শিলিগুড়ি, 1 অগস্ট: বিহারের কাটিহারের মেয়রকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্তকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করল বিহার পুলিশ । শনিবার মাঝরাতে শিলিগুড়ির লেকটাউনে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বিহার পুলিশের একটি বিশেষ দল । বিহার পুলিশকে অভিযানে সহযোগিতা করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের শিলিগুড়ি থানা ও এনজেপি থানার বিশেষ দল । ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পরে গিয়েছে শহরজুড়ে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 29 জুলাই বিহারের কাটিহারের মেয়র শিবরাজ পাশোয়ানকে মন্দির যাওয়ার পথে বাইকে করে এসে একদল দুষ্কৃতী গুলি করে হত্যা করে । মেয়রকে হত্যার প্রতিবাদে ও দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে একদিনের জন্য বন্ধ থাকে বিহার বিধানসভা । এরপরেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তত্ত্বাবধানে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করে কাটিহার থানার পুলিশ । তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করে বিহার পুলিশ ।
এরপর তদন্তে নেমে কাটিহার থানার পুলিশ জানতে পারে খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত সাকেত শুভম নামে ওই যুবক শিলিগুড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে । খবর পেয়ে কাটিহার থানার পুলিশের চারজনের একটি দল যোগাযোগ করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে । এরপর তদন্তের নির্দেশ দেওয়া হয় গোয়েন্দা বিভাগকে । এরপরই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে সাকেত শুভমকে শিলিগুড়ির লেকটাউনের এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করে ।
আরও পড়ুন: শিলিগুড়ির হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ, গ্রেফতার 5
বিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাকেত শুভম কয়েক মাস আগে বিহারের এক চিকিৎসকের কাছে দশ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ । চিকিৎসক টাকা দিতে অস্বীকার করলে তাঁকেও উদ্দেশ্য করে গুলি চালায় । তবে ভাগ্যক্রমে বেঁচে যান ওই চিকিৎসক । এছাড়াও সাকেত শুভমের নামে বিহারের একাধিক থানায় বহু মামলা রয়েছে । আজ ধৃত সাকেত শুভমকে শিলিগুড়ির বিশেষ আদালতে তোলা হয় । আদালতের নির্দেশানুসারে তাঁকে দু‘দিনের ট্রানজিট রিমান্ডে তদন্তের জন্য কাটিহার নিয়ে যায় বিহার পুলিশ বলে জানান, অতিরিক্ত সরকারি আইনজীবী সুশান্ত নিয়োগী ।