ETV Bharat / state

আজ প্রচার নয়, শুধু রং খেলা ; একযোগে বললেন অশোক-গৌতম-শংকর - congress

দোলের দিন এক হয়ে গেলেন তাঁরা। একে অপরের গালে লাগিয়ে দিলেন আবির। কোথাও যেন সব বিরোধিতা আজ মুছে গেল।

অমর সিং রাই ও শংকর মালাকার
author img

By

Published : Mar 21, 2019, 3:38 PM IST

শিলিগুড়ি, ২১ মার্চ : রাজনৈতিক ময়দানে একে অপরের শক্র। একে অপরকে কটাক্ষ করতে একটুও কসুর করেন না। কিন্তু, আজ যেন সব মাফ। আজ দোল উৎসবে একে অপরের সঙ্গে রং খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী অমর সিং রাই এবং কংগ্রেস প্রার্থী শংকর মালাকার। তাঁদের আবিরে রাঙিয়ে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

sankar malakar
অমর সিং রাই ও শংকর মালাকার এক সঙ্গে

এবিষয়ে অমর সিং রাই বলেন, "আমাদের মধ্যে মতভেদ থাকলেও সব বিভেদ ভুলে আজ আমরা রঙের উৎসবে মেতে উঠেছি।

ভিডিয়োয় শুনুন অমর সিং রাই ও শংকর মালাকারের বক্তব্য
"শংকর মালাকার বলেন, "অমর সিং রাই আমার থেকে অনেক বড়। তাঁর সঙ্গে আমার বহুদিনের পরিচয়। আজ কোনও রাজনৈতিক বাক্যালাপ করার জন্য আমরা এখানে আসিনি। আমরা দোলে একে অপরকে রাঙাতে এসেছি।" অশোক ভট্টাচার্য বলেন, "আজ আমরা সবাই বসন্ত উৎসবে যোগ দিতে এসেছি। এখানে এসে ভোটের আলোচনা করব না।"

শিলিগুড়ি, ২১ মার্চ : রাজনৈতিক ময়দানে একে অপরের শক্র। একে অপরকে কটাক্ষ করতে একটুও কসুর করেন না। কিন্তু, আজ যেন সব মাফ। আজ দোল উৎসবে একে অপরের সঙ্গে রং খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী অমর সিং রাই এবং কংগ্রেস প্রার্থী শংকর মালাকার। তাঁদের আবিরে রাঙিয়ে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

sankar malakar
অমর সিং রাই ও শংকর মালাকার এক সঙ্গে

এবিষয়ে অমর সিং রাই বলেন, "আমাদের মধ্যে মতভেদ থাকলেও সব বিভেদ ভুলে আজ আমরা রঙের উৎসবে মেতে উঠেছি।

ভিডিয়োয় শুনুন অমর সিং রাই ও শংকর মালাকারের বক্তব্য
"শংকর মালাকার বলেন, "অমর সিং রাই আমার থেকে অনেক বড়। তাঁর সঙ্গে আমার বহুদিনের পরিচয়। আজ কোনও রাজনৈতিক বাক্যালাপ করার জন্য আমরা এখানে আসিনি। আমরা দোলে একে অপরকে রাঙাতে এসেছি।" অশোক ভট্টাচার্য বলেন, "আজ আমরা সবাই বসন্ত উৎসবে যোগ দিতে এসেছি। এখানে এসে ভোটের আলোচনা করব না।"
Intro:রংয়ের উৎসব মুছে দিল রাজনৈতিক ভেদাভেদ শিলিগুড়িতে বসুন্ধরায় রং খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী অমর সিং রাই এবং কংগ্রেস প্রার্থী শংকর মালাকার আবির রাঙিয়ে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্য কেউ আজ সকাল থেকেই রং খেলায় সামিল হয়েছেন নেতা-মন্ত্রীরা রাজনৈতিক প্রচার এর পাশাপাশি চলছে দোলের শুভেচ্ছা বিনিময় তারই ফাঁকে ঢাকা পড়ে একটি উৎসব সেখানেই পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে আবীর খেলায় মাতে নেতা-মন্ত্রীরা তারা সকলেই জানান রাজনৈতিক ভেদাভেদ নয় ভোট প্রচার নয় একে অপরকে শুভেচ্ছা জানিয়েছে আগামী নির্বাচনে জয় লাভের জন্য


Body:।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.