ETV Bharat / state

Monsoon Hits North Bengal: রাতভর টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়, রাস্তায় ধস

রাতভর টানা বৃষ্টির জেরে পাহাড়ে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় নামল ধস ৷ এর জেরে বিচ্ছিন্ন হয়ে পড়ে সিকিমের সঙ্গে যোগাযোগ ৷ পাশাপাশি জলমগ্ন শিলিগুড়ি ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা ৷

landslide in north bengal
টানা বৃষ্টি
author img

By

Published : Jul 14, 2023, 8:37 PM IST

রাতভর টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়

শিলিগুড়ি/জলপাইগুড়ি, 14 জুলাই: টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় থেকে সমতল । রাতভর বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গ ও সিকিমের জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে । ধসের জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সিকিমের সঙ্গে । ব্যাহত হয়েছে যান চলাচলও । অন্যদিকে, টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি ও জলপাইগুড়ির একাধিক জায়গা জলমগ্ন হয়েছে । বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন । ব্যাপক সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ।

বৃহস্পতিবার রাত থেকে লাগাতার ভারী বৃষ্টিপাত হচ্ছে ৷ যার কারণে পশ্চিমবঙ্গ ও সিকিম সংলগ্ন 10 নম্বর জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটে । পাহাড়ের একটি ধস পরে কালিম্পং জেলার কালিঝোরার কাছে ৷ অন্যটি দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার সেভকে । এছাড়াও 28 মাইলের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । ধসের ফলে ব্যাহত হয় যান চলাচল । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেভক থানা ও কালিম্পং পুলিশ । পাশাপাশি পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল । তারা সড়ক থেকে ধস সরানোর কাজ শুরু করে ।

তবে কালিঝোরায় কয়েক ঘণ্টা বন্ধের পর একমুখি যান চলাচল শুরু করাতে সক্ষম হয়েছে জেলা প্রশাসন । বাকি জায়গায় ধস সরানোর কাজ চলছে । বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন । টানা বৃষ্টির ফলে শিলিগুড়ি ও সংলগ্ন একাধিক এলাকা জলমগ্ন হয়ে পরে। ঠাকুরনগর, আশিঘর, ফকদইবাড়ি, ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, নরেশমোড়-সহ শিলিগুড়ি পৌরনিগমের একাধিক এলাকা জলমগ্ন হয়েছে ।

landslide in north bengal
বৃষ্টির জেরে একাধিক জায়গায় নামল ধস

আরও পড়ুন: অতি বৃষ্টিতে ভাসছে পাহাড়, বিপর্যস্ত জনজীবন

অন্যদিকে ফুঁসজে তিস্তা ও জলঢাকা । তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর । লাগাতার বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি । শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে । বৃহস্পতিবার রাত থেকে পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে জলস্ফীতি হয়েছে তিস্তা, করলা ও জলঢাকা নদীতে । পাশাপাশি বৃষ্টির জলে শহরের বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে পরেছে । এ দিকে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়ায় করলা নদী ফুলে ফেঁপে উঠেছে । ফলে জলপাইগুড়ি শহরের বেশ কিছু এলাকায় করলা নদীর জল ঢুকে গিয়েছে । ফলে বন্যার আশংকা করছে বাসিন্দারা । জলপাইগুড়ি শহরের 1 ও 25 নম্বর ওয়ার্ডের করলা নদীর জল ঢুকে পরেছে ।

গত 24 ঘণ্টায় জলপাইগুড়িতে 132.70 মিলিমিটার বৃষ্টি হয়েছে । যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড । এ দিকে আলিপুরদুয়ার বৃহস্পতিবারের থেকে আজ অনেকটা ভালো পরিস্থিতি ৷ তবে আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জল জমে ছিল ৷ তা এখন নেমে গিয়েছে । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার শহরের নিকাশি নালার সমস্যার জন্যই জল জমে গিয়েছিল বলে মনে করছে স্থানীয়রা । নিকাশি নালা সময় মতো পরিষ্কার না হওয়ার অভিযোগ করেছে তারা ৷

landslide in north bengal
চলছে ধল সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ

আরও পড়ুন: বানভাসি উত্তরবঙ্গ, ঘূর্নাবর্তের হাত ধরে বৃষ্টি বাড়বে দক্ষিণে

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের রাস্তায় জল জমেছে । রাস্তায় ওপর নোংরা আবর্জনার ভাসছে । এ নিয়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে । রাস্তায় জল দাড়িয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে বাসিন্দারা । জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া দফতর সুত্রে খবর, শিলিগুড়িতে 138.2 মিলিমিটার, ঝালং 160.0 মিলিমিটার, বাগরাকোট 145.8 মিলিমিটার, হাসিমারাতে100.0 মিলিমিটার, আলিপুরদুয়ারে 52.40 মিলিমিটার ৷

