ETV Bharat / state

KLO Terrorist Group অসমে ধৃত দুই কেএলও জঙ্গিকে নিজেদের হেফাজতে নিল এসটিএফ

অসমে ধৃত দুই কেএলও জঙ্গিকে (KLO Terrorists) নিজেদের হেফাজতে নিল রাজ্য পুলিশের এসটিএফ (STF of West Bengal Police) ৷ এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গে জঙ্গি নাশকতার একাধিক ঘটনায় জড়িত ছিল ওই দুই জঙ্গি । ধৃতরা দু'জনেই অসমের কোকরাঝাড়ের বাসিন্দা ।

ETV Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 23, 2022, 11:01 PM IST

শিলিগুড়ি, 23 অগস্ট: অসমে ধৃত দুই কেএলও জঙ্গিকে নিজেদের হেফাজতে নিল রাজ্য পুলিশের এসটিএফ (STF of West Bengal Police) ৷ মঙ্গলবার ধৃত ওই দুই কেএলও জঙ্গিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । এসটিএফের আবেদন মেনে বিচারক ওই দুই জঙ্গিকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই কেএলও জঙ্গি হল নির্মল দাস ও উত্তম রায় ।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কেএলও প্রধান জীবন সিংহের (KLO chief Jiban Singh) সঙ্গে জঙ্গি নাশকতার একাধিক ঘটনায় জড়িত ছিল ওই দুই জঙ্গি (KLO Terrorists) । ধৃতরা দু'জনেই অসমের কোকরাঝাড়ের বাসিন্দা । প্রথমে ওই দু'জনই অসমে সক্রিয়ভাবে আক্রাসু সংগঠন করত । সেখান থেকে কেএলও'তে যোগ দেয় তারা । ধৃত ওই দু'জনের উত্তরবঙ্গে কেএলও সংক্রান্ত একাধিক যোগ সূত্র থাকায় তাদের আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফ ।

আরও পড়ুন: ডেবরায় 2 যুবতীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 7 যুবক

এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ওই দু'জন উত্তরবঙ্গ থেকে অন্তত আট থেকে দশজনকে কেএলওতে ঢুকিয়েছিল । এমনকি উত্তরবঙ্গ-সহ নেপালেও তারা বেশ কয়েকমাস গা ঢাকা দিয়েছিল । ওই কয়েক মাসে তাদের কী কী কার্যকলাপ করেছিল ছিল এবং কাদেরকে জঙ্গি সংগঠনে ঢুকিয়েছিল তারা সেটাই এখন জানতে চাইছে এসটিএফ । অন্যদিকে, আদালত ও এসটিএফ-এর উত্তরবঙ্গ শাখা সূত্রে জানা গিয়েছে, 27 মে কেএলও'র ফরেন সেক্রেটারি পাভেল কোচ অসমের শেরফাংগুড়ির এক চাল ব্যবসায়ী সুনীল মণ্ডলের কাছে অস্ত্র কেনার জন্য দু'লক্ষ টাকার দাবি করেছিল । পাভেল কোচ বর্তমানে মায়ানমারের জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে বলে অনুমান । ওই ব্যবসায়ী তা দিতে মানা করলে 4 জুন ওই ব্যবসায়ীর দোকানেই গুলি করে খুন করেছিল উত্তম ও নির্মল ।

অসমে ধৃত দুই কেএলও জঙ্গিকে নিজেদের হেফাজতে নিল এসটিএফ

আরও পড়ুন: পিস্তল নিয়ে সারা গ্রামে দুষ্কৃতী তাণ্ডব চালানোয় গ্রেফতার এক

5 জুন অসম পুলিশ ওই 2 জনকে গ্রেফতার করে । এরপর কোকরাঝাড় জেলে তাদের পাঠানো হয় । সম্প্রতি শিলিগুড়ি থেকে 2 কেএলও জঙ্গিকে গ্রেফতার করেছিল এসটিএফ । ওই দু'জনকে জিজ্ঞাসাবাদ করলে নির্মল ও উত্তমের নাম উঠে আসে । এরপরই তাদের নিজেদের হেফাজতে নেয় এসটিএফ । এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "নির্মল মূলত বিভিন্ন জেলা থেকে কেএলও সংগঠনের জন্য লোক নিয়োগ করত এবং উত্তম সংগঠন পরিচালনা ও অস্ত্র কেনার জন্য বিভিন্ন ব্যবসায়ী বা সংস্থার থেকে টাকা জোগার করত । উত্তরবঙ্গে ওই দুই কেএলও জঙ্গি চক্রের শিকর কতোটা ছড়িয়েছে তা জানতেই এবার ওই দু'জনকে হেফাজতে নেওয়া হয়েছে।"

