শিলিগুড়ি, 11 মার্চ : আর কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে পৌরসভার নির্বাচন । তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সেই নির্বাচনে সম্ভাব্য মেয়র পদে লড়াই করতে পারেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । তাই নির্বাচনের ঠিক আগে রাজ্যের বিভিন্ন দপ্তর এবং স্বশাসিত সংস্থার নানা প্রকল্পের উদ্বোধন এবং শিল্যান্যাস অনুষ্ঠানে দৌড়ে বেড়াচ্ছেন মন্ত্রী গৌতম দেব ।
পৌরভোটের মুখে জনসংযোগ বাড়াতে দিদিকে বলো-র প্রচারে ব্যস্ত গোতম দেব ৷ এবং একই সঙ্গে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন সংস্থা সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের নানা প্রকল্পের উদ্বোধনে শহর চষে বেড়াচ্ছেন তিনি ৷ সূত্রের খবর দলের অনুমতি পেলে আগামী নির্বাচনে শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন তিনি । তাই তার আগে ঘর গোছাতে প্রতিদিনই গুচ্ছ গুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসে হাজির থাকছেন মন্ত্রী ৷ গৌতম দেব অবশ্য জানান এসব প্রকল্প বহু আগে কাজ শুরু করা হয়েছিল । ভোটের সঙ্গে এর সম্পর্ক নেই ।
গোটা রাজ্যে শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস থাকলেও ব্যতিক্রম শিলিগুড়ি । সেখানে ক্ষমতায় রয়েছে বামেরা । লোকসভা নির্বাচনে শিলিগুড়িতে BJP-র ফলাফল ভালো হয়েছে ৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের আশা এবার নির্বাচন ফলাফল দলের অনুকূলে যেতে পারে । তাই তার আগে কার্যত হোমওয়ার্ক করে শহরের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগে জোর দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । তারই অঙ্গ হিসাবে মন্ত্রী গৌতম দেব চষে বেড়াচ্ছেন শহরের অলিগলি । যদিও ভোটের লক্ষেই বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস বলে মানতে চাইছেন না তিনি ।