ETV Bharat / state

মান্ধাতার আমলের যন্ত্রাংশের জন্যই কি আগুন মেডিকেলে, উঠছে প্রশ্ন - শিলিগুড়ি আগুন

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের CCU ইউনিটে আগুন ৷ আজ ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে ৷ অভিযোগ পুরোনো যন্ত্রপাতি ও দেখভালের অভাবে আজকের এই আগুন ৷

চিকিৎসার যন্ত্রপাতি
author img

By

Published : Sep 27, 2019, 1:03 PM IST

Updated : Sep 27, 2019, 1:15 PM IST

শিলিগুড়ি , 27 সেপ্টেম্বর : পুরোনো যন্ত্রপাতি দিয়েই ধুঁকে ধুঁকে চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের CCU ইউনিটি । উদ্বোধনের পর থেকে আজ অবধি সংস্কার হয়নি ইউনিটটির । যার জেরে স্বাভাবিক কারণেই আজকের এই আগুন । এমনই অভিযোগ তুলে ধরছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকদের একাংশ ৷ যদিও কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ।

2013 সালে হাসপাতালের অ্যাডমিন ব্লকের দোতলায় গড়ে তোলা হয় CCU ইউনিট ৷ ছোট্ট একটি ঘরে 10 টি বেড নিয়ে পথ চলা শুরু ইউনিটটির৷ জানা গেছে , এরপর থেকে আজ অবধি যন্ত্রাংশের কোনও পরিবর্তন হয়নি ।

চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ বলেন, " CCU ইউনিট যতুগৃহে পরিণত হয়েছে । 2013 সালের পর থেকে আজ অবধি ওই ইউনিটটির সংস্কার করা হয়নি । কোথাও বিদ্যুতের তার ঝুলছে তো কোথাও প্লাই খুলে পড়ছে । বেশির ভাগ যন্ত্র অকেজো । এমনই অবস্থার মধ্যে ইউনিটটি চললেও কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই । এখানে বাধ্য হয়েই আমাদের রোগীদের রাখতে হয় । তবে এই ঘটনার পরেও যদি ওই ইউনিটের সংস্কার না করা হয় তবে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে ।

আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিকেলে আগুন, মৃত 1

আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভোর পাঁচটা নাগাদ CCU-তে আগুন । দমবন্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ওই বিভাগে ভরতি থাকা আরও 9 রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । আগুন লাগার সঙ্গে সঙ্গেই ICU-তে থাকা রোগীদের স্থানান্তরিত করার কাজ শুরু হয় । প্রশ্ন উঠছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও ।

দেখুন ভিডিয়ো

শিলিগুড়ি , 27 সেপ্টেম্বর : পুরোনো যন্ত্রপাতি দিয়েই ধুঁকে ধুঁকে চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের CCU ইউনিটি । উদ্বোধনের পর থেকে আজ অবধি সংস্কার হয়নি ইউনিটটির । যার জেরে স্বাভাবিক কারণেই আজকের এই আগুন । এমনই অভিযোগ তুলে ধরছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকদের একাংশ ৷ যদিও কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ।

2013 সালে হাসপাতালের অ্যাডমিন ব্লকের দোতলায় গড়ে তোলা হয় CCU ইউনিট ৷ ছোট্ট একটি ঘরে 10 টি বেড নিয়ে পথ চলা শুরু ইউনিটটির৷ জানা গেছে , এরপর থেকে আজ অবধি যন্ত্রাংশের কোনও পরিবর্তন হয়নি ।

চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ বলেন, " CCU ইউনিট যতুগৃহে পরিণত হয়েছে । 2013 সালের পর থেকে আজ অবধি ওই ইউনিটটির সংস্কার করা হয়নি । কোথাও বিদ্যুতের তার ঝুলছে তো কোথাও প্লাই খুলে পড়ছে । বেশির ভাগ যন্ত্র অকেজো । এমনই অবস্থার মধ্যে ইউনিটটি চললেও কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই । এখানে বাধ্য হয়েই আমাদের রোগীদের রাখতে হয় । তবে এই ঘটনার পরেও যদি ওই ইউনিটের সংস্কার না করা হয় তবে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে ।

আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিকেলে আগুন, মৃত 1

আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভোর পাঁচটা নাগাদ CCU-তে আগুন । দমবন্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ওই বিভাগে ভরতি থাকা আরও 9 রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । আগুন লাগার সঙ্গে সঙ্গেই ICU-তে থাকা রোগীদের স্থানান্তরিত করার কাজ শুরু হয় । প্রশ্ন উঠছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও ।

দেখুন ভিডিয়ো
Intro:

মান্ধাতার আমলের যন্ত্রপাতি, দেখভালের অভাবেই এদিনের অগ্নিকান্ড; মন্তব্য চিকিৎসকদের

শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ মান্ধাতার আমলের যন্ত্রপাতি দিয়েই ধুকে ধুকে চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সিসিইউ ইউনিট। উদ্বোধনের পর থেকে আজ অবধি সংস্কার করা হয়নি ইউনিটটির। স্বাভাবিক কারণেই এদিনের অগ্নিকান্ড। এমনই অভিযোগ তুলে ধরছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের একাংশ৷ যদিও কতৃপক্ষ এবিষয়ে মুখে কুলুপ এঁটে বসেছে।

Body:২০১৩ সালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাডমিন ব্লকের দোতলায় গড়ে তোলা হয় সিসিইউ ইউনিট৷ ছোট্ট একটি ঘরে ১০ বেডের সিসিইউ ইউনিটের পথ চলা শুরু হওয়ার পর যন্ত্রাংশের অত্যাধুনিকিকরণ হয়নি আজ অবধি। অন্যদিকে, যন্ত্রাংশের সংস্কার বা সিসিইউ ইউনিটের অত্যাধুনিকরণ করা হয়নি। যার দরুণ যতুগৃহে পরিণত হয়েছিল ইউনিটটি। এমনই অভিযোগে তোলপাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল।

এবিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ বলেন, সিসিইউ ইউনিট যতুগৃহে পরিণত হয়েছে। ২০১৩ সালের পর থেকে আজ অবধি ওই ইউনিটটি সংস্কার করা হয়নি। কোথাও বিদ্যুতের তার ঝুলছে তো কোথাও প্লাই খুলে পড়ছে। বেশীরভাগ যন্ত্রাংশ অকেজো।এমনই অব্যবস্থার মধ্যে ইউনিটটি চললেও কতৃপক্ষের কোন হেলদোল নেই। ইউনিটটি আতুর ঘর এখন। রোগী সেখান থেকে ফিরে আসবে কি না তা নিয়ে প্রশ্ন আছে। যদিও বাধ্য হয়েই আমাদের রোগীদের রাখতে হয়। তবে এই ঘটনার পরেও যদি ওই ইউনিটের আধুনিকিকরণ না করা হয় তবে আগামীতে আরও বড় দূর্ঘটনা ঘটবে।


Conclusion:এবিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্টুডেন্টস অ্যাফায়ার্সের ডীন সন্দীপ সেনগুপ্ত বলেন, ঘটনা ঘটলে অভিযোগ ওঠেই। তবে, রক্ষণাবেক্ষণ যথাযথ ছিল। তবে ঘটনাটি সঠিক কি হয়েছিল তা রিপোর্টে প্রকাশ হবে।

Last Updated : Sep 27, 2019, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.