শিলিগুড়ি, ৪ মার্চ : ১ জানুয়ারি থেকে যেসব মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে, তা বন্ধ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশিকার পরই জেলায় জেলায় বন্ধ হচ্ছে সদ্য লাইসেন্স পাওয়া একাধিক মদের দোকান।
অনলাইনে জেলায় জেলায় মদের দোকানের লাইসেন্স দেওয়ার কাজ শুরু করেছিল আবগারি দপ্তর। বিভিন্ন জেলায় একাধিক আবেদন জমা পড়লে দ্রুত আবগারি দপ্তরের তরফে সেগুলির লাইসেন্স দেওয়া হয়। কিছু জেলায় নতুন মদের দোকান খোলা হলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। বিষয়টি নজরে আসতেই নির্বাচন কমিশন আবিগারি দপ্তরের তরফে নির্দেশ দেয়, ১ জানুয়ারি থেকে দেওয়া লাইসেন্সের ভিত্তিতে যেসব মদের দোকান চালু হয়েছিল তা বন্ধ রাখতে।
নির্দেশিকার পর দোকানগুলি বন্ধ করায় লাইসেন্স প্রাপকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। লাইসেন্স প্রাপকরা বলেন, "অনেক টাকা খরচ করে সদ্য দোকান খুলেছিলাম। কিন্তু এই নোটিশের জেরে দোকান বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।"
এই নিয়ে অবশ্য আবিগারি দপ্তরের কর্তারা কথা বলতে চাননি।