দার্জিলিং, 16 অগস্ট : কিছুটা স্বস্তি ফিরল উত্তরের পর্যটনে। সোমবার থেকে পর্যটকদের জন্য পাহাড়ে চালু হল টয়ট্রেনের জয় রাইড। ফের পাহাড়ের আঁকাবাঁকা পথে পর্যটকদের জন্য চলতে দেখা যাবে 'খেলনা গাড়ি'কে। আপাতত পর্যটকদের জন্য দার্জিলিংয়েই কেবল জয় রাইড চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ।
পর্যটকদের জন্য থাকছে তিনটি স্টিম ইঞ্জিন আর তিনটি ডিজেল ইঞ্জিনের জয় রাইড। প্রতি রাইড এক থেকে দু'ঘণ্টার হবে। স্টিম ইঞ্জনের রাইড চলবে সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা, দুপুর পৌনে বারোটা থেকে পৌনে দুটো ও একটা পঞ্চাশ থেকে তিনটে পয়তাল্লিশ পর্যন্ত। ডিজেল ইঞ্জিন রাইড চলবে সকাল নটা পয়তাল্লিশ এগারোটা পঁচিশ, বারোটা থেকে একটা চল্লিশ ও দুটো কুড়ি থেকে বিকেল চারটে পর্যন্ত। ছটি রাইডে পাঁচটি থাকবে ফার্স্ট ক্লাস কামরা ও একটি থাকছে ভিস্তা ডোম কামরা। প্রাথমিকভাবে দার্জিলিং থেকে ঘুম হয়ে ফের দার্জিলিং পর্যন্ত চলবে রাইডটি। এই রাইডে বাতাসিয়া লুপ, রেলওয়ে মিউজিয়াম ও ঐতিহাসিক রেলওয়ে লোকোমোটিভ দেখার সুযোগ পাবেন পর্যটকরা। তবে করোনার স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা এই রাইড উপভোগ করতে পারবেন । শুধুমাত্র অনলাইনে বুকিংয়ে টিকিট কাটা যাবে ।
এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, "সমস্ত আলোচনার পর করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যটকদের জন্য আপাতত ছটি জয় রাইড পরিষেবা চালু করছি। সব ঠিক থাকলে অন্যান্য পরিষেবাও চালু করা হবে।"
হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "আমাদের জন্য খুবই খুশির খবর। জয় রাইড চালু হওয়ায় একদিকে যেমন পর্যটকদের জন্য খুশির আবহ অন্য দিকে আমাদের জন্য স্বস্তির বিষয়।"
কলকাতা থেকে আগত পর্যটক জয়ব্রত ভট্টাচার্য বলেন, "দীর্ঘদিন থেকে জয় রাইড বন্ধ ছিল। পাহাড় আর দার্জিলিং মানেই জয় রাইড। সেটা চালু হওয়ায় স্বভাবতই ভালো লাগছে।"