ETV Bharat / state

Jagdeep Dhankhar on Councillors murder: কাউন্সিলর-আনিশ হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যকে বিঁধলেন রাজ্যপাল

author img

By

Published : Mar 16, 2022, 2:04 PM IST

কাউন্সিলারের খুন ও আনিশ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar on Councillors murder)।

Governor Jagdeep Dhankhar criticizes State govt over Councillor and Anish Khan's murder
কাউন্সিলর-আনিস হত্যাকাণ্ডে ফের আইনশৃঙ্খলা নিয়ে বিঁধলেন রাজ্যপাল

শিলিগুড়ি, 16 মার্চ: রাজ্যে কাউন্সিলার হত্যা ও আনিশ হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar on Councillors murder)। পানিহাটি ও ঝালদায় কাউন্সিলার খুনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তিনি ।

বুধবার 6 দিনের উত্তরবঙ্গ সফরের জন্য কলকাতা থেকে বিমানে সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকড় । বিমানবন্দর থেকে সোজা আলিপুরদুয়ারের হলংয়ের উদ্দেশে সড়কপথে রওনা দেন তিনি । আজ ও বৃহস্পতিবার সেখানেই থাকবেন রাজ্যপাল । সেখান থেকে সরাসরি কার্শিয়াং হয়ে দার্জিলিঙের রাজভবনে যাবেন ধনকড় ।

এ দিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar criticizes State govt) বলেন, "গণতন্ত্রের কোথাও রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই । রাজনৈতিক প্রতিহিংসা গণতন্ত্রের জন্য অপমান । নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে যদি হিংসা হয়ে থাকে, আর তাতে যদি রাজনৈতিক ইন্ধন বা প্ররোচনা থাকে, তাহলে তা গণতন্ত্রের মূল্যকে ধ্বংস করে এবং মানবাধিকারকে লঙ্ঘন করে ।"

আরও পড়ুন: Dhankhar Letter to WBLA Speaker : বিধানসভায় গোলমাল নিয়ে অধ্যক্ষকে দেখা করতে বললেন রাজ্যপাল

রাজনৈতিক হিংসা প্রসঙ্গে তিনি আরও বলেন, "অনেক রাজনৈতিক দল আমার কাছে এসেছিল । দু'জন জনপ্রতিনিধি এবং আনিশ খানের মৃত্যু নিয়ে তারা আমার কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেছে । আমি কলকাতায় ফিরলে আশা করব রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি আমায় সব জানাবেন । পাঁচটি রাজ্যে নির্বাচন হয়েছে । সে সব জায়গায় খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে । কোনও হিংসা ছাড়াই সেখানে নির্বাচন হয়েছে । নির্বাচনের সময় বা নির্বাচনের পর কোনও হিংসা হয়নি । রাজ্যের প্রত্যেকটি মানুষ শান্তি চায় । এই ধরনের রাজনৈতিক হিংসা সমাজ থেকে দ্রুত শেষ হোক ।"

উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল

অন্যদিকে, এ দিন রাজ্যপালের কথায় উঠে আসে পরিচালক বিবেক অগ্নিহোত্রির 'কাশ্মীর ফাইলস'-এর কথা ৷ ওই ফিল্ম নিয়ে তিনি বলেন, "আমিও আপনাদের মতো কাশ্মীর ফাইলস দেখার অপেক্ষায় রয়েছি । সেই সময় মন্ত্রিসভার সদস্য ছিলাম । একজন সাংসদ ছিলাম । আমি তখন কাশ্মীরও গিয়েছিলাম । সত্যটা বার সামনে সঠিক তথ্য দিয়ে বেরিয়ে এসেছে । আমাদের সবার তা জানা উচিত এবং গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত ৷ 370 ধারা অবলুপ্ত করায় কাশ্মীরে অনেক পরিবর্তন এসেছে । কাশ্মীর ছন্দে ফিরছে । যা আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সাহায্য করবে ।"