শিলিগুড়ি, 23 অগস্ট: অসমে ধৃত দুই কেএলও জঙ্গিকে নিজেদের হেফাজতে নিল রাজ্য পুলিশের এসটিএফ (STF of West Bengal Police) ৷ মঙ্গলবার ধৃত ওই দুই কেএলও জঙ্গিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । এসটিএফের আবেদন মেনে বিচারক ওই দুই জঙ্গিকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই কেএলও জঙ্গি হল নির্মল দাস ও উত্তম রায় ।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কেএলও প্রধান জীবন সিংহের (KLO chief Jiban Singh) সঙ্গে জঙ্গি নাশকতার একাধিক ঘটনায় জড়িত ছিল ওই দুই জঙ্গি (KLO Terrorists) । ধৃতরা দু'জনেই অসমের কোকরাঝাড়ের বাসিন্দা । প্রথমে ওই দু'জনই অসমে সক্রিয়ভাবে আক্রাসু সংগঠন করত । সেখান থেকে কেএলও'তে যোগ দেয় তারা । ধৃত ওই দু'জনের উত্তরবঙ্গে কেএলও সংক্রান্ত একাধিক যোগ সূত্র থাকায় তাদের আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফ ।

আরও পড়ুন: ডেবরায় 2 যুবতীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 7 যুবক

এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ওই দু'জন উত্তরবঙ্গ থেকে অন্তত আট থেকে দশজনকে কেএলওতে ঢুকিয়েছিল । এমনকি উত্তরবঙ্গ-সহ নেপালেও তারা বেশ কয়েকমাস গা ঢাকা দিয়েছিল । ওই কয়েক মাসে তাদের কী কী কার্যকলাপ করেছিল ছিল এবং কাদেরকে জঙ্গি সংগঠনে ঢুকিয়েছিল তারা সেটাই এখন জানতে চাইছে এসটিএফ । অন্যদিকে, আদালত ও এসটিএফ-এর উত্তরবঙ্গ শাখা সূত্রে জানা গিয়েছে, 27 মে কেএলও'র ফরেন সেক্রেটারি পাভেল কোচ অসমের শেরফাংগুড়ির এক চাল ব্যবসায়ী সুনীল মণ্ডলের কাছে অস্ত্র কেনার জন্য দু'লক্ষ টাকার দাবি করেছিল । পাভেল কোচ বর্তমানে মায়ানমারের জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে বলে অনুমান । ওই ব্যবসায়ী তা দিতে মানা করলে 4 জুন ওই ব্যবসায়ীর দোকানেই গুলি করে খুন করেছিল উত্তম ও নির্মল ।

অসমে ধৃত দুই কেএলও জঙ্গিকে নিজেদের হেফাজতে নিল এসটিএফ

আরও পড়ুন: পিস্তল নিয়ে সারা গ্রামে দুষ্কৃতী তাণ্ডব চালানোয় গ্রেফতার এক

5 জুন অসম পুলিশ ওই 2 জনকে গ্রেফতার করে । এরপর কোকরাঝাড় জেলে তাদের পাঠানো হয় । সম্প্রতি শিলিগুড়ি থেকে 2 কেএলও জঙ্গিকে গ্রেফতার করেছিল এসটিএফ । ওই দু'জনকে জিজ্ঞাসাবাদ করলে নির্মল ও উত্তমের নাম উঠে আসে । এরপরই তাদের নিজেদের হেফাজতে নেয় এসটিএফ । এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "নির্মল মূলত বিভিন্ন জেলা থেকে কেএলও সংগঠনের জন্য লোক নিয়োগ করত এবং উত্তম সংগঠন পরিচালনা ও অস্ত্র কেনার জন্য বিভিন্ন ব্যবসায়ী বা সংস্থার থেকে টাকা জোগার করত । উত্তরবঙ্গে ওই দুই কেএলও জঙ্গি চক্রের শিকর কতোটা ছড়িয়েছে তা জানতেই এবার ওই দু'জনকে হেফাজতে নেওয়া হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.