ETV Bharat / state

বেঙ্গল সাফারিতে আসছে নতুন অতিথি লেপার্ড ক্যাট

author img

By

Published : Dec 10, 2019, 12:14 PM IST

শিলিগুড়ির অদূরে অবস্থিত বেঙ্গল সাফারি পার্ক । প্রথম ধাপের কাজ শেষের পর দ্বিতীয় পর্যায়ে সেখানে তৈরি করা হবে টানেল অ্যাকুয়ারিয়াম, স্নেক পার্ক, প্রজাপতি পার্ক ইত্যাদি । তবে তার আগেই বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে নতুন অতিথি ।

image
বেঙ্গল সাফারি

শিলিগুড়ি, 10 ডিসেম্বর : পর্যটকদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ । বছরের শুরুতেই সাফারিতে বাড়তে চলেছে অতিথির সংখ্যা । এবার আনা হচ্ছে লেপার্ড ক্যাট ।

শিলিগুড়ির অদূরে অবস্থিত বেঙ্গল সাফারি পার্ক । প্রথম ধাপের কাজ শেষের পর দ্বিতীয় পর্যায়ে সেখানে তৈরি করা হবে টানেল অ্যাকুয়ারিয়াম, স্নেক পার্ক, প্রজাপতি পার্ক ইত্যাদি । তবে তার আগেই বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে নতুন অতিথি । দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জ়ুয়োলজিকাল পার্ক থেকে আনা হবে লেপার্ড ক্যাট । কলকাতার চিড়িয়াখানা থেকে আনা হবে কুমিরও ।

সাফারি পার্ক কর্তৃপক্ষের দাবি এতদিন সেখানে মূল আকর্ষণ ছিল লেপার্ড সাফারি, টাইগার সাফারি ও বিয়ার সাফারি । এবার পর্যটকদের নজর কাড়বে লেপার্ড ক্যাট৷

দেখুন ভিডিয়ো

এ প্রসঙ্গে সাফারি পার্কের ডিরেক্টর ধরমদেও রাই বলেন, "দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়ে গেছে । তার আগে আসছে লেপার্ড ক্যাট ও কুমির । বছর শেষেই আসবে কুমির । লেপার্ড ক্যাট আসতে কিছু দিন সময় লাগবে ।"

শিলিগুড়ি, 10 ডিসেম্বর : পর্যটকদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ । বছরের শুরুতেই সাফারিতে বাড়তে চলেছে অতিথির সংখ্যা । এবার আনা হচ্ছে লেপার্ড ক্যাট ।

শিলিগুড়ির অদূরে অবস্থিত বেঙ্গল সাফারি পার্ক । প্রথম ধাপের কাজ শেষের পর দ্বিতীয় পর্যায়ে সেখানে তৈরি করা হবে টানেল অ্যাকুয়ারিয়াম, স্নেক পার্ক, প্রজাপতি পার্ক ইত্যাদি । তবে তার আগেই বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে নতুন অতিথি । দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জ়ুয়োলজিকাল পার্ক থেকে আনা হবে লেপার্ড ক্যাট । কলকাতার চিড়িয়াখানা থেকে আনা হবে কুমিরও ।

সাফারি পার্ক কর্তৃপক্ষের দাবি এতদিন সেখানে মূল আকর্ষণ ছিল লেপার্ড সাফারি, টাইগার সাফারি ও বিয়ার সাফারি । এবার পর্যটকদের নজর কাড়বে লেপার্ড ক্যাট৷

দেখুন ভিডিয়ো

এ প্রসঙ্গে সাফারি পার্কের ডিরেক্টর ধরমদেও রাই বলেন, "দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়ে গেছে । তার আগে আসছে লেপার্ড ক্যাট ও কুমির । বছর শেষেই আসবে কুমির । লেপার্ড ক্যাট আসতে কিছু দিন সময় লাগবে ।"

Intro:বেঙ্গল সাফারিতে সংযোজন হতে চলেছে নতুন পালক, শীঘ্রই আসতে চলেছে লেপার্ড ক্যাট

শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ ফের একবার পর্যটকদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে বেঙ্গল সাফারি কতৃপক্ষ। বেঙ্গল সাফারি পার্কের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। বছর শুরুতেই বেঙ্গল সাফারিতে বাড়তে চলেছে অতিথির সংখ্যা। এবার আসতে চলেছে লেপার্ড ক্যাট৷

Body:প্রথম ধাপের কাজ শেষ হতেই দ্বিতীয় ধাপের কাজ শুরুতে ব্রতী শিলিগুড়ির অদূরে অবস্থিত বেঙ্গল সাফারি পার্কে। দ্বিতীয় পর্যায়ে তৈরী করা হবে টালেন অ্যাকুরিয়াম, স্নেক পার্ক, প্রজাপতি পার্ক সহ আরও একাধিক নজরকাড়া প্রকল্প। যদিও তার আগেই বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে নয়া অতিথি। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর দার্জিলিং এর পদ্মজা নাইডু জ্যুয়োলজিক্যাল পার্ক থেকে আনা হবে লেপার্ড ক্যাট। অন্যদিকে, কলকাতার চিড়িয়াখানা থেকে আনা হবে কুমিড়। সাফারি কতৃপক্ষের দাবী এতদিন বেঙ্গল সাফারি পার্কের মূল আকর্ষণ ছিল লেপার্ড সাফারি, টাইগার সাফারি, বিয়ার সাফারি। যদিও এবার পর্যটকদের নজড় কাড়বে লেপার্ড ক্যাট৷

Conclusion:বেঙ্গল সাফারির ডিরেক্টর ধরমদেও রাই জানান, দ্বিতীয় ধাপের কাজ শুরুর প্রক্রিয়া অনেকটা তরান্বিত হয়েছে৷ তবে, তার আগে আসছে লেপার্ড ক্যাট ও কুমির। সেই কাজেও অনেকটা গতি এসেছে। বছর শেষেই আসবে কুমির। যদিও লেপার্ড ক্যাট আসতে কিছুটা সময় লাগবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.