দার্জিলিং, 10 নভেম্বর: বছরের শেষের দিকে হোটেলকে বুকিংয়ের দিক থেকে টেক্কা দিল হোম স্টে । 20 নভেম্বর পর্যন্ত পাহাড়ের হোম স্টে ও হোটেলগুলির সিংহভাগ বুকিং ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে । তবে হোটেলগুলিতে কিছুটা জায়গা পাওয়া গেলেও হোম স্টেগুলিতে পর্যটকদের জন্য জায়গা পাওয়া বেশ মুশকিল । তবে অন্যান্যবারের তুলনায় এবার বুকিং অনেকটাই কমেছে সিকিমে ।
সম্প্রতি সিকিমে হড়পা বানের জেরে ক্ষতি হয়েছে তাতে সেভাবে আর সিকিমে যেতে চাইছে না পর্যটকরা । তাই এবারের দীপাবলিতে পর্যটকদের মনের পছন্দের জায়গা শৈলরানী দার্জিলিং । দার্জিলিংয়ের পাশাপাশি ঠাসা ভীড় রয়েছে মিরিক, কার্শিয়াং এবং কালিম্পংয়ে । পাহাড়ের সব হোটেলগুলি 20 নভেম্বর পর্যন্ত প্রায় 70 শতাংশ বুকিং হয়ে রয়েছে । আর 80 থেকে 90 শতাংশ বুকিং হয়ে রয়েছে হোম স্টেগুলিতে । তবে 20 নভেম্বরের পর ফের কিছুটা ভীড় হালকা হওয়ার কথা জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা । তবে সিকিমের বুকিং কম হওয়ায় কিছুটা হলেও লোকসান হচ্ছে ট্যুর অপারেটরদের ।
ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর এসোসিয়েসনের সম্পাদক সন্দীপন ঘোষ বলেন, "হোম স্টেগুলিতে ভালো বুকিং রয়েছে । দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে ঠাসা ভীড় রয়েছে । 20 নভেম্বর পর্যন্ত প্রায় সব বুকিং হয়ে গিয়েছে । তারপরে আবার বুকিং কমবে । ডিসেম্বরে ইংরেজি নতুন বছরের জন্য আবার ভালো বুকিং হবে ।"
হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "সিকিমের বুকিং এবছর কমেছে । উত্তর সিকিমে একদমই সেরকম বুকিং নেই । দার্জিলিংয়ের এখন ঠাসা ভীড় রয়েছে । হোটেলগুলিতে এই মুহুর্তে সেরকম জায়গা নেই । হোম স্টেগুলিও ভর্তি রয়েছে ।"
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও মিরিক মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার হোম স্টে রয়েছে । ইতিমধ্যে ইংরেজি নতুন বছরকে সামনে রেখে বুকিং আসতে শুরু করেছে । 20 নভেম্বর থেকে 20 ডিসেম্বর বুকিং কিছুটা হালকা থাকবে । এদিকে উত্তর সিকিমের লাচেন, লাচুং বাদে পশ্চিম, পূর্ব ও দক্ষিণ সিকিম খোলা রয়েছে । সেগুলির জন্য অনায়াসে বুকিং করতে পারবেন পর্যটকরা ৷ তবে হোম স্টেতে জায়গা পেতে হলে আগে থেকে বুকিং করার পরামর্শ রয়েছে ট্যুর অপারেটরদের । 25 নভেম্বর থেকে ঘুম ফেস্টিভ্যাল রয়েছে পাহাড়ে । সেই সময় বুকিং করতে পারলে বাড়তি পাওনা হবে পর্যটকদের ।
আরও পড়ুন: