ETV Bharat / state

কোভিড মোকাবিলায় 300 আইসোলেশন কোচ প্রস্তুত করল উত্তর-পূর্ব রেল

উত্তর-পূর্ব রেলের তরফে ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় 300টি আইসোলেশন কোভিড কোচ তৈরি করছে রেল কর্তৃপক্ষ। যার মধ্যে রেলের কাটিহার ডিভিশনের জন্য 80 টি আইসোলেশন কোচ তৈরি রাখা হয়েছে। সেগুলির মাধ্যমে শিলিগুড়ি ও দুই দিনাজপুরের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

rail
রেল কোচ স্য়ানিটাইজ করা হচ্ছে
author img

By

Published : Apr 28, 2021, 7:48 PM IST

শিলিগুড়ি, 28 এপ্রিল : যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তাতে সরকারি পরিকাঠামোয় করোনার মোকাবিলা করতে প্রায় হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য দফতরকে । শয্যা না পাওয়ায় ব্যাপক সমস্যায় করোনা সংক্রমিত রোগীরা । এমন অবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়াল উত্তর-পূর্ব রেল কর্তৃপক্ষ ।

rail
রেল কোচ স্য়ানিটাইজ করা হচ্ছে

উত্তর-পূর্ব রেলের তরফে ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় 300টি আইসোলেশন কোভিড কোচ তৈরি করছে রেল কর্তৃপক্ষ । যার মধ্যে রেলের কাটিহার ডিভিশনের জন্য 80 টি আইসোলেশন কোচ তৈরি রাখা হয়েছে । সেগুলির মাধ্যমে শিলিগুড়ি ও দুই দিনাজপুরের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে । পাশাপাশি আলিপুর ডিভিশনের জন্য 22 কোচ তৈরি রাখা হয়েছে । কোচগুলির মাধ্যমে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য করোনার চিকিৎসা করা যাবে । একটি করে অন্তত 52 জন করোনা সংক্রমিত রোগীর চিকিৎসা করা যেতে পারে । পাশাপাশি থাকবে অক্সিজেনের ব্যবস্থাও । নির্দিষ্ট ইয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে রাখা হবে কোচগুলি । নিয়ম মেনে করা হবে স্যানিটাইজেশন । তবে সেজন্য সংশ্লিষ্ট জেলাকে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ ।

আরও পড়ুন- টুইট করে অক্সিজেন চেয়েছিলেন, যুবকের বিরুদ্ধে মামলা দায়ের যোগীরাজ্য়ে

করোনার প্রথম ধাক্কা থেকে দেশবাসী সামলে ওঠার আগেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । কয়েক সপ্তাহে করোনা সংক্রমণের সংখ্যা দাবানলের মতো বৃদ্ধি পেয়েছে কয়েকগুন । এই পরিস্থিতিতে যদি আগামীদিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই আশঙ্কা করে রাজ্যের পাশে থেকে সহযোগিতার জন্য আগেভাগেই উদ্যোগ নিল রেল । শুভানন চন্দ বলেন, "রেলের তরফে ইতিমধ্যে ওই আইসোলেশন কোচগুলি তৈরি করা হয়েছে । রাজ্য সরকারের অনুরোধ মত নির্দিষ্ট স্টেশনে দেওয়া হবে ।"

রেল কোচ স্য়ানিটাইজ করা হচ্ছে

শিলিগুড়ি, 28 এপ্রিল : যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তাতে সরকারি পরিকাঠামোয় করোনার মোকাবিলা করতে প্রায় হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য দফতরকে । শয্যা না পাওয়ায় ব্যাপক সমস্যায় করোনা সংক্রমিত রোগীরা । এমন অবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়াল উত্তর-পূর্ব রেল কর্তৃপক্ষ ।

rail
রেল কোচ স্য়ানিটাইজ করা হচ্ছে

উত্তর-পূর্ব রেলের তরফে ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় 300টি আইসোলেশন কোভিড কোচ তৈরি করছে রেল কর্তৃপক্ষ । যার মধ্যে রেলের কাটিহার ডিভিশনের জন্য 80 টি আইসোলেশন কোচ তৈরি রাখা হয়েছে । সেগুলির মাধ্যমে শিলিগুড়ি ও দুই দিনাজপুরের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে । পাশাপাশি আলিপুর ডিভিশনের জন্য 22 কোচ তৈরি রাখা হয়েছে । কোচগুলির মাধ্যমে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য করোনার চিকিৎসা করা যাবে । একটি করে অন্তত 52 জন করোনা সংক্রমিত রোগীর চিকিৎসা করা যেতে পারে । পাশাপাশি থাকবে অক্সিজেনের ব্যবস্থাও । নির্দিষ্ট ইয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে রাখা হবে কোচগুলি । নিয়ম মেনে করা হবে স্যানিটাইজেশন । তবে সেজন্য সংশ্লিষ্ট জেলাকে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ ।

আরও পড়ুন- টুইট করে অক্সিজেন চেয়েছিলেন, যুবকের বিরুদ্ধে মামলা দায়ের যোগীরাজ্য়ে

করোনার প্রথম ধাক্কা থেকে দেশবাসী সামলে ওঠার আগেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । কয়েক সপ্তাহে করোনা সংক্রমণের সংখ্যা দাবানলের মতো বৃদ্ধি পেয়েছে কয়েকগুন । এই পরিস্থিতিতে যদি আগামীদিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই আশঙ্কা করে রাজ্যের পাশে থেকে সহযোগিতার জন্য আগেভাগেই উদ্যোগ নিল রেল । শুভানন চন্দ বলেন, "রেলের তরফে ইতিমধ্যে ওই আইসোলেশন কোচগুলি তৈরি করা হয়েছে । রাজ্য সরকারের অনুরোধ মত নির্দিষ্ট স্টেশনে দেওয়া হবে ।"

রেল কোচ স্য়ানিটাইজ করা হচ্ছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.