ETV Bharat / state

সিকিমে রাতভর বৃষ্টির জেরে ধস, অবরুদ্ধ জাতীয় সড়ক

author img

By

Published : Jul 7, 2020, 12:57 PM IST

একটানা বৃষ্টিতে পাহাড়ে ধস নামল ৷ কালিম্পঙের রম্ভি পুলিশ ফাঁড়ি এলাকার 29 মাইলে ধস নামায় আজ সকাল থেকেই যান চলাচল ব্যাহত ৷ পশাপাশি অবরুদ্ধ সিকিমের 10 নম্বর জাতীয় সড়কও ৷

ছবি
ছবি

কালিম্পং, 7 জুলাই : রাতভর একটানা বৃষ্টির জের । NH-10 সহ কালিম্পং জেলার একাধিক জায়গায় নেমেছে ধস । যার কারণে অবরুদ্ধ হয়েছে সিকিমের 10 নম্বর জাতীয় সড়ক।

কালিম্পঙের রম্ভি পুলিশ ফাঁড়ি এলাকার 29 মাইলে ধস নামায় আজ সকাল থেকেই যান চলাচল ব্যাহত । পূর্ত দপ্তরের কর্মীরা ধস সরিয়ে যান চলাচল চালু করেন ৷ কিন্তু, এরপরও দুপুর পর্যন্ত এই রুটে যানজট দেখা গেছে । রম্ভি পুলিশ ফাঁড়ির আধিকারিক শিবকুমার রাই বলেন, " ধসে এই রুট সকাল থেকেই তীব্র যানজটের ভরতি । পুলিশ যথা সম্ভব ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছে ।

এদিকে কালিম্পঙের অন্যত্রও বেশ কয়েকটি জায়গায় ধসের খবর মিলেছে । ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িও । সিকিম আবহাওয়া অফিস সূত্রে খবর, গত 24 ঘণ্টায় দার্জিলিঙে 68 মিলিমিটার বৃষ্টি হয়েছে । কমবেশি বৃষ্টি হয়েছে পাহাড়ের সর্বত্র ।

কালিম্পং, 7 জুলাই : রাতভর একটানা বৃষ্টির জের । NH-10 সহ কালিম্পং জেলার একাধিক জায়গায় নেমেছে ধস । যার কারণে অবরুদ্ধ হয়েছে সিকিমের 10 নম্বর জাতীয় সড়ক।

কালিম্পঙের রম্ভি পুলিশ ফাঁড়ি এলাকার 29 মাইলে ধস নামায় আজ সকাল থেকেই যান চলাচল ব্যাহত । পূর্ত দপ্তরের কর্মীরা ধস সরিয়ে যান চলাচল চালু করেন ৷ কিন্তু, এরপরও দুপুর পর্যন্ত এই রুটে যানজট দেখা গেছে । রম্ভি পুলিশ ফাঁড়ির আধিকারিক শিবকুমার রাই বলেন, " ধসে এই রুট সকাল থেকেই তীব্র যানজটের ভরতি । পুলিশ যথা সম্ভব ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছে ।

এদিকে কালিম্পঙের অন্যত্রও বেশ কয়েকটি জায়গায় ধসের খবর মিলেছে । ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িও । সিকিম আবহাওয়া অফিস সূত্রে খবর, গত 24 ঘণ্টায় দার্জিলিঙে 68 মিলিমিটার বৃষ্টি হয়েছে । কমবেশি বৃষ্টি হয়েছে পাহাড়ের সর্বত্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.