ETV Bharat / state

দেশে এমন সরকার থাকুক যাতে কেউ আক্রমণের সাহস না দেখায় : গৌতম

পুলওয়ামার ঘটনার পর কেন্দ্রের সমালোচনা করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ তাঁর নেতৃত্বে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল বেরোয় শিলিগুড়িতে।

শোক মিছিল
author img

By

Published : Feb 17, 2019, 6:53 PM IST

শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামার ঘটনার পর কেন্দ্রের সমালোচনা করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ তাঁর নেতৃত্বে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল বেরোয় শিলিগুড়িতে। তিনি বলেন, "কেন্দ্রে এমন এক সরকার থাকুক এবং তারা এমন পদক্ষেপ নিক যাতে কেউ জওয়ানদের উপর এমন বর্বরোচিত আক্রমণ করতে সাহস না দেখায়।"

পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। আরও একবার সার্জিকাল স্ট্রাইকের দাবি তুলছেন অনেকেই। এই অবস্থায় শিলিগুড়ির রাজপথে নামল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা সভাপতি তথা পর্যটন মন্ত্রীর নেতৃত্বে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল বেরোয়। মিছিলে অংশ নিয়ে গৌতমবাবু সরাসরি কিছু না বললেও পরোক্ষে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। সাংবাদিকদের বলেন, "এই ঘটনায় কিছু বলার ভাষা নেই। আমরা শুধু সমবেদনা জানাতে পারি। এর বেশি আর কিছু বলার ভাষা নেই আমাদের। আমরা চাই সন্ত্রাসবাদ নির্মূল হোক। চাই শক্তিশালী, ঐক্য়বদ্ধ, আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে উঠুক ভারতবর্ষ।"

তিনি আরও বলেন, "জঙ্গি হামলায় জম্মু ও কাশ্মীরে প্রায় ৪০০-র ও বেশি জওয়ান শহিদ হয়েছেন। শহিদদের স্মরণেই আমাদের এই মিছিল। তবে এবিষয়ে গোয়েন্দারা কতটা ব্যর্থ কি না তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করেছেন। তিনি কিছু প্রাসঙ্গিক প্রশ্নও তুলেছেন। দলনেত্রীর বক্তব্য়ই আমাদের বক্তব্য।"

undefined

শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামার ঘটনার পর কেন্দ্রের সমালোচনা করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ তাঁর নেতৃত্বে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল বেরোয় শিলিগুড়িতে। তিনি বলেন, "কেন্দ্রে এমন এক সরকার থাকুক এবং তারা এমন পদক্ষেপ নিক যাতে কেউ জওয়ানদের উপর এমন বর্বরোচিত আক্রমণ করতে সাহস না দেখায়।"

পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। আরও একবার সার্জিকাল স্ট্রাইকের দাবি তুলছেন অনেকেই। এই অবস্থায় শিলিগুড়ির রাজপথে নামল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা সভাপতি তথা পর্যটন মন্ত্রীর নেতৃত্বে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল বেরোয়। মিছিলে অংশ নিয়ে গৌতমবাবু সরাসরি কিছু না বললেও পরোক্ষে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। সাংবাদিকদের বলেন, "এই ঘটনায় কিছু বলার ভাষা নেই। আমরা শুধু সমবেদনা জানাতে পারি। এর বেশি আর কিছু বলার ভাষা নেই আমাদের। আমরা চাই সন্ত্রাসবাদ নির্মূল হোক। চাই শক্তিশালী, ঐক্য়বদ্ধ, আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে উঠুক ভারতবর্ষ।"

তিনি আরও বলেন, "জঙ্গি হামলায় জম্মু ও কাশ্মীরে প্রায় ৪০০-র ও বেশি জওয়ান শহিদ হয়েছেন। শহিদদের স্মরণেই আমাদের এই মিছিল। তবে এবিষয়ে গোয়েন্দারা কতটা ব্যর্থ কি না তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করেছেন। তিনি কিছু প্রাসঙ্গিক প্রশ্নও তুলেছেন। দলনেত্রীর বক্তব্য়ই আমাদের বক্তব্য।"

undefined

Mumbai, Feb 17 (ANI): Cricket Club of India (CCI) covered Pakistan Prime Minister Imran Khan's photo at CCI headquarter in wake of Pulwama terror attack. CCI Secretary Suresh Bafna said, "We called a meeting on the very next day of the attack and to condemn the attack, we decided to cover the photo. We will be deciding soon how to remove the photo." Pakistan PM Imran Khan's portrait was one of those that adorned the prestigious club's restaurant wall for leading the Pakistani team to 1992 World Cup victory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.