দার্জিলিং, 13 মার্চ : কোরোনা আতঙ্কে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বন্ধ হল বাংলাদেশ সীমান্ত । বিকেলের পর থেকে বিভিন্ন বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে আসতে পারবেন না ভিনদেশি নাগরিকরা । তবে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকেরা সীমান্ত দিয়ে আসতে পারবেন । প্রবেশের সময় তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করা হবে । এদেশে আসা বাংলাদেশি নাগরিকেরা অবশ্য সীমান্ত ব্যবহার করে সড়ক পথে বাংলাদেশে ফিরতে পারবেন ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আজ বিকেল থেকে বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি বাংলাদেশ সীমান্ত । উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা, শিলিগুড়ির ফুলবাড়িসহ ভারত-বাংলাদেশ সীমান্তগুলি দিয়ে এদেশে আসতে পারবেন না ভিনদেশি নাগরিকরা । তবে যেসব ভারতীয় বাংলাদেশের রয়েছেন তারা এই সীমান্তগুলি ব্যবহার করে এদেশে আসতে পারবেন । তবে সীমান্তে বিশেষ স্বাস্থ্যপরীক্ষা হবে তাঁদের। আজ ফুলবাড়ি সীমান্তে গিয়ে দেখা যায় পরিস্থিতির জেরে নানা কাজে এদেশে আসা বাংলাদেশি নাগরিকেরা ফিরে যাচ্ছেন । বাংলাদেশ থেকেও বহু ভারতীয় ফুলবাড়ি হয়ে এদেশে আসেন । তবে আতঙ্কে তাঁরা প্রকাশ্যে কথা বলতে চাননি ।
সীমান্তে BSF-এর তরফে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে । অভিবাসন দপ্তরের কর্মীরাও জানিয়েছেন আজ বিকেলের পর কঠোরভাবে এই সিদ্ধান্ত রূপায়ণ করা হয়েছে ৷