ETV Bharat / state

শিলিগুড়িতে একই নম্বর প্লেটের দুটি ট্রাক বাজেয়াপ্ত, গ্রেপ্তার 1

হায়দরপাড়া এলাকায় একই নম্বর প্লেটের দু'টি ট্রাক ভিন্ন জায়গায় থাকার খবর আসে পুলিশের কাছে । সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ট্রাক দুটি বাজেয়াপ্ত করা হয় । ট্রাক দুটিতে একই নম্বর প্লেট লাগানো ছিল । সেক্ষেত্রে দুটি ট্রাকই চুরি হয়েছিল বলে অনুমান পুলিশের ।

author img

By

Published : Jul 9, 2019, 11:17 PM IST

বাজেয়াপ্ত ট্রাক

শিলিগুড়ি, ৯ জুলাই : একই নম্বর প্লেটের দু'টি ট্রাক বাজেয়াপ্ত করল পুলিশ । ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের নাম কৃষ্ণা মণ্ডল । শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি টাউন আউট পোস্টের এলাকার ঘটনা । পুলিশের বিশেষ অভিযানে আজ বিকেলে হায়দরপাড়া এলাকা থেকে উদ্ধার হয় ট্রাক দুটি । ঘটনায় যুক্ত আরও একজনের তল্লাশি চলছে । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

হায়দরপাড়া এলাকায় একই নম্বর প্লেটের দুটি ট্রাক ভিন্ন জায়গায় থাকার খবর আসে পুলিশের কাছে । সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ । বাজেয়াপ্ত করা হয় ট্রাক দুটি । ট্রাক দুটিতে একই নম্বর প্লেট লাগানো ছিল । সেক্ষেত্রে দুটি ট্রাকই চুরি হয়েছিল বলে অনুমান পুলিশের । গাড়ির ইঞ্জিন ও চ্যাচিস নম্বরের ভিত্তিতে ট্রাকগুলির মালিকদের খুঁজতে তৎপর হন তদন্তকারী অফিসাররা । তদন্তের স্বার্থে আগামীকাল পরিবহন বিভাগের সহযোগিতার জন্য আবেদন জানানো হবে ।

এই বিষয়ে, শিলিগুড়ি থানার IC সুদীপ চক্রবর্তী বলেন, "ট্রাক দুটি চুরির কী না এখনই তা বলা মুশকিল । তদন্ত শুরু হয়েছে । আমাদের আশঙ্কা এই ঘটনায় বড় কোনও চক্র সক্রিয় হয়েছে । ধৃতকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে । তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী আমরা ।"

শিলিগুড়ি, ৯ জুলাই : একই নম্বর প্লেটের দু'টি ট্রাক বাজেয়াপ্ত করল পুলিশ । ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের নাম কৃষ্ণা মণ্ডল । শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি টাউন আউট পোস্টের এলাকার ঘটনা । পুলিশের বিশেষ অভিযানে আজ বিকেলে হায়দরপাড়া এলাকা থেকে উদ্ধার হয় ট্রাক দুটি । ঘটনায় যুক্ত আরও একজনের তল্লাশি চলছে । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

হায়দরপাড়া এলাকায় একই নম্বর প্লেটের দুটি ট্রাক ভিন্ন জায়গায় থাকার খবর আসে পুলিশের কাছে । সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ । বাজেয়াপ্ত করা হয় ট্রাক দুটি । ট্রাক দুটিতে একই নম্বর প্লেট লাগানো ছিল । সেক্ষেত্রে দুটি ট্রাকই চুরি হয়েছিল বলে অনুমান পুলিশের । গাড়ির ইঞ্জিন ও চ্যাচিস নম্বরের ভিত্তিতে ট্রাকগুলির মালিকদের খুঁজতে তৎপর হন তদন্তকারী অফিসাররা । তদন্তের স্বার্থে আগামীকাল পরিবহন বিভাগের সহযোগিতার জন্য আবেদন জানানো হবে ।

এই বিষয়ে, শিলিগুড়ি থানার IC সুদীপ চক্রবর্তী বলেন, "ট্রাক দুটি চুরির কী না এখনই তা বলা মুশকিল । তদন্ত শুরু হয়েছে । আমাদের আশঙ্কা এই ঘটনায় বড় কোনও চক্র সক্রিয় হয়েছে । ধৃতকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে । তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী আমরা ।"

Intro:একই নম্বর প্লেটের দুটি ট্রাক বায়েপ্তা শিলিগুড়িতে গ্রেপ্তার এক!

শিলিগুড়ি, ৯ জুলাইঃ শিলিগুড়ি থানার অধীন পানিট্যাঙ্কি টাউন আউট পোস্টের পুলিশের বিশেষ অভিযানে আজ বিকেলে হায়দপাড়ার এলাকা থেকে উদ্ধার হল একই নম্বরের দুটি ট্রাক। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতের নাম কৃষ্ণা মন্ডল। যদিও আরও এক ব্যক্তি পুলিশের উপস্থিতি আঁচ করতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অন্যদিকে, ধৃতকে এদিনই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

পুলিস সূত্রে জানা গিয়েছে, বিশ্বস্ত সূত্র মারফৎ খবর আসে হায়দর পাড়া এলাকায় একই নম্বর প্লেটের দুটি ট্রাক ভিন্ন জায়গায় রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুটি ট্রাক বাজেয়াপ্ত করে পুলিস। ট্রাক দুটিতেই একই নম্বর প্লেট লাগানো রয়েছে। সেক্ষেত্রে দুটি ট্রাকই চুরির ট্রাক বলে আশঙ্কা পুলিসের। সেক্ষেত্রে গাড়ির ইঞ্জিন ও চ্যাচিস নম্বরের ভিত্তিতে গাড়িগুলির মালিকানা খুঁজতে তৎপর হয়েছে তদন্তকারী অফিসারেরা। তদন্তের স্বার্থে পরিবহর দপ্তরের সহযোগীতার জন্য আগামীকাল আবেদন জানানো হবে।

এবিষয়ে, শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী বলেন, ট্রাক দুটি সঠিক চুরির কি না তা বলা মুশকিল এখনই। সেক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে। আমাদের আশঙ্কা এই ঘটনায় বড় কোন চক্র সক্রিয় হয়েছে। সেক্ষেত্রে ধৃতকে জিঞ্জাসাবাদ করে তথ্য পাওয়া যাবে বলেই আশাবাদী আমরা।

Body:.Conclusion:.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.