ETV Bharat / state

GTA Election Result 2022: 27 আসনে জিতে জিটিএ-তে বিজিপিএম, শিলিগুড়ির গ্রাম পঞ্চায়েতে সবুজ-ঝড়

জিটিএ নির্বাচনে জয়ী (GTA Election Result 2022) অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ 27 আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথম নির্বাচিত দল হিসাবে জিটিএ-তে গেল অনিক থাপার দল ৷ সোনাদা সমষ্টি থেকে অনিত থাপা নিজেও জয়লাভ করেছেন ৷ অন্যদিকে, তৃণমূল প্রার্থী বিনয় তামাং ডালি ব্লুমফিল্ড সমষ্টি থেকে জিতেছেন (TMC opens account in Darjeeling)৷

gta-election-result-2022-tmc-opens-account-in-darjeeling
gta-election-result-2022-tmc-opens-account-in-darjeeling
author img

By

Published : Jun 29, 2022, 11:40 AM IST

Updated : Jun 29, 2022, 3:56 PM IST

দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং, 29 জুন: জিটিএ-র প্রথম নির্বাচনে জয়ী অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ 27 আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় জিটিএ-র দখল নিল তারা ৷ সোনাদা সমষ্টি থেকে জয়ী হয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা (Win for BGPM Anit Thapa) ৷ অন্যদিকে, প্রথমবার জিটিএ-তে তৃণমূলের কোনও প্রতিনিধি গেলেন ৷ এ দিন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেও শাসকদল দলের জয়জয়কার দেখা গেল ৷ 22টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 19টি জিতেছে তৃণমূল ৷ আর গ্রাম পঞ্চায়েত সংসদেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ঘাসফুল শিবির (TMC Wins SMP Gram Panchayet Sansad Election) ৷

শাসকদল বাদে শুরু থেকেই জিটিএ নির্বাচনের বিরোধিতা করে এসেছে গোর্খা জনমুক্তি মোর্চা, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, জিএনএলএফ এবং হামরোর মতো পাহাড়ের রাজনৈতিক দলগুলি ৷ বিরোধী দল বিজেপিও সেই বিরোধিতায় সামিল হয়েছিল ৷ এ নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেও তেমন কোনও ফল হয়নি ৷ তার পরে কার্যত বাধ্য হয়েই নির্বাচনে সামিল হয় গোর্খা জনমুক্তি মোর্চা, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, জিএনএলএফ সহ অন্যান্য দলগুলি ৷ আর সেই লড়াইয়ে শেষ হাসি হাসলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ৷ যিনি পাহাড়ে বিমল গুরুং ফেরার পর গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম তৈরি করেন ৷

অন্যদিকে, প্রথমবারের জিটিএ নির্বাচনেই পাহাড়ে ফুটল ঘাসফুল ৷ জিটিএ নির্বাচনে (GTA Election Result 2022) ডালি ব্লুমফিল্ড সমষ্টি থেকে জিতলেন তৃণমূলের বিনয় তামাং (TMC Binay Tamang) ৷ কালিম্পং 35 নম্বর সমষ্টি থেকে জয়লাভ করেছেন তৃণমূলের সুমন গুরুং ৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী অনোশ থাপা জয়লাভ করেছেন ৷ রিম্বিকেও জিতেছে অনিত থাপার দল ৷ অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বামেদের ৷ এই মুহূর্তে মহকুমা পরিষদের নির্বাচনে শাসক শিবির অনেকটাই এগিয়ে রয়েছে ৷

জিটিএ-তে খাতা খুলল তৃণমূল, এগিয়ে

জিটিএ নির্বাচনে জয়ী হয়েছেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড ৷ তিনি দার্জিলিং সদর আসনে লড়েছিলেন ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত জিটিএ-র 45টি আসনের মধ্যে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 27টি, হামরো পার্টি 8টি, তৃণমূল কংগ্রেস 5টি এবং পাঁচটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন (TMC opens account in Darjeeling)৷

আরও পড়ুন: Chandannagar Corporation Election 2022: চন্দননগরের 17 নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়

অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের 22টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 19টি আসনে তৃণমূল জিতেছে (TMC Wins SMP Gram Panchayet Election) ৷ বাকি 3টি আসনে ফলাফল ত্রিশঙ্কু হয়েছে ৷ আর 22টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 462টি গ্রাম সংসদের মধ্যে 320টি আসন জিতেছে তৃণমূল ৷ বিজেপি পেয়েছে 86টি আসন, সিপিআইএম 15টি, কংগ্রেস 21টি এবং নির্দল 20টি আসনে জিতেছে ৷

দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং, 29 জুন: জিটিএ-র প্রথম নির্বাচনে জয়ী অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ 27 আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় জিটিএ-র দখল নিল তারা ৷ সোনাদা সমষ্টি থেকে জয়ী হয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা (Win for BGPM Anit Thapa) ৷ অন্যদিকে, প্রথমবার জিটিএ-তে তৃণমূলের কোনও প্রতিনিধি গেলেন ৷ এ দিন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেও শাসকদল দলের জয়জয়কার দেখা গেল ৷ 22টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 19টি জিতেছে তৃণমূল ৷ আর গ্রাম পঞ্চায়েত সংসদেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ঘাসফুল শিবির (TMC Wins SMP Gram Panchayet Sansad Election) ৷

শাসকদল বাদে শুরু থেকেই জিটিএ নির্বাচনের বিরোধিতা করে এসেছে গোর্খা জনমুক্তি মোর্চা, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, জিএনএলএফ এবং হামরোর মতো পাহাড়ের রাজনৈতিক দলগুলি ৷ বিরোধী দল বিজেপিও সেই বিরোধিতায় সামিল হয়েছিল ৷ এ নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেও তেমন কোনও ফল হয়নি ৷ তার পরে কার্যত বাধ্য হয়েই নির্বাচনে সামিল হয় গোর্খা জনমুক্তি মোর্চা, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, জিএনএলএফ সহ অন্যান্য দলগুলি ৷ আর সেই লড়াইয়ে শেষ হাসি হাসলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ৷ যিনি পাহাড়ে বিমল গুরুং ফেরার পর গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম তৈরি করেন ৷

অন্যদিকে, প্রথমবারের জিটিএ নির্বাচনেই পাহাড়ে ফুটল ঘাসফুল ৷ জিটিএ নির্বাচনে (GTA Election Result 2022) ডালি ব্লুমফিল্ড সমষ্টি থেকে জিতলেন তৃণমূলের বিনয় তামাং (TMC Binay Tamang) ৷ কালিম্পং 35 নম্বর সমষ্টি থেকে জয়লাভ করেছেন তৃণমূলের সুমন গুরুং ৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী অনোশ থাপা জয়লাভ করেছেন ৷ রিম্বিকেও জিতেছে অনিত থাপার দল ৷ অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বামেদের ৷ এই মুহূর্তে মহকুমা পরিষদের নির্বাচনে শাসক শিবির অনেকটাই এগিয়ে রয়েছে ৷

জিটিএ-তে খাতা খুলল তৃণমূল, এগিয়ে

জিটিএ নির্বাচনে জয়ী হয়েছেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড ৷ তিনি দার্জিলিং সদর আসনে লড়েছিলেন ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত জিটিএ-র 45টি আসনের মধ্যে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 27টি, হামরো পার্টি 8টি, তৃণমূল কংগ্রেস 5টি এবং পাঁচটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন (TMC opens account in Darjeeling)৷

আরও পড়ুন: Chandannagar Corporation Election 2022: চন্দননগরের 17 নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়

অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের 22টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 19টি আসনে তৃণমূল জিতেছে (TMC Wins SMP Gram Panchayet Election) ৷ বাকি 3টি আসনে ফলাফল ত্রিশঙ্কু হয়েছে ৷ আর 22টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 462টি গ্রাম সংসদের মধ্যে 320টি আসন জিতেছে তৃণমূল ৷ বিজেপি পেয়েছে 86টি আসন, সিপিআইএম 15টি, কংগ্রেস 21টি এবং নির্দল 20টি আসনে জিতেছে ৷

Last Updated : Jun 29, 2022, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.