ETV Bharat / state

SJDA Chairman Controversy: একই দিনে এসজেডিএ চেয়ারম্যান নিয়ে দু’বার বিজ্ঞপ্তি, কয়েক ঘণ্টার মধ্য়ে পদে ফিরলেন অপসারিত সৌরভ - সৌরভ চক্রবর্তী

শুক্রবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে গৌতম দেবকে করা হয় ৷ কয়েক ঘণ্টা পর ফের বদলে যায় সেই বিজ্ঞপ্তি ৷ আবার এসজেডিএ-র চেয়ারম্যান পদে ফেরানো হয় সৌরভকে ৷

SJDA Chairman Controversy
SJDA Chairman Controversy
author img

By

Published : Apr 28, 2023, 7:03 PM IST

এসজেডিএ-র চেয়ারম্যান পদে রদবদল নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বক্তব্য

শিলিগুড়ি, 28 এপ্রিল: কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল রাজ্যের । শুক্রবার সকালে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় সৌরভ চক্রবর্তীকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বা এসজেডিএ এর চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে । তাঁর জায়গায় চেয়ারম্যান করা হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ।

কিন্তু কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই পূর্বের সিদ্ধান্ত বাতিল করে ফের নির্দেশিকা জারি করে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর ৷ নয়া নির্দেশিকায় সৌরভ চক্রবর্তীকে এসজেডিএ চেয়ারম্যান হিসেবে বহাল রাখার কথা জানানো হয় ৷ আর ওই সিদ্ধান্ত বদলের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে ৷ রাজনৈতিক মহলের মতে, প্রশাসন ও শাসক দলের শীর্ষস্তরের দুই নেতার টানাপোড়েনেই এই ঘটনা ঘটল ৷

প্রসঙ্গত, শুক্রবার সকাল 11টা নাগাদ পৌর ও নগরোন্নয়ন দফতরের তরফে নির্দেশিকা জারি করে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে এসজেডিএর চেয়ারম্যান গৌতম দেবকে করার কথা জানানো হয় । শুধু তাই নয় । সৌরভ চক্রবর্তীকে চেয়ারম্যান থেকে সরিয়ে এসজেডিএর ভাইস চেয়ারম্যান করা হয় । অপসারণ করা হয় ভাইস চেয়ারম্যান পদে থাকা দিলীপ দুগগরকে ৷ কিন্তু কয়েক ঘণ্টা বাদেই নতুন নির্দেশিকা জারি করে পূর্বের জারি করা নির্দেশিকা বাতিল করে দেওয়া হয় । আর তারপরে আরও বেশি জলঘোলা হতে শুরু করে রাজনৈতিক মহলে ।

রাজনৈতিকমহলের মতে, এই সিদ্ধান্ত প্রশাসনিক হলেও শাসক দলের অন্দরে এর প্রভাব পড়ে ৷ গৌতম ও সৌরভের মধ্যে প্রকাশ্য়ে বিরোধ না হলেও বয়সের নিরিখে একজন দলের বর্ষীয়ান নেতা, তো অপরজন যুবনেতা ৷ ফলে তৃণমূলের দুই প্রজন্মের লড়াইয়ে জেরেই একই দিনে দু’বার বদল করতে হল নির্দেশিকা ৷ যদিও ওই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি সৌরভ চক্রবর্তী । গৌতম দেব বলেন, "সকালে জানতে পেরেছিলাম আমাকে চেয়ারম্যান করা হয়েছে । পরে জানতে পারি সেটা স্থগিত করা হয়েছে ।"

আরও পড়ুন: দার্জিলিংয়ের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে 222 কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

এসজেডিএ-র চেয়ারম্যান পদে রদবদল নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বক্তব্য

শিলিগুড়ি, 28 এপ্রিল: কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল রাজ্যের । শুক্রবার সকালে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় সৌরভ চক্রবর্তীকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বা এসজেডিএ এর চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে । তাঁর জায়গায় চেয়ারম্যান করা হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ।

কিন্তু কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই পূর্বের সিদ্ধান্ত বাতিল করে ফের নির্দেশিকা জারি করে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর ৷ নয়া নির্দেশিকায় সৌরভ চক্রবর্তীকে এসজেডিএ চেয়ারম্যান হিসেবে বহাল রাখার কথা জানানো হয় ৷ আর ওই সিদ্ধান্ত বদলের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে ৷ রাজনৈতিক মহলের মতে, প্রশাসন ও শাসক দলের শীর্ষস্তরের দুই নেতার টানাপোড়েনেই এই ঘটনা ঘটল ৷

প্রসঙ্গত, শুক্রবার সকাল 11টা নাগাদ পৌর ও নগরোন্নয়ন দফতরের তরফে নির্দেশিকা জারি করে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে এসজেডিএর চেয়ারম্যান গৌতম দেবকে করার কথা জানানো হয় । শুধু তাই নয় । সৌরভ চক্রবর্তীকে চেয়ারম্যান থেকে সরিয়ে এসজেডিএর ভাইস চেয়ারম্যান করা হয় । অপসারণ করা হয় ভাইস চেয়ারম্যান পদে থাকা দিলীপ দুগগরকে ৷ কিন্তু কয়েক ঘণ্টা বাদেই নতুন নির্দেশিকা জারি করে পূর্বের জারি করা নির্দেশিকা বাতিল করে দেওয়া হয় । আর তারপরে আরও বেশি জলঘোলা হতে শুরু করে রাজনৈতিক মহলে ।

রাজনৈতিকমহলের মতে, এই সিদ্ধান্ত প্রশাসনিক হলেও শাসক দলের অন্দরে এর প্রভাব পড়ে ৷ গৌতম ও সৌরভের মধ্যে প্রকাশ্য়ে বিরোধ না হলেও বয়সের নিরিখে একজন দলের বর্ষীয়ান নেতা, তো অপরজন যুবনেতা ৷ ফলে তৃণমূলের দুই প্রজন্মের লড়াইয়ে জেরেই একই দিনে দু’বার বদল করতে হল নির্দেশিকা ৷ যদিও ওই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি সৌরভ চক্রবর্তী । গৌতম দেব বলেন, "সকালে জানতে পেরেছিলাম আমাকে চেয়ারম্যান করা হয়েছে । পরে জানতে পারি সেটা স্থগিত করা হয়েছে ।"

আরও পড়ুন: দার্জিলিংয়ের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে 222 কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.