ETV Bharat / state

Jagdeep Dhankhar on HMC Amendment Bill : সরকারের জবাবের অপেক্ষায় রয়েছেন, হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে মন্তব্য রাজ্যপালের

হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021 নিয়ে ফের একবার নিজের বক্তব্য পেশ করলেন রাজ্যপাল ৷ জানালেন, তিনি হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ স্বাক্ষর করেননি (Have not Signed Howrah Civic Body Amendment Bill) ৷ বিল সংক্রান্ত তথ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের জবাবের অপেক্ষায় রয়েছেন বলে ফের একবার জানালেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Waiting for Inputs from Mamata government) ৷ বর্তমানে তিনি সস্ত্রীক তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন ৷ সেখানেই একথা জানান রাজ্যপাল ৷

Have not Signed Howrah Civic Body Amendment Bill
Have not Signed Howrah Civic Body Amendment Bill
author img

By

Published : Dec 27, 2021, 10:06 AM IST

Updated : Dec 27, 2021, 11:50 AM IST

কলকাতা, 27 ডিসেম্বর : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021 নিয়ে ফের একবার নিজের বক্তব্য পেশ করলেন রাজ্যপাল ৷ জানালেন, তিনি হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ স্বাক্ষর করেননি (Have not Signed Howrah Civic Body Amendment Bill) ৷ বিল সংক্রান্ত তথ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের জবাবের অপেক্ষায় রয়েছেন বলে ফের একবার জানালেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Waiting for Inputs from Mamata government) ৷ তবে, হাওড়া পৌরনিগমের 66টি ওয়ার্ডে নির্বাচন করার ক্ষেত্রে কোনও বাধা নেই বলে জানিয়েছেন ধনকড় ৷ বর্তমানে তিনি সস্ত্রীক তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন ৷

আজ উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে ফের একবার হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলার পাশাপাশি একটি টুইট করে রাজভবনের তরফে জানানো হয়, ‘‘মমতা সরকারের তরফে তথ্য না আসায় হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021 রাজ্যপালের বিবেচনাধীন রয়েছে ৷ হাওড়া পৌরনিগম থেকে আলাদা করে বালি পৌরসভা গঠনের প্রস্তাব কখনই রাজ্যপালের বিবেচনার জন্য পাঠানো হয়নি ৷ তবে, 2015 সালের মতো হাওড়া পৌরনিগমের 66টি ওয়ার্ডে রাজ্য নির্বাচন কমিশন ভোট করাতে পারবে (State Election Commission Can Hold Howrah Municipal Corporation Election) ৷’’

  • Howrah Municipal Corporation (Amendment) Bill, 2021 is pending consideration by WB Governor as inputs @MamataOfficial are awaited.

    Proposal to separate Bally Municipality from HMC was never sent for consideration of Governor.

    SEC can hold HMC polls with 66 wards as in 2015. pic.twitter.com/ayh8eiSuCd

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : HMC (Amendment) Bill : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল বিবেচনাধীন, বিভ্রান্তি দূর করে জানালেন রাজ্যপাল

সম্প্রতি কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল জানিয়ে ছিলেন, পৃথক বালি পৌরসভা তৈরির জন্য হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ রাজ্যপাল স্বাক্ষর করেছেন ৷ আদালতে সরকারের এই দাবির পরেই রাজ্যের বিরোধীদল বিজেপি ময়দানে নামে ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে এর সত্যতা যাচাই করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যার পর রাজ্যপাল নিজে বেশ কয়েকবার টুইটে এবং সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছেন, তিনি হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ স্বাক্ষর করেননি ৷

কলকাতা, 27 ডিসেম্বর : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021 নিয়ে ফের একবার নিজের বক্তব্য পেশ করলেন রাজ্যপাল ৷ জানালেন, তিনি হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ স্বাক্ষর করেননি (Have not Signed Howrah Civic Body Amendment Bill) ৷ বিল সংক্রান্ত তথ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের জবাবের অপেক্ষায় রয়েছেন বলে ফের একবার জানালেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Waiting for Inputs from Mamata government) ৷ তবে, হাওড়া পৌরনিগমের 66টি ওয়ার্ডে নির্বাচন করার ক্ষেত্রে কোনও বাধা নেই বলে জানিয়েছেন ধনকড় ৷ বর্তমানে তিনি সস্ত্রীক তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন ৷

আজ উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে ফের একবার হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলার পাশাপাশি একটি টুইট করে রাজভবনের তরফে জানানো হয়, ‘‘মমতা সরকারের তরফে তথ্য না আসায় হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021 রাজ্যপালের বিবেচনাধীন রয়েছে ৷ হাওড়া পৌরনিগম থেকে আলাদা করে বালি পৌরসভা গঠনের প্রস্তাব কখনই রাজ্যপালের বিবেচনার জন্য পাঠানো হয়নি ৷ তবে, 2015 সালের মতো হাওড়া পৌরনিগমের 66টি ওয়ার্ডে রাজ্য নির্বাচন কমিশন ভোট করাতে পারবে (State Election Commission Can Hold Howrah Municipal Corporation Election) ৷’’

  • Howrah Municipal Corporation (Amendment) Bill, 2021 is pending consideration by WB Governor as inputs @MamataOfficial are awaited.

    Proposal to separate Bally Municipality from HMC was never sent for consideration of Governor.

    SEC can hold HMC polls with 66 wards as in 2015. pic.twitter.com/ayh8eiSuCd

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : HMC (Amendment) Bill : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল বিবেচনাধীন, বিভ্রান্তি দূর করে জানালেন রাজ্যপাল

সম্প্রতি কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল জানিয়ে ছিলেন, পৃথক বালি পৌরসভা তৈরির জন্য হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ রাজ্যপাল স্বাক্ষর করেছেন ৷ আদালতে সরকারের এই দাবির পরেই রাজ্যের বিরোধীদল বিজেপি ময়দানে নামে ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে এর সত্যতা যাচাই করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যার পর রাজ্যপাল নিজে বেশ কয়েকবার টুইটে এবং সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছেন, তিনি হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ স্বাক্ষর করেননি ৷

Last Updated : Dec 27, 2021, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.