শিলিগুড়ি, 1 এপ্রিল: "হাওড়ার শিবপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ পুলিশ সর্বক্ষণ নজর রাখছে ৷ ঘটনার পর রাজভবনের তরফে একটি আলাদা নজরদারি সেল তৈরি করা হয়েছে ৷ সেই সেলও সর্বক্ষণ খোঁজখবর রাখছে ৷ এলাকা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ৷ দোকানপাটও খুলতে শুরু করেছে ৷ প্রয়োজনে যথাযথ পদক্ষেপ করা হবে ৷ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে ৷" গত বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে রামনবমীর শোভাযাত্রা কেন্দ্র করে যে অশান্তি ছড়িয়েছিল, সেই প্রসঙ্গে শনিবার এই মন্তব্যগুলি করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ জি20 বৈঠকে যোগ দিতে এদিন সস্ত্রীক বাগডোগরা পৌঁছন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিবপুরের ঘটনা নিয়ে কার্যত স্বস্তির সুরই শোনা যায় তাঁর গলায় ৷
এদিন সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছন রাজ্যপাল ও তাঁর স্ত্রী ৷ সেখান থেকে সড়কপথে দার্জিলিং রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা ৷ জি20 বৈঠকের আওতায় সেখানেই বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যপাল ৷
এদিকে, শনিবার সকাল থেকেই বাগডোগরা বিমানবন্দরে ছিল উৎসবের মেজাজ ৷ বিভিন্ন দেশ থেকে অতিথিরা এখানে পৌঁছন ৷ তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অতিথিদের বিমানবন্দর থেকে সড়কপথে সুকনার আভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয় ৷ শিলিগুড়িতে থাকাকালীন এই হোটেলেই বিশ্রাম ও রাত্রিবাস করবেন তাঁরা ৷
অন্যদিকে, এদিনই বিকেলে (শনিবার) বিদেশি প্রতিনিধিরা কার্শিয়াংয়ের উদ্দেশে রওনা দেবেন ৷ কার্শিয়াংয়ের মকাইবাড়ি চা বাগান ও কারখানা ঘুরে দেখবেন তাঁরা ৷ এর পাশাপাশি, কার্শিয়াঙের একটি রিসর্টে 'অ্যাডভেঞ্চার ট্যুরিজম' নিয়ে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করবেন তাঁরা ৷ সেখানে তাঁদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ শনিবার রাতে ফের শিলিগুড়ি ফিরবেন জি20 বৈঠকে যোগ দিতে আসা বিদেশি প্রতিনিধিরা ৷
রবিবার (2 এপ্রিল, 2023) সুকনার টি রিসর্টে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বারলা ও পর্যটন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বিদেশি অতিথিরা ৷ গ্রিন ট্যুরিজম, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প, চা শিল্প প্রভৃতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে ৷ এই বৈঠকের পর রবিবারই দার্জিলিং যাবেন বিদেশি প্রতিনিধিরা ৷
আরও পড়ুন: হাওড়ায় ফিরল ইন্টারনেট পরিষেবা, অশান্তির ঘটনার কেস ডায়েরি নিল সিআইডি
সোমবারও (3 এপ্রিল, 2023) দিনভর দার্জিলিঙে থাকবেন অতিথিরা ৷ ঘুম রেল স্টেশন থেকে বাতাসিয়া লুপ-সহ অন্য়ান্য জায়গা টয়ট্রেনে ঘুরবেন ৷ ওই দিনই রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ করবেন তাঁরা ৷ তাঁদের জন্য বিশেষ লোকসঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে ৷ পাহাড়ের বিভিন্ন জনজাতির তৈরি হস্তশিল্পের স্টল ঘুরে দেখবেন তাঁরা ৷ সোমবার সন্ধ্যায় তাঁরা ফের শিলিগুড়ি ফিরবেন ৷ বিদেশি প্রতিনিধিরা শিলিগুড়ি থেকে সরাসরি দিল্লি রওনা দেবেন আগামী মঙ্গলবার (4 এপ্রিল, 2023) ৷