দার্জিলিং, 22 জুলাই : একটানা বৃষ্টির জেরে ধস নামল কার্সিয়ঙের রোহিনী রোডে ৷ শিলিগুড়ি থেকে কার্সিয়ং হয়ে দার্জিলিং যাওয়ার পথে এই রাস্তায় ধস নামায় সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল ৷
প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক জায়গায় ধস নামে ৷ 27 মাইল থেকে রংলির মাঝে আজ ধস নামে ৷ বড় বড় পাথরের চাঁই পড়ে রাস্তার একাংশ বন্ধ হয়ে যায় ৷ আবার রংলির কাছেই এই রাস্তার একাংশ ধসে যায় ৷ তবে, ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার্সিয়ঙের রোহিনী রোডের ৷
গতরাতে রোহিনী রোড ধসের কারণে বন্ধ হয়ে যায় ৷ পরে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়রদের তৎপরতায় ধস সরিয়ে আংশিকভাবে এই রাস্তা খুলে দেওয়া হয় ৷ আজ সকাল সাড়ে ন'টা থেকে ওই রাস্তায় ছোটো যান চলাচল শুরু হয়েছে ৷ তবে, ভারী যান চলাচল বর্তমানে বন্ধ রাখা হয়েছে বলে কার্সিয়ং ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর ৷
55 নম্বর জাতীয় সড়ক হিলকার্ট রোড দিয়ে যান চলাচল অনেক দিন ধরেই বন্ধ ৷ রোহিনী রোডই একমাত্র, যেখান দিয়ে শিলিগুড়ি থেকে কার্সিয়ং হয়ে দার্জিলিং যাওয়া যায় ৷ না হলে ঘুরপথে মিরিক হয়ে যেতে হয় ৷ কিন্তু, ধসের কারণে রোহিনী রোডে ধস নামায় যান চলাচল ব্যাহত ৷