ETV Bharat / state

India-Nepal Border Closed: নেপালে নির্বাচন, চারদিনের জন্য বন্ধ থাকবে ইন্দো-নেপাল সীমান্ত

নেপালে সাধারণ নির্বাচনকে মাথায় রেখে বন্ধ করা হচ্ছে ইন্দো-নেপাল সীমান্ত (India-Nepal border) । আগামী 17 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত চারদিনের জন্য বন্ধ থাকবে সীমান্ত । এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা (Indo Nepal Border Will be Closed for four days) ৷

India-Nepal Border Closed
চারদিনের জন্য বন্ধ থাকবে ইন্দো-নেপাল সীমান্ত
author img

By

Published : Nov 15, 2022, 7:43 AM IST

দার্জিলিং, 15 নভেম্বর: চারদিনের জন্য বন্ধ হতে চলেছে ইন্দো-নেপাল সীমান্ত (India-Nepal border) । আগামী 17 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত চারদিনের জন্য বন্ধ করা হচ্ছে ইন্দো-নেপাল সীমান্ত । নেপালে সাধারণ নির্বাচন থাকায় ওই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা (Indo Nepal Border Will be Closed for four days) ৷

ওই কয়েকদিন মূলত শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের পানিটাঙ্কি ও মিরিকের পশুপতি সীমান্ত দিয়ে সাধারণ মানুষের পারাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সশস্ত্র সীমাবল এসএসবি-র তরফ থেকে । মূলত নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা খড়িবাড়িব মিরিক পর্যন্ত প্রায় একশো কিলোমিটার সীমান্ত ভাগ করেছে । নেপালে সাধারণ নির্বাচনের (Elections in Nepal) সময় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা বা দুষ্কৃতী কার্যকলাপ না-ঘটে, সেজন্য নেপাল মন্ত্রকের তরফে ভারত সরকারের কাছে এই আবেদন করা হয়েছে ।

আবেদন মতো 18 নভেম্বর নির্বাচনের আগের দিন অর্থাৎ 17 নভেম্বর থেকে 20 নভেম্বর রাত পর্যন্ত সীমান্ত দিয়ে সম্পূর্ণ পারাপার বন্ধ রাখা হবে । শুধু তাই নয়, নিরাপত্তার স্বার্থে ওই কয়দিনের জন্য সীমান্তে অতিরিক্ত সেনা জওয়ানও মোতায়েন করবে দুই দেশ এমনটাই জানা গিয়েছে ।

আরও পড়ুন: ফের ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার চিনা নাগরিক

এই বিষয়ে এসএসবি-র আইজি (উত্তরবঙ্গ) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "নেপালে নির্বাচনের (Elections in Nepal) জন্য সীমান্ত চারদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে । শুধুমাত্র আপদকালীন চিকিৎসার জন্য যাদের বিশেষ অনুমতি থাকবে তাদেরই পারাপার করার অনুমতি দেওয়া হবে ।"

দার্জিলিং, 15 নভেম্বর: চারদিনের জন্য বন্ধ হতে চলেছে ইন্দো-নেপাল সীমান্ত (India-Nepal border) । আগামী 17 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত চারদিনের জন্য বন্ধ করা হচ্ছে ইন্দো-নেপাল সীমান্ত । নেপালে সাধারণ নির্বাচন থাকায় ওই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা (Indo Nepal Border Will be Closed for four days) ৷

ওই কয়েকদিন মূলত শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের পানিটাঙ্কি ও মিরিকের পশুপতি সীমান্ত দিয়ে সাধারণ মানুষের পারাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সশস্ত্র সীমাবল এসএসবি-র তরফ থেকে । মূলত নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা খড়িবাড়িব মিরিক পর্যন্ত প্রায় একশো কিলোমিটার সীমান্ত ভাগ করেছে । নেপালে সাধারণ নির্বাচনের (Elections in Nepal) সময় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা বা দুষ্কৃতী কার্যকলাপ না-ঘটে, সেজন্য নেপাল মন্ত্রকের তরফে ভারত সরকারের কাছে এই আবেদন করা হয়েছে ।

আবেদন মতো 18 নভেম্বর নির্বাচনের আগের দিন অর্থাৎ 17 নভেম্বর থেকে 20 নভেম্বর রাত পর্যন্ত সীমান্ত দিয়ে সম্পূর্ণ পারাপার বন্ধ রাখা হবে । শুধু তাই নয়, নিরাপত্তার স্বার্থে ওই কয়দিনের জন্য সীমান্তে অতিরিক্ত সেনা জওয়ানও মোতায়েন করবে দুই দেশ এমনটাই জানা গিয়েছে ।

আরও পড়ুন: ফের ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার চিনা নাগরিক

এই বিষয়ে এসএসবি-র আইজি (উত্তরবঙ্গ) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "নেপালে নির্বাচনের (Elections in Nepal) জন্য সীমান্ত চারদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে । শুধুমাত্র আপদকালীন চিকিৎসার জন্য যাদের বিশেষ অনুমতি থাকবে তাদেরই পারাপার করার অনুমতি দেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.