ETV Bharat / state

কোরোনার পরীক্ষায় সক্ষম উত্তরবঙ্গ মেডিকেলের VRDL ল্যাবরেটরি, অনুমোদন ICMR-এর

এবার থেকে কোরোনা সম্পূর্ণ পরীক্ষার জন্য নাইসেডের উপর নির্ভর করতে হবে না উত্তরবঙ্গ মেডিকেলকে । কারণ ICMR-এর অনুমোদন পেতে চলেছে তাদের VRDL ল্যাবরেটরি । সেখানেই করা যাবে কোরোনা সংক্রান্ত যাবতীয় টেস্ট ।

nbmc
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : Apr 3, 2020, 3:55 PM IST

শিলিগুড়ি, 3 এপ্রিল : ICMR-এর অনুমোদন পেতে চলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের VRDL ল্যাবরেটরি । ফলে এবার থেকে কোরোনার সম্পূর্ণ টেস্ট এখানেই করা যাবে ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে VRDL ল্যাবরেটরি চালু হওয়ার পর শুধু স্ক্রিনিং টেস্ট করা হচ্ছিল । অনুমোদন পাওয়ার পদ্ধতি মেনে এই ল্যাবরেটরিতে পরীক্ষা হওয়া নমুনাগুলির মধ্যে প্রথম 10 টি নাইসেডে পুনরায় খতিয়ে দেখার জন্য পাঠিয়েছিল তারা । VRDL ল্যাবরেটরির মতো নাইসেডেও এই নমুনাগুলির পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । আর তাতেই নিশ্চিত হওয়া যায় যে, কোরোনা সংক্রান্ত যাবতীয় পরীক্ষা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ল্যাবরেটরিতে করা সম্ভব হবে ।

ICMR কর্তারা জানিয়েছেন, VRDL ল্যাবরেটরিকে খুব দ্রুত অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক কর্তা জানান, "প্রাথমিক পরীক্ষায় আমাদের অত্যাধুনিক ওই ল্যাবরেটরি সসম্মানে উত্তীর্ণ হয়েছে । ফলে এবার থেকে আমরাও রোগীর পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে নিজেদের ল্যাবরেটরিতে টেস্ট করে দ্রুত চূড়ান্ত রিপোর্ট দিতে পারব । কোনও রোগীর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়েটিভ এলে তা আমরা দ্রুত রিপোর্ট দিতে পারব । নাইসেডে পুনরায় পাঠাতে হবে না । এর জেরে দ্রুত চিকিৎসার কাজও শুরু করা যাবে ।"

শিলিগুড়ি, 3 এপ্রিল : ICMR-এর অনুমোদন পেতে চলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের VRDL ল্যাবরেটরি । ফলে এবার থেকে কোরোনার সম্পূর্ণ টেস্ট এখানেই করা যাবে ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে VRDL ল্যাবরেটরি চালু হওয়ার পর শুধু স্ক্রিনিং টেস্ট করা হচ্ছিল । অনুমোদন পাওয়ার পদ্ধতি মেনে এই ল্যাবরেটরিতে পরীক্ষা হওয়া নমুনাগুলির মধ্যে প্রথম 10 টি নাইসেডে পুনরায় খতিয়ে দেখার জন্য পাঠিয়েছিল তারা । VRDL ল্যাবরেটরির মতো নাইসেডেও এই নমুনাগুলির পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । আর তাতেই নিশ্চিত হওয়া যায় যে, কোরোনা সংক্রান্ত যাবতীয় পরীক্ষা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ল্যাবরেটরিতে করা সম্ভব হবে ।

ICMR কর্তারা জানিয়েছেন, VRDL ল্যাবরেটরিকে খুব দ্রুত অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক কর্তা জানান, "প্রাথমিক পরীক্ষায় আমাদের অত্যাধুনিক ওই ল্যাবরেটরি সসম্মানে উত্তীর্ণ হয়েছে । ফলে এবার থেকে আমরাও রোগীর পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে নিজেদের ল্যাবরেটরিতে টেস্ট করে দ্রুত চূড়ান্ত রিপোর্ট দিতে পারব । কোনও রোগীর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়েটিভ এলে তা আমরা দ্রুত রিপোর্ট দিতে পারব । নাইসেডে পুনরায় পাঠাতে হবে না । এর জেরে দ্রুত চিকিৎসার কাজও শুরু করা যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.