শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর: খুব দ্রুত ভারত-বাংলাদেশের (Indo-Bangladesh Border) অরক্ষিত সীমান্তের (Border Fencing Problem) জট কাটতে চলেছে । কাঁটাতারবিহীন সীমান্তে দ্রুত ফেনসিং লাগানো হবে ৷ পাশাপাশি সীমান্তে জট কাটাতে রাজ্য সরকারের সহযোগিতায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে । শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন সীমান্তরক্ষী বাহিনীর (BSF) উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (BSF IG) রবি গান্ধি (Ravi Gandhi)। সম্প্রতি তিনি উত্তরবঙ্গের আইজির দায়িত্বভার গ্রহণ করেছেন ।
নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে 936 কিলোমিটার ইন্দো-বাংলাদেশ সীমান্ত রয়েছে । নালা, নদী ও জনবসতি এলাকার মধ্যে বিভক্ত রয়েছে সীমান্ত । মোট সীমান্তের মধ্যে 110 কিলোমিটার এলাকা কাঁটাতারবিহীন রয়েছে ।
আরও পড়ুন: Visva-Bharati : হাইকোর্টের নির্দেশে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান সরালো পুলিশ
এ দিন তিনি জানান, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু করেছে । পাঁচটি সীমান্ত এলাকার মধ্যে দিয়ে দুই দেশের যোগাযোগ ও ব্যবসায় সুসম্পর্ক রয়েছে । সীমান্তবর্তী এলাকায় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং তাঁদের সমস্যা সমাধানে বিভিন্ন সংস্থার মাধ্যমে নানারকম সামাজিক উন্নয়নের পদক্ষেপ করা হয়েছে । সীমান্ত এলাকায় অপরাধ বন্ধ করতে নজরদারি বাড়ানো হয়েছে ।
আরও পড়ুন: Covid Vaccination : রাজ্যে শুরু হল গর্ভবতী এবং 12 বছরের নিচের বাচ্চার মায়েদের ভ্যাকসিনেশন
রবি গান্ধি বলেন, ‘‘বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে সবসময়ই আলোচনা করা হয়, যাতে দু'দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে । করোনার অতিমারি মিটলে সীমান্ত এলাকায় জনসংযোগ বৃদ্ধি, মেডিক্যাল সহায়তা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে ।’’ তবে করোনার জেরে বিএসএফের সে ধরনের সমস্যা হয়নি বলে তিনি জানান ।
আরও পড়ুন : Duare Sarkar : দুয়ারে সরকারের শিবিরে অপেরা ও ড্রাগন ডান্স, অভিনব উদ্যোগ কালিম্পং প্রশাসনের
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত ছ'মাসে অভিযান চালিয়ে প্রায় 6 কোটি 33 লক্ষ টাকার 4 হাজার 167টি গবাদি পশু, 79 লক্ষ টাকার ফেনসিডিল, প্রায় 6 কেজি সোনা, 33 কেজি রুপো, 24 কোটির সাপের বিষ, 10টি আগ্নেয়াস্ত্র, 1 কোটি 48 লক্ষ টাকার জাল নোট-সহ 90 জন পাচারকারী ও অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ ।
আরও পড়ুন: Dada ke Bolo : ত্রিপুরায় বিজেপির ‘দাদাকে বলো’, কটাক্ষ তৃণমূলের