ETV Bharat / state

Landslide in Sikkim : ভারী বৃষ্টির জেরে ধসের কবলে সিকিম, শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস (Landslide in Sikkim)। ধসে মৃত্যু হয়েছে একজনের, আহত চারজন । শিলিগুড়ি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের ।

author img

By

Published : Jun 16, 2022, 4:27 PM IST

Updated : Jun 16, 2022, 7:06 PM IST

landslide in many places of Sikkim due to heavy Rain
Landslide in Sikkim

দার্জিলিং, 16 জুন : ধসে বিধ্বস্ত সিকিম । শিলিগুড়ি থেকে সিকিম 10 নম্বর জাতীয় সড়ক-সহ সিকিমের একাধিক জায়গায় নেমেছে ধস (landslide in many places of Sikkim due to heavy Rain)৷ এর কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শিলিগুড়ির সঙ্গে সিকিমের । এদিকে একটি বাস ধসে চাপা পড়ে যায় ৷ যার ফলে মৃত্যু হয়েছে একজনের । পাশাপাশি জখম হয়েছে আরও চারজন ।

landslide in many places of Sikkim due to heavy Rain
বৃষ্টির জেরে ধস সিকিম

রাতভর টানা ভারী বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ সিকিমে । আর বৃষ্টি হতেই শুরু হয় একের পর এক ধস । বৃহস্পতিবার সকালে বৃষ্টির জন্য সিকিমে অন্তত 20টি জায়গায় ধসের ঘটনা ঘটেছে । ইতিমধ্যে পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে সিকিম প্রশাসন । পাশাপাশি সিকিমে সমস্তরকম পর্যটক ও যাত্রীবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস

এদিন সকালে উত্তর সিকিমের সামারডুং এলাকায় একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার কর্মীদের বাস ধসের কবলে পড়ে । পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে ওই বাসের উপর পড়ে । দুমরে মুচড়ে যায় বাসটি । ঘটনাস্থলে ওই বাসের চালকের মৃত্যু হয়েছে । পাশাপাশি জখম হয়েছে বাসে থাকা আরও চারজন যাত্রী ।

landslide in many places of Sikkim due to heavy Rain
পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে বাসের উপর পড়ে

আরও পড়ুন : Landslide in Kalimpong: শিলিগুড়ি থেকে সিকিমগামী একাধিক রাস্তায় ধস

এছাড়াও 10 নম্বর জাতীয় সড়কের লাচেন, লাচুং, ইয়ামথাং ভ্যালী, 17 মাইল, 20 মাইল, 29 মাইল, বারবাং, সিংথাম, রঙ্গপো, মায়মরিং-সহ একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী । এছাড়াও সড়ক সারাইয়ের কাজে নেমেছে বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম প্রশাসন ।

দার্জিলিং, 16 জুন : ধসে বিধ্বস্ত সিকিম । শিলিগুড়ি থেকে সিকিম 10 নম্বর জাতীয় সড়ক-সহ সিকিমের একাধিক জায়গায় নেমেছে ধস (landslide in many places of Sikkim due to heavy Rain)৷ এর কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শিলিগুড়ির সঙ্গে সিকিমের । এদিকে একটি বাস ধসে চাপা পড়ে যায় ৷ যার ফলে মৃত্যু হয়েছে একজনের । পাশাপাশি জখম হয়েছে আরও চারজন ।

landslide in many places of Sikkim due to heavy Rain
বৃষ্টির জেরে ধস সিকিম

রাতভর টানা ভারী বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ সিকিমে । আর বৃষ্টি হতেই শুরু হয় একের পর এক ধস । বৃহস্পতিবার সকালে বৃষ্টির জন্য সিকিমে অন্তত 20টি জায়গায় ধসের ঘটনা ঘটেছে । ইতিমধ্যে পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে সিকিম প্রশাসন । পাশাপাশি সিকিমে সমস্তরকম পর্যটক ও যাত্রীবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস

এদিন সকালে উত্তর সিকিমের সামারডুং এলাকায় একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার কর্মীদের বাস ধসের কবলে পড়ে । পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে ওই বাসের উপর পড়ে । দুমরে মুচড়ে যায় বাসটি । ঘটনাস্থলে ওই বাসের চালকের মৃত্যু হয়েছে । পাশাপাশি জখম হয়েছে বাসে থাকা আরও চারজন যাত্রী ।

landslide in many places of Sikkim due to heavy Rain
পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে বাসের উপর পড়ে

আরও পড়ুন : Landslide in Kalimpong: শিলিগুড়ি থেকে সিকিমগামী একাধিক রাস্তায় ধস

এছাড়াও 10 নম্বর জাতীয় সড়কের লাচেন, লাচুং, ইয়ামথাং ভ্যালী, 17 মাইল, 20 মাইল, 29 মাইল, বারবাং, সিংথাম, রঙ্গপো, মায়মরিং-সহ একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী । এছাড়াও সড়ক সারাইয়ের কাজে নেমেছে বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম প্রশাসন ।

Last Updated : Jun 16, 2022, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.