ETV Bharat / state

Panchayat Elections 2023: 'নির্বাচনের পর স্ট্রংরুম পাহারা দেবেন', শিলিগুড়িতে প্রচারসভায় বার্তা শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচনের আর 4 দিন বাকি ৷ তার আগে শিলিগুড়িতে জনসভা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি উপস্থিত জনগণকে পরামর্শ দিলেন, পঞ্চায়েত নির্বাচনের পর সাধারণ মানুষ যেন স্ট্রংরুম পাহারা দেয় ৷ বাকি কাজ 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী করবে ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jul 4, 2023, 9:55 AM IST

শিলিগুড়িতে ডাবগ্রামে নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি, 4 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের পর স্ট্রংরুম পাহারা দেওয়ার নিদান দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর মতে, বাকি কাজ কেন্দ্রীয় বাহিনী করে দেবে ৷ ফলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার আর পালানোর জায়গা নেই বলেও তীব্র কটাক্ষ করলেন তিনি ৷ সোমবারই জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য ধাপে ধারে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে ৷ এর মধ্যে কিছু সংখ্যক বাহিনী ইতিমধ্যেই এসে গিয়েছে।

এদিন জলপাইগুড়ি জেলা থেকে ডাবগ্রাম ফুলবাড়ির ওই নির্বাচনী সভায় যোগ দিতে গেলে ঠাকুরনগরের কাছে রেলগেটে আটকে পড়েন তিনি ৷ বেশ কিছুক্ষণ রেলগেট বন্ধ থাকায় অপেক্ষা করতে হয় বিরোধী দলনেতাকে ৷ শেষে রেলগেট পার করে এক দলীয় কর্মীর স্কুটিতে চেপে জনসভায় যোগ দেন তিনি ৷

এরপর সোমবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের জাবরাভিটা হাইস্কুল ময়দানে নির্বাচনী জনসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ নির্বাচনী প্রচার মঞ্চে রাজ্য সরকার থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: মানুষের পঞ্চায়েত গড়ব, প্রতিশ্রুতি জয়নগরে বছর 25'র বাম প্রার্থী শীর্ষার

এদিনের নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যরা ৷ শুভেন্দু অধিকারী বলেন, "2013 সালে এখানে এসেছিলাম ৷ তখনও আপনারা পরিবর্তন এনেছিলেন ৷ 2023 সালে আবার এসেছি ৷ এইবারও আপনারা পরিবর্তন এনে চোর মুক্ত পঞ্চায়েত করুন ৷"

এদিনবিজেপি শাসিত ত্রিপুরা এবং উত্তরপ্রদেশের খতিয়ান তুলে ধরেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক । তিনি জানান, ত্রিপুরা ও উত্তরপ্রদেশে গিয়ে তিনি বুঝতে পেরেছেন, উন্নয়ন কাকে বলে ৷ আর এখানে একদিকে যেমন বেকারত্ব বাড়ছে, অন্যদিকে তেমনই চাকরি চুরি যাচ্ছে ৷ মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর দাবি, পিসি-ভাইপো সাধারণ মানুষের টাকা লুঠ করছে ৷

বিজেপি নেতার আক্রমণ থেকে বাদ যাননি অনুব্রত মণ্ডল ৷ শুভেন্দু বলেন, "কেষ্টর মতো মানুষ ডিয়ার লটারির কোটি কোটি টাকা আত্মসাৎ করে চলেছে ৷ কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের সুবিধা গ্রামের মানুষ পাচ্ছে না ৷" তাঁর দাবি, বিজেপি পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় এলে উন্নয়ন করবে ৷

আরও পড়ুন: দিল্লি গিয়ে 355 ধারার সুপারিশ করুন, রাজ্যপালকে পরামর্শ শুভেন্দুর

শিলিগুড়িতে ডাবগ্রামে নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি, 4 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের পর স্ট্রংরুম পাহারা দেওয়ার নিদান দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর মতে, বাকি কাজ কেন্দ্রীয় বাহিনী করে দেবে ৷ ফলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার আর পালানোর জায়গা নেই বলেও তীব্র কটাক্ষ করলেন তিনি ৷ সোমবারই জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য ধাপে ধারে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে ৷ এর মধ্যে কিছু সংখ্যক বাহিনী ইতিমধ্যেই এসে গিয়েছে।

এদিন জলপাইগুড়ি জেলা থেকে ডাবগ্রাম ফুলবাড়ির ওই নির্বাচনী সভায় যোগ দিতে গেলে ঠাকুরনগরের কাছে রেলগেটে আটকে পড়েন তিনি ৷ বেশ কিছুক্ষণ রেলগেট বন্ধ থাকায় অপেক্ষা করতে হয় বিরোধী দলনেতাকে ৷ শেষে রেলগেট পার করে এক দলীয় কর্মীর স্কুটিতে চেপে জনসভায় যোগ দেন তিনি ৷

এরপর সোমবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের জাবরাভিটা হাইস্কুল ময়দানে নির্বাচনী জনসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ নির্বাচনী প্রচার মঞ্চে রাজ্য সরকার থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: মানুষের পঞ্চায়েত গড়ব, প্রতিশ্রুতি জয়নগরে বছর 25'র বাম প্রার্থী শীর্ষার

এদিনের নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যরা ৷ শুভেন্দু অধিকারী বলেন, "2013 সালে এখানে এসেছিলাম ৷ তখনও আপনারা পরিবর্তন এনেছিলেন ৷ 2023 সালে আবার এসেছি ৷ এইবারও আপনারা পরিবর্তন এনে চোর মুক্ত পঞ্চায়েত করুন ৷"

এদিনবিজেপি শাসিত ত্রিপুরা এবং উত্তরপ্রদেশের খতিয়ান তুলে ধরেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক । তিনি জানান, ত্রিপুরা ও উত্তরপ্রদেশে গিয়ে তিনি বুঝতে পেরেছেন, উন্নয়ন কাকে বলে ৷ আর এখানে একদিকে যেমন বেকারত্ব বাড়ছে, অন্যদিকে তেমনই চাকরি চুরি যাচ্ছে ৷ মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর দাবি, পিসি-ভাইপো সাধারণ মানুষের টাকা লুঠ করছে ৷

বিজেপি নেতার আক্রমণ থেকে বাদ যাননি অনুব্রত মণ্ডল ৷ শুভেন্দু বলেন, "কেষ্টর মতো মানুষ ডিয়ার লটারির কোটি কোটি টাকা আত্মসাৎ করে চলেছে ৷ কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের সুবিধা গ্রামের মানুষ পাচ্ছে না ৷" তাঁর দাবি, বিজেপি পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় এলে উন্নয়ন করবে ৷

আরও পড়ুন: দিল্লি গিয়ে 355 ধারার সুপারিশ করুন, রাজ্যপালকে পরামর্শ শুভেন্দুর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.