ETV Bharat / state

ফাঁসিদেওয়ায় লোকালয়ে চিতা, লকডাউন ভেঙে জমায়েত স্থানীয়দের - siliguri

সম্প্রতি হাঁসখোয়া চা বাগান সংলগ্ন টুনা-7 বস্তির কাছে সুদর্শন কুজুর নামে এক ব্যক্তি স্ত্রী, সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি চিতাকে বাগানের ধারে বসে থাকতে দেখেন । আতঙ্ক ছড়ায় এলাকায় ।

aa
শিলিগুড়ি
author img

By

Published : May 9, 2020, 10:30 AM IST

ফাঁসিদেওয়া, 9 মে : দিনেদুপুরে লোকালয়ে চিতা। হাঁসখোয়া চা বাগান সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম দানাগছ এলাকার ঘটনা। চিতা বেরোনোর খবর পেয়ে লকডাউন ভেঙেই এলাকায় ভিড় জমান স্থানীয়রা ।

গতকাল সকালে শাবক সহ একটি চিতা স্থানীয় চা বাগানে ঢুকে পড়ে । বিষয়টি নজরে আসতেই লোকজন এসে ওই চা বাগানে ভিড় জমান। কিছুক্ষণ পর আতঙ্কে চিৎকার চেঁচামেচিও শুরু করে দেন। তড়িঘড়ি বাগডোগরা এলিফেন্ট স্কোয়াডে খবর দেওয়া হয়। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে বনকর্মীরা চিতার খোঁজে তল্লাশি চালান । চিতাটি বনকর্মীদের আক্রমণের চেষ্টা করে । যদিও, কারও কোনও ক্ষতি না করেই, লোকজনের সামনে দিয়ে বাগান থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায় । তবে, স্থানীয়রা চিতার সঙ্গে শাবক রয়েছে বললেও, বনকর্মীরা তা দেখতে পাননি ।

বাগডোগরা এলিফেন্ট স্কোয়াডের তরফে কল্যাণ গুরুং জানিয়েছেন, একটি চিতা তাঁরা জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছেন । যদিও আতঙ্ক যায়নি এলাকা থেকে । সন্ধের পর আর এলাকায় বের হননি মানুষজন ।

সম্প্রতি হাঁসখোয়া চা বাগান সংলগ্ন টুনা-7 বস্তির কাছে সুদর্শন কুজুর নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী, সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি চিতাকে বাগানের ধারে বসে থাকতে দেখেন । এমনকী সে ছবি তিনি ক্যামেরাবন্দীও করেন । গতকাল ফের চিতা বেরোনোর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়েছে ।

ফাঁসিদেওয়া, 9 মে : দিনেদুপুরে লোকালয়ে চিতা। হাঁসখোয়া চা বাগান সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম দানাগছ এলাকার ঘটনা। চিতা বেরোনোর খবর পেয়ে লকডাউন ভেঙেই এলাকায় ভিড় জমান স্থানীয়রা ।

গতকাল সকালে শাবক সহ একটি চিতা স্থানীয় চা বাগানে ঢুকে পড়ে । বিষয়টি নজরে আসতেই লোকজন এসে ওই চা বাগানে ভিড় জমান। কিছুক্ষণ পর আতঙ্কে চিৎকার চেঁচামেচিও শুরু করে দেন। তড়িঘড়ি বাগডোগরা এলিফেন্ট স্কোয়াডে খবর দেওয়া হয়। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে বনকর্মীরা চিতার খোঁজে তল্লাশি চালান । চিতাটি বনকর্মীদের আক্রমণের চেষ্টা করে । যদিও, কারও কোনও ক্ষতি না করেই, লোকজনের সামনে দিয়ে বাগান থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায় । তবে, স্থানীয়রা চিতার সঙ্গে শাবক রয়েছে বললেও, বনকর্মীরা তা দেখতে পাননি ।

বাগডোগরা এলিফেন্ট স্কোয়াডের তরফে কল্যাণ গুরুং জানিয়েছেন, একটি চিতা তাঁরা জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছেন । যদিও আতঙ্ক যায়নি এলাকা থেকে । সন্ধের পর আর এলাকায় বের হননি মানুষজন ।

সম্প্রতি হাঁসখোয়া চা বাগান সংলগ্ন টুনা-7 বস্তির কাছে সুদর্শন কুজুর নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী, সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি চিতাকে বাগানের ধারে বসে থাকতে দেখেন । এমনকী সে ছবি তিনি ক্যামেরাবন্দীও করেন । গতকাল ফের চিতা বেরোনোর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.