আরও পড়ুন : Mamata-Dhankhar Meeting : রাজ্যপালকে ধন্যবাদ জানাতে রাজভবনে মমতা, অধিবেশনের উত্তাপ নিয়ে জারি চাপানউতোর

শিলিগুড়ি, 16 মার্চ: রাজ্যে কাউন্সিলার হত্যা ও আনিশ হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar on Councillors murder)। পানিহাটি ও ঝালদায় কাউন্সিলার খুনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তিনি ।

বুধবার 6 দিনের উত্তরবঙ্গ সফরের জন্য কলকাতা থেকে বিমানে সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকড় । বিমানবন্দর থেকে সোজা আলিপুরদুয়ারের হলংয়ের উদ্দেশে সড়কপথে রওনা দেন তিনি । আজ ও বৃহস্পতিবার সেখানেই থাকবেন রাজ্যপাল । সেখান থেকে সরাসরি কার্শিয়াং হয়ে দার্জিলিঙের রাজভবনে যাবেন ধনকড় ।

এ দিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar criticizes State govt) বলেন, "গণতন্ত্রের কোথাও রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই । রাজনৈতিক প্রতিহিংসা গণতন্ত্রের জন্য অপমান । নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে যদি হিংসা হয়ে থাকে, আর তাতে যদি রাজনৈতিক ইন্ধন বা প্ররোচনা থাকে, তাহলে তা গণতন্ত্রের মূল্যকে ধ্বংস করে এবং মানবাধিকারকে লঙ্ঘন করে ।"

আরও পড়ুন: Dhankhar Letter to WBLA Speaker : বিধানসভায় গোলমাল নিয়ে অধ্যক্ষকে দেখা করতে বললেন রাজ্যপাল

রাজনৈতিক হিংসা প্রসঙ্গে তিনি আরও বলেন, "অনেক রাজনৈতিক দল আমার কাছে এসেছিল । দু'জন জনপ্রতিনিধি এবং আনিশ খানের মৃত্যু নিয়ে তারা আমার কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেছে । আমি কলকাতায় ফিরলে আশা করব রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি আমায় সব জানাবেন । পাঁচটি রাজ্যে নির্বাচন হয়েছে । সে সব জায়গায় খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে । কোনও হিংসা ছাড়াই সেখানে নির্বাচন হয়েছে । নির্বাচনের সময় বা নির্বাচনের পর কোনও হিংসা হয়নি । রাজ্যের প্রত্যেকটি মানুষ শান্তি চায় । এই ধরনের রাজনৈতিক হিংসা সমাজ থেকে দ্রুত শেষ হোক ।"

উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল

অন্যদিকে, এ দিন রাজ্যপালের কথায় উঠে আসে পরিচালক বিবেক অগ্নিহোত্রির 'কাশ্মীর ফাইলস'-এর কথা ৷ ওই ফিল্ম নিয়ে তিনি বলেন, "আমিও আপনাদের মতো কাশ্মীর ফাইলস দেখার অপেক্ষায় রয়েছি । সেই সময় মন্ত্রিসভার সদস্য ছিলাম । একজন সাংসদ ছিলাম । আমি তখন কাশ্মীরও গিয়েছিলাম । সত্যটা বার সামনে সঠিক তথ্য দিয়ে বেরিয়ে এসেছে । আমাদের সবার তা জানা উচিত এবং গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত ৷ 370 ধারা অবলুপ্ত করায় কাশ্মীরে অনেক পরিবর্তন এসেছে । কাশ্মীর ছন্দে ফিরছে । যা আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সাহায্য করবে ।"

আরও পড়ুন : Mamata-Dhankhar Meeting : রাজ্যপালকে ধন্যবাদ জানাতে রাজভবনে মমতা, অধিবেশনের উত্তাপ নিয়ে জারি চাপানউতোর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.