ETV Bharat / state

5 দিনে গ্রেপ্তার 70, তবুও লকডাউন উপেক্ষা দার্জিলিঙে - darjelling for breaking lockdown

দিন যত বাড়ছে লকডাউনে কার্যত ধৈর্যের বাঁধ ভাঙছে মানুষের । কোরোনা মোকাবিলায় এখনও পর্যন্ত একমাত্র প্রতিষেধক লকডাউন। প্ৰশাসন থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে একথা বার বার বলা হলেও দার্জিলিঙ পাহাড়ে তা যেন হেলায় উড়িয়ে দিছেন সাধারণ মানুষের একাংশ । দার্জিলিং সদর থানার IC তীর্থ নাথ জানিয়েছেন, পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে । গত পাঁচদিনে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

darjelling
দার্জিলিঙ
author img

By

Published : Apr 13, 2020, 11:13 PM IST


দার্জিলিং, 13 এপ্রিল: লকডাউন অমান্য করায় দার্জিলিঙে পাঁচদিনে গ্রেপ্তার 70 জন । এরপরেও যেন হেলদোল নেই সাধারণ মানুষের । লকডাউনে কার্যত ধৈর্যের বাঁধ ভাঙছে মানুষের । কোরোনা মোকাবিলায় এখনও পর্যন্ত একমাত্র প্রতিষেধক লকডাউন। প্ৰশাসন থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে একথা বার বার বলা হলেও পাহাড়ে তা যেন হেলায় উড়িয়ে দিছেন সাধারণ মানুষের একাংশ । লকডাউন শুরু হতেই যেসব জায়গায় কারও দেখা পাওয়া যাচ্ছিল না, দিন যত বাড়ছে, ততই যেন লোকজনের দেখা মিলছে সেসব জায়গায়।

কিছু লোকজন লকডাউনে ঘরবন্দী না থেকে বিভিন্ন অজুহাতে মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বের হচ্ছে । এর ফলে ধরপাকড় বাড়িয়েছে দার্জিলিং জেলা পুলিশ । দার্জিলিং সদর থানার IC তীর্থ নাথ জানিয়েছেন, পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে । গত পাঁচদিনে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

কিন্তু লকডাউনের মেয়াদ বাড়ায় কিছু মানুষ যেন কোরোনার ভয়কে তোয়াক্কা না করেই ঘর ছেড়ে বেরিয়ে আসছেন । দার্জিলিং সদর থানার পুলিশ লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করলেও কালিম্পঙ জেলা পুলিশ এখনও তেমন সক্রিয় হয়নি বলে অভিযোগ। অথচ উত্তরবঙ্গের মধ্যে কালিম্পঙে প্রথম কোরানোয় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । উত্তরবঙ্গে কোরোনার হটস্পটও কালিম্পঙ ।


দার্জিলিং, 13 এপ্রিল: লকডাউন অমান্য করায় দার্জিলিঙে পাঁচদিনে গ্রেপ্তার 70 জন । এরপরেও যেন হেলদোল নেই সাধারণ মানুষের । লকডাউনে কার্যত ধৈর্যের বাঁধ ভাঙছে মানুষের । কোরোনা মোকাবিলায় এখনও পর্যন্ত একমাত্র প্রতিষেধক লকডাউন। প্ৰশাসন থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে একথা বার বার বলা হলেও পাহাড়ে তা যেন হেলায় উড়িয়ে দিছেন সাধারণ মানুষের একাংশ । লকডাউন শুরু হতেই যেসব জায়গায় কারও দেখা পাওয়া যাচ্ছিল না, দিন যত বাড়ছে, ততই যেন লোকজনের দেখা মিলছে সেসব জায়গায়।

কিছু লোকজন লকডাউনে ঘরবন্দী না থেকে বিভিন্ন অজুহাতে মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বের হচ্ছে । এর ফলে ধরপাকড় বাড়িয়েছে দার্জিলিং জেলা পুলিশ । দার্জিলিং সদর থানার IC তীর্থ নাথ জানিয়েছেন, পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে । গত পাঁচদিনে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

কিন্তু লকডাউনের মেয়াদ বাড়ায় কিছু মানুষ যেন কোরোনার ভয়কে তোয়াক্কা না করেই ঘর ছেড়ে বেরিয়ে আসছেন । দার্জিলিং সদর থানার পুলিশ লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করলেও কালিম্পঙ জেলা পুলিশ এখনও তেমন সক্রিয় হয়নি বলে অভিযোগ। অথচ উত্তরবঙ্গের মধ্যে কালিম্পঙে প্রথম কোরানোয় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । উত্তরবঙ্গে কোরোনার হটস্পটও কালিম্পঙ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.