷

দার্জিলিং ও কালিম্পং, 9 জুন: রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ রাজ্যের 20 টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ আর উত্তরবঙ্গে শৈলরানির দুই বোনেরও দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে এবার ৷ 8 জুলাই রাজ্যের বাকি জেলাগুলিতে ত্রিস্তরীয় নির্বাচনের পাশাপাশি দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তরীয় নির্বাচন হবে । কারণ এখানে জেলা পরিষদ নেই।

দীর্ঘ দু'দশক পর পঞ্চায়েতি রাজ কায়েম হতে চলেছে দার্জিলিং ও কালিম্পঙে ৷ গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনগুলিতে নির্বাচন হলেও জিটিএ থাকায় ওই দুই জেলায় জেলা পরিষদের আসন নেই ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, দ্বিস্তরীয় হলেও পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন তাৎপর্যপূর্ণ ৷ এবার পাহাড়বাসীর চাহিদা সুশাসন ৷ পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য ।

এই পঞ্চায়েত নির্বাচনের জন্য পাহাড়বাসী অপেক্ষায় ছিল ৷ কারণ পঞ্চায়েত না-থাকায় গ্রামীণ এলাকার উন্নয়নে প্রচুর কাজ থমকে গিয়েছে বলে মনে করেন অনেকেই ৷ দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হলে সমস্যার সমাধান হতে পারে ৷ তৃণমূল সরকারের পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন করানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলি ৷ শেষবার পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 2001 সালে ৷ তারপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচন হয়নি ৷ মাঝে রাজ্য ও কেন্দ্রে সরকার বদলেছে ৷ পাহাড়ের একাধিক অধ্যায়ে পরিবর্তন এসেছে ৷ যাই হোক না কেন, পাহাড়ের পঞ্চায়েত ভোট হয়নি।

আরও পড়ুন: 'ভোট লুট করতে এলে তাকে হেঁটে ফিরে যেতে হবে না', শাসকদলকে হুমকি সুকান্ত'র

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "আমরা নির্বাচনে লড়াই করতে প্রস্তুত ৷ এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ৷ এবার পাহাড়ের আরও উন্নয়ন হবে ৷" গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, "আমরা চেয়েছিলাম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হোক ৷ তা না হলেও দ্বিস্তরীয় নির্বাচনেও আমরা অংশ নেব ৷ তবে একা নয়, জোট করে লড়ব ৷ কার সঙ্গে জোট গঠন হবে, তা এখনই বলা যাচ্ছে না ৷"

পাহাড়ের আরেকটি দল জিএনএলএফও একইভাবে পঞ্চায়েত নির্বাচনের জন্য তৈরি ৷ তবে লোকসভা নির্বাচনের মতো বিজেপির সঙ্গে জোট করে লড়বে, নাকি একাই- তা এখনও চূড়ান্ত করেনি দলটি ৷ তবে পঞ্চায়েত নির্বাচনে লড়ার বিষয়টি নিশ্চিত ৷ দলের পক্ষে মুখপাত্র বিধায়ক নীরজ জিম্বা বলেন, "নির্বাচনে অংশ নেওয়া গণতান্ত্রিক অধিকার ৷ তাই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি ৷ তবে জোট নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি ৷" এছাড়া হামরো পার্টি এবং বিজেপির তরফ থেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের নির্ঘণ্ট প্রকাশ হতেই কমিশনের উদ্দেশে ক্ষোভ উগড়ে দিল বিরোধীরা

প্রসঙ্গত, দার্জিলিং জেলায় 5টি ব্লক দার্জিলিং সদর-1 (পুলবাজার), দার্জিলিং সদর-2 (রংলি) ও দার্জিলিং সদর-3 (জোরবাংলো)-সহ কার্শিয়াং ও মিরিক ৷ এই 5টি ব্লকে মোট 70টি গ্রামপঞ্চায়েত রয়েছে ৷ এছাড়া 5টি পঞ্চায়েত সমিতি আছে ৷ পাশাপাশি কালিম্পং জেলায় কালিম্পং-1, কালিম্পং-2 ও গরুবাথান- এই 3টি ব্লক রয়েছে ৷ কালিম্পঙে 42টি গ্রামপঞ্চায়েত রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.