রাতভর টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়

শিলিগুড়ি/জলপাইগুড়ি, 14 জুলাই: টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় থেকে সমতল । রাতভর বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গ ও সিকিমের জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে । ধসের জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সিকিমের সঙ্গে । ব্যাহত হয়েছে যান চলাচলও । অন্যদিকে, টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি ও জলপাইগুড়ির একাধিক জায়গা জলমগ্ন হয়েছে । বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন । ব্যাপক সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ।

বৃহস্পতিবার রাত থেকে লাগাতার ভারী বৃষ্টিপাত হচ্ছে ৷ যার কারণে পশ্চিমবঙ্গ ও সিকিম সংলগ্ন 10 নম্বর জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটে । পাহাড়ের একটি ধস পরে কালিম্পং জেলার কালিঝোরার কাছে ৷ অন্যটি দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার সেভকে । এছাড়াও 28 মাইলের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । ধসের ফলে ব্যাহত হয় যান চলাচল । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেভক থানা ও কালিম্পং পুলিশ । পাশাপাশি পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল । তারা সড়ক থেকে ধস সরানোর কাজ শুরু করে ।

তবে কালিঝোরায় কয়েক ঘণ্টা বন্ধের পর একমুখি যান চলাচল শুরু করাতে সক্ষম হয়েছে জেলা প্রশাসন । বাকি জায়গায় ধস সরানোর কাজ চলছে । বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন । টানা বৃষ্টির ফলে শিলিগুড়ি ও সংলগ্ন একাধিক এলাকা জলমগ্ন হয়ে পরে। ঠাকুরনগর, আশিঘর, ফকদইবাড়ি, ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, নরেশমোড়-সহ শিলিগুড়ি পৌরনিগমের একাধিক এলাকা জলমগ্ন হয়েছে ।

landslide in north bengal
বৃষ্টির জেরে একাধিক জায়গায় নামল ধস

আরও পড়ুন: অতি বৃষ্টিতে ভাসছে পাহাড়, বিপর্যস্ত জনজীবন

অন্যদিকে ফুঁসজে তিস্তা ও জলঢাকা । তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর । লাগাতার বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি । শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে । বৃহস্পতিবার রাত থেকে পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে জলস্ফীতি হয়েছে তিস্তা, করলা ও জলঢাকা নদীতে । পাশাপাশি বৃষ্টির জলে শহরের বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে পরেছে । এ দিকে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়ায় করলা নদী ফুলে ফেঁপে উঠেছে । ফলে জলপাইগুড়ি শহরের বেশ কিছু এলাকায় করলা নদীর জল ঢুকে গিয়েছে । ফলে বন্যার আশংকা করছে বাসিন্দারা । জলপাইগুড়ি শহরের 1 ও 25 নম্বর ওয়ার্ডের করলা নদীর জল ঢুকে পরেছে ।

গত 24 ঘণ্টায় জলপাইগুড়িতে 132.70 মিলিমিটার বৃষ্টি হয়েছে । যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড । এ দিকে আলিপুরদুয়ার বৃহস্পতিবারের থেকে আজ অনেকটা ভালো পরিস্থিতি ৷ তবে আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জল জমে ছিল ৷ তা এখন নেমে গিয়েছে । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার শহরের নিকাশি নালার সমস্যার জন্যই জল জমে গিয়েছিল বলে মনে করছে স্থানীয়রা । নিকাশি নালা সময় মতো পরিষ্কার না হওয়ার অভিযোগ করেছে তারা ৷

landslide in north bengal
চলছে ধল সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ

আরও পড়ুন: বানভাসি উত্তরবঙ্গ, ঘূর্নাবর্তের হাত ধরে বৃষ্টি বাড়বে দক্ষিণে

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের রাস্তায় জল জমেছে । রাস্তায় ওপর নোংরা আবর্জনার ভাসছে । এ নিয়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে । রাস্তায় জল দাড়িয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে বাসিন্দারা । জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া দফতর সুত্রে খবর, শিলিগুড়িতে 138.2 মিলিমিটার, ঝালং 160.0 মিলিমিটার, বাগরাকোট 145.8 মিলিমিটার, হাসিমারাতে100.0 মিলিমিটার, আলিপুরদুয়ারে 52.40 মিলিমিটার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.