ETV Bharat / state

Heroin Seized : বহরমপুর ও শিলিগুড়িতে বাজেয়াপ্ত 45 কোটি টাকার হেরোইন - stf raid

45 কোটি টাকার হেরোইন উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল ৷ আজ অভিযান চালিয়ে দক্ষিণবঙ্গের বহরমপুর এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি এলাকা থেকে এই হেরোইনগুলি বাজেয়াপ্ত করা হয় ৷ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷

Heroine rescued from west Bengal
45 কোটি টাকার হেরোইন উদ্ধার রাজ্যে
author img

By

Published : Sep 29, 2021, 10:58 PM IST

শিলিগুড়ি, 29 সেপ্টেম্বর : রাজ্যে আজ স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল অভিযান চালিয়ে 45 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে এসটিএফ। রাজ্যে দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে এসটিএফ। একটি অভিযান চালানো হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এবং আরেকটি অভিযান চালানো হয় শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি এলাকায়।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন ভিন রাজ্যের ও আরেকজন বিদেশি নাগরিক রয়েছেন। প্রথম অভিযানটি চালানো হয় শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকে। অভিযানে অসমের তিনশুকিয়ার বাসিন্দা বিষ্ণু ছেত্রী এবং নেপালের ঝাপার বাসিন্দা বিজয় দাহাল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিজয়ের আবার মণিপুরের ইম্ফলের তরিবাড়িতেও আরও একটি বাড়ি রয়েছে।

আরও পড়ুন: ফের 2 শিশুর মৃত্যু, উত্তরবঙ্গ মেডিক্যালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে 9

দু'জনে প্রথমে মণিপুর থেকে অসম হয়ে রেলপথে ওই পাচারকারীরা শিলিগুড়ি পৌঁছোয়। সেখান থেকে সড়কপথে খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে পৌঁছায় তারা। সেখানে আন্তর্জাতিক সীমান্ত পার হতে গেলে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করে এসটিএফ । ধৃতদের তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় 6.73 কেজি হেরোইন। ওই বিপুল পরিমাণ হেরোইন নেপালে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।

অন্যদিকে, বহরমপুরে আরেকটি অভিযান চালিয়ে প্রায় 2.7 কেজি হেরোইন সহ আরেক পাচারকারীকে গ্রেফতার করে এসটিএফ। পরবর্তী তদন্তের জন্য এদিন ওই পাচারকারীর পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। তবে ওই পাচারকারী বহরমপুরের লালগোলার বাসিন্দা বলে জানিয়েছেন এসটিএফয়ের আধিকারিকরা। জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণ হেরোইন মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছিল। লালগোলা থেকে মজুত করে এরাজ্যের বিভিন্ন জায়গায় তা পাচার করা বা বিক্রির উদ্দেশ্য ছিল পাচারকারীদের।

শিলিগুড়ি, 29 সেপ্টেম্বর : রাজ্যে আজ স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল অভিযান চালিয়ে 45 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে এসটিএফ। রাজ্যে দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে এসটিএফ। একটি অভিযান চালানো হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এবং আরেকটি অভিযান চালানো হয় শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি এলাকায়।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন ভিন রাজ্যের ও আরেকজন বিদেশি নাগরিক রয়েছেন। প্রথম অভিযানটি চালানো হয় শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকে। অভিযানে অসমের তিনশুকিয়ার বাসিন্দা বিষ্ণু ছেত্রী এবং নেপালের ঝাপার বাসিন্দা বিজয় দাহাল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিজয়ের আবার মণিপুরের ইম্ফলের তরিবাড়িতেও আরও একটি বাড়ি রয়েছে।

আরও পড়ুন: ফের 2 শিশুর মৃত্যু, উত্তরবঙ্গ মেডিক্যালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে 9

দু'জনে প্রথমে মণিপুর থেকে অসম হয়ে রেলপথে ওই পাচারকারীরা শিলিগুড়ি পৌঁছোয়। সেখান থেকে সড়কপথে খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে পৌঁছায় তারা। সেখানে আন্তর্জাতিক সীমান্ত পার হতে গেলে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করে এসটিএফ । ধৃতদের তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় 6.73 কেজি হেরোইন। ওই বিপুল পরিমাণ হেরোইন নেপালে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।

অন্যদিকে, বহরমপুরে আরেকটি অভিযান চালিয়ে প্রায় 2.7 কেজি হেরোইন সহ আরেক পাচারকারীকে গ্রেফতার করে এসটিএফ। পরবর্তী তদন্তের জন্য এদিন ওই পাচারকারীর পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। তবে ওই পাচারকারী বহরমপুরের লালগোলার বাসিন্দা বলে জানিয়েছেন এসটিএফয়ের আধিকারিকরা। জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণ হেরোইন মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছিল। লালগোলা থেকে মজুত করে এরাজ্যের বিভিন্ন জায়গায় তা পাচার করা বা বিক্রির উদ্দেশ্য ছিল পাচারকারীদের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.